চাঁপাইনবাবগঞ্জের একটি বেসরকারি হাসপাতাল থেকে সজিব হোসেন জয় (২৬) নামের এক ওয়ার্ড বয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের হাসপাতাল রোড এলাকায় মমতা হাসপাতালের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওয়ার্ড বয় সজিব হোসেন জয় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ির এলাকার জাকির হোসেনের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে মমতা হাসপাতালের পঞ্চম তলায় থাকা বিশ্রাম কক্ষের ফ্যানে ওয়ার্ড বয় সজিবের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে তারা উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়।

মমতা হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল জাব্বার জানান, ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন সজিব। মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। 

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা.

আব্দুর রহমান জানান, নিহত অবস্থায় সজীবের মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। তবে গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: চ প ইনব বগঞ জ ল শ উদ ধ র প ইনব বগঞ জ র মরদ হ

এছাড়াও পড়ুন:

ঘর সাজাতে শিকা

ঘর সাজানোর ক্ষেত্রে আজকাল মানুষ বেশি ঝুঁকছে প্রাকৃতিক, পরিবেশবান্ধব আর দেশীয় উপকরণ দিয়ে তৈরি হোম ডেকরের দিকে। এই চাহিদার অন্যতম সুন্দর সমাধান হতে পারে শিকা বা হ্যাঙ্গার। সহজভাবে বললে এটি একটি ঝুলন্ত সাজানোর উপায়; যা ঘরের প্রতিটি কোণকে করে তোলে শিল্পময় ও মনোমুগ্ধকর। 
শিকা মূলত পাট, ম্যাক্রামে বা প্রসেসড রঙিন/সাদাকালো দড়ি দিয়ে তৈরি হয়। পাট দিয়ে তৈরি শিকাগুলো আমাদের দেশের ঐতিহ্যকে তুলে ধরে। এগুলো দেখতে যেমন দৃষ্টিনন্দন, তেমনি টেকসই ও পরিবেশবান্ধব। অন্যদিকে তুলার দড়ি বা সুতা দিয়ে তৈরি ম্যাক্রামে শিকা বর্তমানে খুবই জনপ্রিয়। এগুলোর জ্যামিতিক নকশা ও গিঁটের কাজ ঘরে আনে একটি বোহেমিয়ান ও আধুনিক ছোঁয়া। এ ছাড়া বাজারে পাওয়া যায় রঙিন ও প্রসেসড দড়ি দিয়ে তৈরি শিকা; যেগুলো শিশুদের রুম বা রঙিন কোনো থিমে সাজানো ঘরের জন্য দারুণ মানানসই। 
শিকা দিয়ে কীভাবে ঘর সাজাবেন? 
বেডরুমে আপনি শিকায় ছোট আয়নাঘর, অ্যারোমা বোতল বা শুকনো ফুল ঝুলিয়ে দিতে পারেন; যা ঘরে এনে দেবে অন্যরকম এক সৌন্দর্য। ড্রইংরুমে ম্যাক্রামে বা দড়ির শিকায় পটেড প্লান্ট, লাইট কিংবা ফটোফ্রেম ঝুলিয়ে তৈরি করতে পারেন ওয়াল গ্যালারি লুক। ব্যালকনিতে পাটের মোটা দড়ির শিকায় ক্যাকটাস, মানি প্লান্ট বা বোতল গাছ রেখে তৈরি করতে পারেন ছোট্ট এক কোনা বাগান। রান্নাঘরে শক্ত দড়ি দিয়ে বানানো শিকায় ছোট ছোট কাচের জার, কাপ, চা-পাতার কৌটা কিংবা রান্নার টুলস ঝুলিয়ে রাখলে কাজের সুবিধাও হবে, ঘরটাও ভিন্নভাবে সাজানো হবে। এমনকি বাথরুমেও শিকায় তোয়ালে, ব্রাশ স্ট্যান্ড বা স্যানিটারি জিনিস ঝুলিয়ে গুছিয়ে রাখা যায় বেশ স্টাইলের সঙ্গে। বাথরুম যদি একটু বড় হয়, এক কর্নারে সিলিংয়ের পাশ থেকে ঝুলিয়ে দিতে পারেন কোনো ইনডোর প্লান্ট বসানো একটা টবসহ শিকা। 
শিকাগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো ঘরের যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। ঘরের যে কোনো খালি জায়গায় শিকা ব্যবহার করে সহজেই একটা ‘ন্যাচারাল টাচ’ আনা যায়। এতে খরচ কম, এগুলো স্থাপন করা সহজ এবং ঘরের চেহারাই বদলে যায়। সেই সঙ্গে আপনি দেশীয় হস্তশিল্পকেও উৎসাহ দিচ্ছেন; যা আজকের এ আর্টিফিশিয়াল দিনে খুবই দরকার। 
শিকা কোথায় পাওয়া যায়? 
দেশজ পণ্যের দোকান, হস্তশিল্প মেলা কিংবা লোকশিল্প উৎসবগুলোয় আপনি সহজেই নানা রকম শিকা খুঁজে পাবেন। এখন ঘরে বসেই অনলাইনে কেনা সম্ভব। অনেক ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম শপ এবং হোম ডেকর সাইটে নানা ডিজাইনের হ্যান্ডমেইড শিকা পাওয়া যায়। এসব সাইটে লোকাল আর্টিসান বা হস্তশিল্প কারিগররা নিজেদের হাতে বানানো পাট, ম্যাক্রামে এবং রঙিন দড়ির শিকা সরবরাহ করেন সারাদেশে এবং দেশের বাইরেও। বিভিন্ন ধরনের শিকা এখন দেখা যায় এসব অনলাইন সাইটে। আবার অনেকে কাস্টমাইজ করেও বানিয়ে নেন বিভিন্ন হ্যান্ডিক্রাফটের দোকান বা পেজ থেকে। 
‘আই অ্যান্ড উই হ্যান্ডিক্রাফট’-এর কর্ণধার সোহরাওয়ার্দী মিয়া বলেন, ‘আমরা শুধু পাটের শিকা বানাই না, বরং তুলার সুতা, ম্যাক্রামে এবং নানা ধরনের দড়ি দিয়ে নানা ডিজাইনের হ্যাঙ্গার বানিয়ে থাকি। প্রতিটি শিকা আমাদের হাতে তৈরি। চাইলে কাস্টম ডিজাইনেও অর্ডার নেওয়া হয়। প্রতিটি শিকার মাধ্যমে আমরা ঘরে একটা দেশীয় সৌন্দর্য পৌঁছে দিতে চাই।’
ঘর সাজানো মানেই শুধু দামি আসবাব নয়, ছোট ছোট জিনিস দিয়েও ঘরে আনা যায় সৌন্দর্য ও আপনিত্ব। পাট, দড়ি ও সুতা দিয়ে তৈরি একখানা শিকা শুধু দেয়াল বা কোণ নয়, বদলে দিতে পারে আপনার পুরো ঘরের পরিবেশ। হাতে তৈরি এসব শিকার প্রতিটিতে মিশে থাকে একজন কারিগরের মমতা আর দেশীয় হস্তশিল্পের প্রতি অগাধ ভালোবাসা। v

সম্পর্কিত নিবন্ধ