আগের দুই ম্যাচেই হয়েছিল ৩০০ ছাড়ানো রান, দেখা মিলেছিল সেঞ্চুরিরও। রাজশাহীতে বাংলাদেশ ইমার্জিংয়ের সঙ্গে দক্ষিণ আফ্রিকা ইমার্জিংয়ের ম্যাচটি আজ অবশ্য হলো কম রানের। টস হেরে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ ৪৫.৫ ওভারে অলআউট হয়ে যায় ২২৫ রানেই, তা তাড়া করতে নেমে সফরকারীরা করতে পারে কেবল ১৯১ রানে। ৩৪ রানের জয়ে তিন ম্যাচের ৫০ ওভারের সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছেন আকবর আলীরা।

আরও পড়ুনমোস্তাফিজ আইপিএলে চলে যাবেন বাংলাদেশের হয়ে এক ম্যাচ খেলেই৫০ মিনিট আগে

আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করা জিসান আলম এই ম্যাচের একাদশে ছিলেন না। তাঁর বদলে ওপেনিংয়ে আসা চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৬ বল খেলে আউট হন ০ রানে। ৪৮ বলে ২৬ রান করেন আরেক ওপেনার মাহফিজুল ইসলাম।
পরের ব্যাটসম্যানরাও তেমন সুবিধা করতে পারেননি। আগের ম্যাচে সেঞ্চুরি করা আকবর আলী ৫১ বলে ৩৮ রানে ফেরেন। বাংলাদেশের ইনিংসে জুটি বলতে একটিই—নবম উইকেটে ৮৪ রান যোগ করেন মাহফিজুর রহমান ও রাকিবুল হাসান। দলের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান মাহফিজুর শেষ ব্যাটসম্যান হিসেবে ৭৭ বলে ৫৮ রান করে আউট হন। এর আগেই রাকিবুল সাজঘরে ফেরেন ৪০ বলে ৪২ রান করে।

আরও পড়ুনস্টার্কও ফিরছেন না আইপিএলে, দিল্লি তাকিয়ে মোস্তাফিজে২ ঘণ্টা আগে

তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরাও তেমন সুবিধা করতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন তাঁরা। ব্যাট হাতে শেষ দিকে জুটি বেঁধে রান এনে দেওয়া রাকিবুল দাপট দেখান বল হাতেও। ১০ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন এই স্পিনার।
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কেউই ৫০ পেরোতে পারেননি। ৩৪ বলে সর্বোচ্চ ৪০ রান করেন টিয়ান মিচেল ভেন ভারেন, ৪৭ বলে ৩৭ রান করেন নকোবানি হ্যান্ডস্যাম। রাকিবুল ছাড়া বাংলাদেশের হয়ে ২টি উইকেট করে পান মাহফিজুর রহমান ও ওয়াসী সিদ্দিকী।

আরও পড়ুনযে ৫ কারণে লা লিগা জিতল বার্সেলোনা৩ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

আহমেদ আকবর সোবহান ও তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, তাঁর স্ত্রী শাহিন সিদ্দিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। আজ সোমবার দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, দুদকে অভিযোগসংশ্লিষ্ট বিষয়ে তাঁদের বক্তব্য শুনতে আগামী ২ জুলাই সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

ভূমি জবরদখল, অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তাঁর পরিবারের সদস্যদের গত মে মাসেও তলব করেছিল দুদক। দুদক থেকে পাঠানো নোটিশে সেই মাসের ২৫ ও ২৬ তারিখ জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল। নোটিশে বলা হয়, আহমেদ আকবর সোবহান (শাহ আলম), তাঁর পরিবারবর্গ ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ‘সরকারের রাজস্ব ফাঁকি, ভূমি জবরদখল, ঋণের অর্থ আত্মসাৎ, অর্থ স্থানান্তর ও হস্তান্তরসহ মানি লন্ডারিং’-এর অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বক্তব্য গ্রহণ করা হবে।

নোটিশ অনুযায়ী, আহমেদ আকবর সোবহান, তাঁর স্ত্রী আফরোজা বেগম, বড় ছেলে ও কো-চেয়ারম্যান সাদাত সোবহান এবং সাদাতের স্ত্রী সোনিয়া ফেরদৌসী সোবহানকে ২৫ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। ২৬ মে ডাকা হয় আহমেদ আকবর সোবহানের ছেলে ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, তাঁর স্ত্রী ও গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান, ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান (সানভীর), ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও তাঁর স্ত্রী এবং গ্রুপের পরিচালক ইয়াশা সোবহানকে।

সম্পর্কিত নিবন্ধ

  • আহমেদ আকবর সোবহানকে দুদকে তলব
  • আহমেদ আকবর ও স্ত্রীসহ তারিক আহমেদ সিদ্দিককে তলব করেছে দুদক
  • আহমেদ আকবর সোবহান ও তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
  • ‘ছাত্রলীগ কর্মী’ পেলেন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের পদ
  • চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিলেন লোকজন