সিলেটের লাক্কাতুরা চা বাগান ঘেরা মাঠে ইতিহাস গড়ার সুযোগ তৈরি করেছে বাংলাদেশ ‘এ’ দল। চারদিনের আনঅফিশিয়াল টেস্টে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে সোহানের দল।

শেষ দিনের সকালের সেশনে হাসান মুরাদ ও নাইম হাসানের ঘূর্ণি জাদুতে মুখ থুবড়ে পড়ে কিউইদের ইনিংস। ম্যাচের চতুর্থ দিন ৫ উইকেট হাতে নিয়ে মাঠে নেমেছিল ব্ল্যাক ক্যাপসরা। কিন্তু তারা টিকতে পারল মাত্র ১৪ ওভার। এই সময়েই তারা যোগ করল কেবল ৪১ রান। সব মিলিয়ে নিউজিল্যান্ড থেমেছে ২৫৭ রানে।

ফলে জয়ের জন্য টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ২৪৬ রান। প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়া খালেদ আহমেদ দ্বিতীয় ইনিংসে একটি উইকেট পেলেও মূল কাজটা সেরেছেন দুই স্পিনার। হাসান মুরাদ ৬১ রানে নিয়েছেন ৫ উইকেট, আর নাঈম হাসানের শিকার ৪টি।

নিউজিল্যান্ডের হয়ে আগের দিন সেঞ্চুরি করা নিক কেলি থামেন ১২২ রানে। আজ সকালে কিছুটা প্রতিরোধ গড়েন ডিন ফক্সক্রোফট (২১) ও মিচেল হে (১৮), কিন্তু বাকিরা ছিলেন অসহায়। জিমি কার্টারের আগের দিনের ৫৮ রানের ইনিংস ছাড়া দুই অঙ্কে যেতে পারেননি আর কেউ।

লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশও শুরুটা ভালোই করেছিল। তবে ইনিংস বড় করতে পারেননি এনামুল হক বিজয়। ক্লার্কসনের বলে মিচেল হে-র হাতে ক্যাচ দিয়ে ১৬ রান করে ফিরেন এই ওপেনার। জাকির ফিরেছেন ৫০ রান করে। জয় ও অমিত হাসান ফিরেছেন ৪ ও ৫ রান করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ১১৮ রান ৪ উইকেটে। জয়ের জন্য দরকার আরও ১২৮ রান, হাতে ৬ উইকেট। উইকেটে আছেন অঙ্কন ও সোহান।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

ইউরোপের সবচেয়ে বাজে ক্লাব তারা, ৩৫ ম্যাচের একটিও জেতেনি

ইউরোপিয়ান ফুটবলে অপরাজিত থেকে মৌসুম শেষ করার অনেক দৃষ্টান্ত আছে। গত মৌসুমে জার্মান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেন যখন অপরাজিত মৌসুম শেষ করার অপেক্ষায় ছিল, তখন এই রেকর্ড নিয়ে অনেক মাতামাতিও হয়েছে।

তবে এবার লেভারকুসেনের উল্টো চিত্রই উপহার দিচ্ছে চেক প্রজাতন্ত্রের ক্লাব এসকে দিনামো চেস্কে বুদেয়োভিৎসে, যারা এখন পর্যন্ত চলতি মৌসুমে ৩৫ ম্যাচ খেলে কোনোটিতেই জিততে পারেনি। এখনো মৌসুমে ২ ম্যাচ বাকি আছে তাদের। এই দুই ম্যাচে জিততে না পারার ধারা বদলাতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা।

চেক ফুটবলের শীর্ষ স্তরের লিগে চেস্কে বুদেয়োভিৎসের অবস্থান স্বাভাবিকভাবেই এখন সবার নিচে। ৩৩ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ৬। পুরো মৌসুমে এখন পর্যন্ত একটা ম্যাচও জিততে পারেনি তারা। এমনকি ২৬ এপ্রিল ম্লাদা বোলেস্লাভের কাছে ২-১ গোলের হারের পর অবনমনও নিশ্চিত হয়ে যায় তাদের।

এরপরও অবশ্য থামেনি হারের ধারা। এমনকি গত বছরের জুনে সিলোন তাবোরস্কোর বিপক্ষে রেলিগেশন প্লে-অফে জয়ের পর এখন পর্যন্ত কোনো লিগ ম্যাচে জেতেনি চেস্কে বুদেয়োভিৎসে। লিগে ৩৩ ম্যাচে জয়হীন থাকার পাশাপাশি চেক কাপেও ২ ম্যাচ খেলে কোনোটিতে জিততে পারেনি তারা।

আরও পড়ুনআর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ডের কোচরা কে কত টাকা বেতন পান১৫ মে ২০২৫

এমন পরিস্থিতিতে ইউরোপীয় ফুটবলে জয়হীন ধারার কথা উঠলে চেক প্রজাতন্ত্রের এই ক্লাবের দুর্দশার সঙ্গে তুলনা টানার মতো আর কোনো ক্লাব নেই। একুশ শতকে শীর্ষ স্তরের ফুটবলে আর কোনো দলের এত বেশি ম্যাচ জয়হীন থাকার রেকর্ডও খুঁজে পাওয়া যায়নি। প্রশ্ন হচ্ছে, কোথায় ভুল করেছে তারা?

চেক ফুটবলের ইতিহাসে এই মৌসুম নিঃসন্দেহে চেস্কে বুদেয়োভিৎসের জন্য অন্যতম ভয়াবহ এক মৌসুম হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। ক্লাবটির জয়হীন মৌসুমের পেছনে একাধিক কারণ রয়েছে। ট্রান্সফারমার্কেট-এর তথ্যবিশ্লেষক ও চেক ফুটবলবিশেষজ্ঞ আন্তোনিন শ্রায়ের বলেন, ‘গত মৌসুমে দিনামো কোনোমতে অবনমন প্লে-অফ জিতে লিগে টিকে ছিল। আর ট্রান্সফার উইন্ডোতে দলটি তাদের স্কোয়াড অনেকটাই দুর্বল করে ফেলে। তাই মৌসুম শুরু হওয়ার আগেই তাদের অবনমন হওয়ার একটা আশঙ্কা ছিল। কিন্তু কেউই ভাবেনি যে তারা পুরো মৌসুমে একটা ম্যাচও জিততে পারবে না, এমন কিছু ঘটে যাওয়ার শঙ্কা সামান্যই ছিল।’

অনুশীলনে চেস্কে বুদেয়োভিৎসের খেলোয়াড়রা

সম্পর্কিত নিবন্ধ