৮৬ ৪৭ সংখ্যা নিয়ে বিতর্ক: সাবেক এফবিআই প্রধান কোমিকে ‘নোংরা’ বললেন ট্রাম্প
Published: 17th, May 2025 GMT
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমিকে ‘নোংরা পুলিশ’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে ঘিরে গতকাল শুক্রবার এমন মন্তব্য করেন তিনি। ট্রাম্পের দাবি, কোমি ওই পোস্টের মধ্য দিয়ে তাঁকে হত্যার গোপন আহ্বান জানিয়েছেন।
গত বৃহস্পতিবার জেমস কোমি ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছিলেন, যেটি পরে মুছে ফেলা হয়। সেই পোস্টে সামুদ্রিক শামুকের একটি ছবি ছিল। শামুকের গায়ে লেখা ছিল ‘৮৬ ৪৭’।
‘৮৬’ সংখ্যাটি দিয়ে যুক্তরাষ্ট্রের পুরোনো একটি সংকেত বোঝানো হয়। যা দিয়ে সাধারণত ‘মেরে ফেলা’ বোঝানো হয়। আর ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট।
শুক্রবার ফক্স নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ওটা দিয়ে ঠিক কী বোঝায়, তা তিনি (কোমি) জানতেন। ওটার মানে ছিল হত্যা, আর সেটা স্পষ্টভাবে বলা হয়েছে। এখন কথা হলো, তিনি খুব একটা দক্ষ নন। তবে ওটার মানে বোঝার মতো দক্ষতা তো তাঁর আছেই।’
ট্রাম্প বলেন, ‘তিনি (কোমি) প্রেসিডেন্টকে হত্যার আহ্বান জানাচ্ছেন।’ কোমিকে ‘একজন নোংরা পুলিশ’ বলে আখ্যা দেন ট্রাম্প।
পোস্টটি ডিলিট করার পর ইনস্টাগ্রামে কোমি আরেকটি পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন, সেদিন সৈকতে হাঁটার সময় কিছু শামুক দেখতে পান এবং তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। তাঁর মনে হয়েছে, শামুকগুলোতে রাজনৈতিক বার্তা লেখা আছে।
কোমি আরও লিখেছেন, ‘আমি বুঝতেই পারিনি যে কিছু লোক এই সংখ্যাগুলোর সঙ্গে সহিংসতার সম্পর্ক খুঁজে পাবে। সেটা কখনো আমার মাথায় আসেনি, তবে আমি যেকোনো ধরনের সহিংসতার বিরোধী, তাই পোস্টটি মুছে ফেলেছি।’
তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এতে সন্তুষ্ট নন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান ক্রিস্টি নোয়েম বলেন, তাঁরা এবং মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস বিষয়টি তদন্ত করছে। তিনি আরও বলেছেন, এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেছেন, সংস্থাটি ‘সিক্রেট সার্ভিস’-এর সঙ্গে যোগাযোগ রেখেছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় সব সহযোগিতা দেবে।
জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড বলেন, ‘কোমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হত্যা করার আহ্বান জানিয়েছেন।’
তুলসী আরও বলেন, ‘আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে কোমির হুমকির বিষয়টি নিয়ে সিক্রেট সার্ভিসের তদন্তকে সম্পূর্ণ সমর্থন করি।’
গতকাল শুক্রবার মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, কোমিকে তাঁর পোস্টের বিষয়ে সিক্রেট সার্ভিস জিজ্ঞাসাবাদ করেছে।
ট্রাম্প গত বছরের জুলাইয়ে পেনসিলভানিয়ার বাটলার শহরে একটি নির্বাচনী সমাবেশ করার সময় হত্যাচেষ্টার শিকার হন। ওই সময় তিনি কানে আঘাত পান। এর পর থেকে আরও বেশ কিছু হুমকি পান ট্রাম্প।
কোমি ও ট্রাম্পের সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ। ২০১৭ সালে ট্রাম্প তাঁকে এফবিআই প্রধানের পদ থেকে বরখাস্ত করেন। বরখাস্ত হওয়ার সময় কোমি একটি তদন্তের নেতৃত্ব দিচ্ছিলেন। ওই তদন্তের উদ্দেশ্য ছিল, ট্রাম্পের সহযোগীরা আগের বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলতে মস্কোর সঙ্গে কোনো ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখা।
ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্প ওই তদন্তকে বাধাগ্রস্ত করতে চেয়েছিলেন। তবে ট্রাম্পের দাবি, তাঁর প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের ই–মেইলসংক্রান্ত তদন্তে ঠিকভাবে সামাল দিতে না পারায় তিনি কোমিকে বরখাস্ত করেছিলেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: তদন ত
এছাড়াও পড়ুন:
আমি মিডিয়াতে থাকবো রাজনীতিতে কামব্যাক করবো না : হিরো অলম
সোনারগাঁয়ে স্বপন জেন্টস পার্লার উদ্ধোধন করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
শনিবার (১৭ মে) বিকেলে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দুর্গা প্রসাদ এলাকায় বিকেলে সেলুন উদ্ধোধন কালে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেন, ‘আমি মিডিয়ার মানুষ মিডিয়াতে থাকবো, রাজনীতিতে আর কামব্যাক করবো না। খুব শীঘ্রই ১০ জন মডেল কে নিয়ে আসবো মিডিয়াতে। ইতিমধ্যে ৫জনকে নিয়ে আত্মপ্রকাশ করেছি। এই মুহুর্তে কাজের মধ্যে থাকতে চাই বিয়ে সাদিতে নাই’।
এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নন জেন্টস পার্লার স্বতাধিকারী স্বপন মিয়া, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ ফরাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।