অকেজো ১৫ স্লুইসগেট নতুন নির্মিত হচ্ছে একটি
Published: 17th, May 2025 GMT
সীতাকুণ্ড শিল্প এলাকা হিসেবে পরিচিত হলেও এলাকার মানুষের বড় অংশই কৃষির সঙ্গে জড়িত। সাগর উপকূল ও পাহাড়ি এলাকায় আমন-বোরোসহ ব্যাপক সবজি চাষ হয়। কিন্তু ষাটের দশকে নির্মিত সাগর উপকূলের ১৫টি অকেজো স্লুইসগেট মেরামত না হওয়ায় নানা সমস্যায় পড়ছেন মানুষ। কৃষিজমিতে সাগরের লোনা পানি ঢুকে পড়ায় কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়, বন্যা ও ঘূর্ণিঝড় ফসলহানি ঘটায়।
স্থানীয়রা জানান, সৈয়দপুর ইউনিয়নে প্রতিবছর পরিত্যক্ত বদরখালী খালের স্লুইসগেট দিয়ে বন্যার পানি ঢুকে পড়ে, প্লাবিত হয় কয়েকটি গ্রাম। লোকালয়ে বন্যা ও সাগরের পানি ঢোকা বন্ধে ৬৫ বছরের পুরোনো পরিত্যক্ত স্লুইসগেট ভেঙে নতুনভাবে নির্মাণ করা হচ্ছে ‘দুই-বেন্ট’ স্লুইসগেট। ৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবে) এই কৃষিবান্ধব প্রকল্পের ফলে কৃষিজমির পানি সেচ সংকট দূর হবে। নানাভাবে লাভবান হবেন কৃষক ও স্থানীয় মানুষ।
সীতাকুণ্ড উপজেলায় সাগর উপকূলে বেড়িবাঁধ এলাকায় রয়েছে ১৫টি অকেজো স্লুইসগেট। পর্যায়ক্রমে সব সংস্কার করা হবে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, নির্মিতব্য দুই-বেন্ট স্লুইসগেট থাকবে– একটি জল নিয়ন্ত্রণ কাঠামো যেটি নদী, খাল বা জলাশয়ের পানি প্রবাহ নিয়ন্ত্রণে ব্যবহৃত হবে। বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন করে বন্যার ঝুঁকি কমানো যাবে। সমুদ্র উপকূলীয় অঞ্চলে লবণাক্ত পানি প্রবেশ রোধ করে মিষ্টি পানির মান রক্ষা করতে হবে।
সৈয়দুপুর এলাকার কৃষক আলাউদ্দিন বলেন, এই স্লুইসগেট সম্ভবত ১৯৬২-৬৩ সালে তৈরি। বর্তমানে পাইপ ভেঙে দুই পাশে জমেছে মাটি। বেডিবাঁধের কিছু অংশ ভেঙে যাচ্ছে। এসব কারণে অস্তিত্ব সংকটে পড়েছে সৈয়দপুরের স্লুইসগেটের বাঁধ। এ জন্য পানি উন্নয়ন বোর্ড নতুনভাবে স্লুইসগেটটি নির্মাণ করছে।
গত বুধবার বদরখালী খালের স্লুইসগেট এলাকা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার মো.
চট্টগ্রাম পানি উন্নয়ন বিভাগীয়-২ সূত্রে জানা গেছে, উপজেলার উপকূলীয় বাঁধের পোল্ডার নম্বর-৬১/১-এ অবস্থিত স্লুইসগেটগুলো ষাটের দশকে নির্মিত হয়েছিল। সমুদ্রের পানি পোল্ডারের অভ্যন্তরে প্রবেশ রোধে এবং অতিবর্ষায় পোল্ডারের অভ্যন্তরের পানি নিষ্কাশনে অকেজো স্লুইসগেটগুলোর সংস্কার জরুরি।
সীতাকুণ্ড উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ হাবিব উল্ল্যাহ বলেন, ‘পরিত্যক্ত স্লুইসগেট ভেঙে নতুন স্লুইসগেট নির্মাণ করা হলে সৈয়দপুর বারৈয়ারারঢালা ও মুরাদপুর তিন ইউনিয়নের কৃষকরা উপকৃত হবেন। এতে সরাসরি সুফল পাবেন সৈয়দপুর ইউনিয়নের হাজারো কৃষক। এলাকার ১১০ হেক্টর জমিতে হবে নিয়মিত ধান চাষ। শীতকালে ব্যাপক ফলন হবে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, শিম, তিতকরলাসহ নানা জাতের সবজির।’
পৌরসভার সাবেক কমিশনার ও উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মোহাম্মদ তাহের বলেন, ১ ও ৪ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যাশিত ছোট কুমিরা খাল খনন করা হচ্ছে। প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ ও ৪০ ফুট প্রস্থ এ খালের খননকাজ সম্পন্ন হলে হাজারো মানুষ উপকৃত হবেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: নদ স ল ইসগ ট স য়দপ র র উপক ল উপজ ল
এছাড়াও পড়ুন:
মুন্সীগঞ্জে ড্রেনের ভেতরে মিলল ২৩টি ককটেল, আটক ১
মুন্সীগঞ্জে ড্রেনের ভেতর তিনটি প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা ২৩টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থলের পাশে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। পাশাপাশি মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রবিবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ড্রেন থেকে ককটেলগুলো উদ্ধার হয়। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩
দিনাজপুরে পুকুর পাড় থেকে গ্রেনেড উদ্ধার
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ঢাকনা খোলেন স্থানীয়রা। এ সময় তারা প্লাস্টিকের বালতিতে তুষ দিয়ে ঢেকে রাখা অবস্থায় কিছু বস্তু দেখতে পান। পাশাপাশি তিনটি ড্রেনের ঢাকনা খুলে তারা একই চিত্র দেখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ভেতর থেকে তিনটি বালতিতে রাখা ২৩টি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক হাসান মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন পাটোয়ারীর ভাগ্নি জামাই বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। এ সময় মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারির বোন সেলিনা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে হাসান নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/রতন/মাসুদ