কারাগারে থাকা আওয়ামী লীগ নেতার তিন বিঘা জমির পেঁপেগাছ কাটল দুর্বৃত্তরা
Published: 16th, May 2025 GMT
রাজশাহীর বাঘা উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তারের পর তাঁর তিন বিঘা জমির পেঁপেগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার রাতে কাটা হয় এসব গাছ। গ্রেপ্তারের আগে কাটা হয়েছিল তাঁর দুই বিঘা জমির আখ।
আওয়ামী লীগের এই নেতার নাম মো. রাসেল আলী। তিনি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। বর্তমানে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আছেন।
এর আগে গত সোমবার রাসেল আলীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এর আগের রাতেই তাঁর দুই বিঘা জমির আখ কাটা হয়। পরিবারের অভিযোগ, যাঁরা রাসেল আলীকে আটক করে পুলিশে দিয়েছে, তাঁরাই পেঁপেগাছ কেটে ফেলতে পারেন। এ ঘটনায় তাঁরা থানায় মামলা করবেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে রাসেল আলী দেখতে পান তাঁর দুই বিঘা জমির আখ কে বা কারা কেটে নিয়েছে। পরে এ নিয়ে সোমবার বিকেলে এলাকায় সালিস হওয়ার কথা ছিল। সেদিন সকালে তিনি বাঘা উপজেলায় যান ভুট্টা বিক্রির টাকা আনতে। দুপুরে স্থানীয়রা রাসেল আলীকে ধরে বাঘা থানায় সোপর্দ করেন। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে কাটা হয় তাঁর জমির পেঁপেগাছ।
রাসেল আলীর স্ত্রী মোসা.
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, পেঁপেগাছ কাটার তথ্য জানতে পেরে আজ সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাসেল আলীকে গ্রেপ্তারের বিষয়ে ওসি বলেন, রাসেল আলী আওয়ামী লীগ করেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। একটা মব সৃষ্টি হচ্ছিল। সেখান থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র স ল আল ক আওয় ম
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা (শুধু এমসিকিউ) আজ শনিবার (১৭ মে) অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা। এ জন্য প্রবেশপত্র ডাউনলোড করার নোটিশ দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল শিক্ষার্থী ১৭/০৫/২০২৫ তারিখের ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের ‘পুনঃ পরীক্ষার প্রবেশপত্র’ ডাউনলোড করেননি তাদের প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হচ্ছে। নতুন ডাউনলোডকৃত প্রবেশপত্র ছাড়া কোনোভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
আগামী ১৭ মে (শনিবার) বেলা ৩টা হতে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের বাণিজ্য শাখার পুনঃপরীক্ষা (শুধু এমসিকিউ অংশ) অনুষ্ঠিত হবে। শুধু গত ৮ ফেব্রুয়ারির পরীক্ষায় উপস্থিত বাণিজ্য শাখার শিক্ষার্থীরা লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষা পূর্ব নির্ধারিত অঞ্চলে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনকানাডায় বিদেশি শিক্ষার্থীদের আশ্রয় আবেদনে রেকর্ড, আরও বৃদ্ধির সম্ভাবনা২২ ঘণ্টা আগেগত ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা অনুষদে (ব্যবসায় শিক্ষা ইউনিট, যা ‘গ’ ইউনিট নামে পরিচিত) চলতি শিক্ষাবর্ষে (২০২৪-২৫) প্রথম বর্ষে ভর্তির জন্য পরীক্ষা নেওয়া হয়। ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তিতে এমসিকিউ পরীক্ষা হয় ৬০ নম্বরের আর লিখিত পরীক্ষা হয় ৪০ নম্বরে। তবে এমসিকিউ প্রশ্নপত্রে একাধিক ভুলের অভিযোগ তুলে সুষ্ঠু ফলাফল প্রকাশে পুনরায় পরীক্ষার নেওয়ার জন্য গত ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবরে আবেদন দেন ভর্তি-ইচ্ছুক এক শিক্ষার্থী। এতে ফল না পেয়ে তিনি রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৯ মার্চ হাইকোর্ট কয়েকটি বিষয়ে রুল দেন। রুলে এমসিকিউ পরীক্ষা পুনরায় নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুলে জানতে চাওয়া হয়। একই সঙ্গে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম অন্তর্বর্তী সময়ের জন্য স্থগিত করেন।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ ভর্তি কমিটির এক বিশেষ সভা গত ২৩ মার্চ অনুষ্ঠিত হয়। সভায় পুনরায় ব্যবসায় শিক্ষা ইউনিটে শুধু এমসিকিউ পরীক্ষা নেওয়ার বিষয়ে আদালতে আবেদন করার সিদ্ধান্ত হয়। এরপর পুনরায় পরীক্ষার জন্য পদক্ষেপ নিতে অনুমতি চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে আদালতে আবেদন করা হয়।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা: মডেল টেস্ট১৫ মে ২০২৫