সামনেই কোরবানির ঈদ। ১০ দিনের এক দীর্ঘ ছুটিতে ঢাকা ছেড়ে মানুষ ছুটবে প্রিয়জনের টানে। কেউ যাবে গাড়িতে, কেউ ট্রেনে, কেউবা আবার লঞ্চে চড়ে পাড়ি দেবে দূরপাল্লার পথ। প্রাথমিক হিসাব বলছে, এবার ঈদে প্রায় ২ কোটি মানুষ ঢাকা ছাড়বে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে। যাদের মধ্যে প্রায় ৭০ থেকে ৭৫ লাখ মানুষ বাড়ি ফিরবে বাসে। আর এই বিপুলসংখ্যক মানুষের ঈদযাত্রাকে আরামদায়ক ও হ্যাসেল ফ্রি করতে দেশের সবচেয়ে বড় বাস টিকিট বুকিং প্ল্যাটফর্ম bdtickets নিয়েছে বিশেষ প্রস্তুতি।

bdtickets জানিয়েছে, কোরবানির ঈদ উপলক্ষে তারা প্রায় ৩০ লাখের বেশি বাস টিকিট বিক্রি করবে www.

bdticktes.com ওয়েবসাইট থেকে। কোনো প্রকার এক্সট্রা চার্জ ছাড়াই। আর গ্রাহকেরা ঘরে বসেই তাঁদের পছন্দমতো বাস, সময় ও সিট নির্বাচন করে কোনো হ্যাসেল ছাড়াই কাটতে পারবেন বাস টিকিট। শুধু তা–ই নয়, পুরো প্রক্রিয়াটি হবে একদম ঝামেলাবিহীন ও স্বচ্ছ।

এ বিষয়ে bdtickets-এর হেড অব ক্যাম্পেইন শাফায়েত শাহনূর বলেন, ‘ঈদ মানেই আপনজনের কাছে ফেরার তাগিদ—মায়ের হাতের রান্না, বাবার ডাক, ছোট ভাইয়ের সঙ্গে গল্প...এই টানেই মানুষ ছুটে যায় নিজের শিকড়ে। কিন্তু সেই ফেরার পথটাই যখন হয় টিকিট সংকট, দীর্ঘ লাইন আর কালোবাজারির ভোগান্তিতে ভরা, তখন ঈদের আনন্দ ম্লান হয়ে যায়। আমরা চাই, মানুষ যেন সেই কষ্টটা না পায়। গরমে ঘেমে, বৃষ্টিতে ভিজে লাইনে দাঁড়ানোর দিন শেষ-bdtickets চায় সবাই যেন ঘরে বসেই, দিন-রাত যখন ইচ্ছে, অনলাইনে নিজের পছন্দের বাসের সিট কাটতে পারে, ন্যায্য দামে, নিশ্চিন্তে।’

তিনি আরও বলেন, ‘শেষ মুহূর্তে টিকিট খুঁজতে খুঁজতে অনেক সময় পছন্দের সিট তো দূরের কথা, বাসও মেলে না। তাই আগে থেকেই টিকিট কাটা বুদ্ধিমানের কাজ, কারণ ভালো বাস, ভালো সিট পেলেই যাত্রাটা হয়ে ওঠে আনন্দময়।’

এ প্রসঙ্গে ইমতিয়াজ আহমেদ নামে এক গ্রাহক বলেন, ‘গতবার ঈদে বাস টার্মিনালে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল টিকিটের জন্য। কিন্তু এবার bdtickets অ্যাপ থেকে কোনো ঝামেলা ছাড়াই বাস সিলেক্ট করে পেমেন্ট করে ফেলেছি। এখন আরামে ঈদে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিতে পারছি।’

উল্লেখ্য, টিকিট বুকিং চলবে ঈদের আগের দিন পর্যন্ত এবং যেকোনো প্রয়োজনে সপ্তাহের সাত দিন ১৬৪৬০ নম্বরে ফোন করে কাস্টমার কেয়ারের সহায়তা নেওয়া যাবে। এ ছাড়া ঈদের আনন্দ শেষেও bdtickets গ্রাহকদের দেবে রিটার্ন টিকিটে আকর্ষণীয় অফার। বিস্তারিত জানতে হলে ভিজিট করুন bdtickets-এর ফেসবুক পেজে বা ওয়েবসাইটে।

বাড়ি ফেরা হোক হ্যাসেল ফ্রি!

ঈদে টিকিট মানেই-bdtickets।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আনন দ

এছাড়াও পড়ুন:

মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা কমেছে ১৩.৭২ শতাংশ

পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৩.৭২ শতাংশ।

আরো পড়ুন:

পুঁজিবাজারে সূচকের উত্থান

প্রথম প্রান্তিকে ইউনিক হোটেল ও ইফাদ অটোসের মুনাফায় বড় উত্থান

সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (১৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০২ টাকা। সে হিসেবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ১৩.৭২ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৩৫ টাকা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৬৭ টাকা।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ