প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শনিবার রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নতুন ভবন উদ্বোধন করেছেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক প্রমুখ উপস্থিত ছিলেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

‘জুলুম না করা আ. লীগের সমর্থকরা বিএনপির সদস্য হতে পারবেন’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “জুলুম-নির্যাতন না করা আওয়ামী লীগের সমর্থকরা বিএনপির সদস্য হতে পারবেন। সদস্য করার সময় আমাদের খেয়াল রাখতে হবে সামাজিকভাবে অগ্রহণযোগ্য, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজ ব্যক্তিকে দলে নেওয়া যাবে না। এদের কারণে আমাদের ভোট কমে যাবে।” 

তিনি বলেন, “আওয়ামী লীগের সমর্থক ছিল, কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, আমাদের ওপর জুলুম করেনি, উল্টো ভেতরে-ভেতরে আমাদের সহযোগিতা করেছেন তাদের দলে নিতে কোনো সমস্যা নেই।’

শনিবার (১৭ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে দলীয় কার্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির ‘সদস্য নবায়ন’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

‘শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আরো ১০ হাজার মানুষ হত্যায় প্রস্তুত ছিলেন’

দলের সব নেতাকর্মী ৩১ দফার অ্যাম্বাসেডর: সালাউদ্দিন আহমদ

বিএনপির সদস্য হতে হলে প্রকাশ্যে দলে যোগ দিতে হবে জানিয়ে আমীর খসরু বলেন, ‘গোপনে কাউকে সদস্য করা যাবে না। বিএনপিতে যোগ দিতে হলে ঘোষণা দিতে হবে এবং প্রকাশ্যে যোগ দিতে হবে।”

তিনি বলেন, “যারা আমাদের সঙ্গে হাঁটলে ভোট কমে যাবে, এসব লোক-ব্যক্তিদের দূরে রাখবেন। আমরা চেষ্টা করব, দেশের বৃহত্তর অংশকে মেম্বারশিপের আওতায় নিয়ে আসার জন্য। কারণ এটা দেশের বৃহত্তম দল, তাই দেশের বৃহত্তর অংশ যাতে বিএনপির সদস্য হয় এটা সবাইকে মাথায় রাখতে হবে।”

অন্ধকারে নয়, দিনের আলোতে সদস্য নবায়নের কথা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘যারা বিএনপির সদস্য হবেন, আমরা চাই তারা দিনের আলোতেই হোক। এখানে কোনো লুকোচুরি নেই। একদিকে পুরুষের লাইন; অন্যদিকে নারীদের লাইন থাকবে। এটা দৃশ্যমান হতে হবে, সামাজিক যোগাযোগমাধ্যমে দিতে হবে। এটাও একটা আন্দোলন। এটাকে আন্দোলন হিসেবেই নিতে হবে। আমাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছাতে হবে।”

আমীর খসরু বলেন, “বিএনপির ৯১-৯৬ এবং ২০০১-০৭ শাসনামলে দেখিয়েছে, আপনারা দেখেছেন- কিভাবে কর্মসংস্থান বেড়েছে, রপ্তানি বেড়েছে। প্রত্যেকবার কিন্তু বিএনপির সময়। এসব কিন্তু আমরা কখনো বলিনি। এসব কথাগুলো জনসম্মুখে নিয়ে যেতে হবে। নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে আমাদের কাজের অংশ হিসেবে মেম্বারশিপের মাধ্যমে এগিয়ে যেতে হবে।”

গত ১৫ বছর বিএনপির সাংগঠনিক কার্যক্রম সঠিকভাবে চালানো সম্ভব হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের প্রায় ৭০ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছেন। আমাদের সাংগঠনিক কার্যক্রম যেভাবে করার কথা ছিল সেভাবে করতে পারিনি। আজ আমাদের জন্য অনেক বড় সুযোগ এসেছে। দলকে সাংগঠনিক-রাজনৈতিকভাবে শক্তিশালী করার দিকে নিয়ে যেতে হবে। এর জন্যই আজ এ উদ্যোগ।” 

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।  

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ