জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতাকে ময়মনসিংহের ধোবাউড়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব সাইফুল্লাহ।

গত শুক্রবার সন্ধ্যায় বিএনপি নেতা বাঘবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার মামুনের কক্ষে এই ঘটনা ঘটে বলে অভিযোগ গণতান্ত্রিক ছাত্র সংসদের এই নেতার।

ভুক্তভোগী সাইফুল্লাহ বলেন, তার এলাকার নদী পাড়ের বাঁধের সরকারি কাবিখা বরাদ্দ এসেছে অনেক আগে। এই প্রকল্পের কাজ কবে শুরু হবে তা জানতে বাঘবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনের কাছে যান তারা কয়েকজন। কাজ কবে শুরু করা হবে তা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ‘তোমার কাছে আমি জবাব দিতে বাধ্য না। যখন ইচ্ছা তখন করবো। আমি ক্যাডার পলিটিক্স করে চেয়ারে বসছি। বেশি কথা বললে তোমাকে আমি বেকায়দায় ফেলে দিবো’। এক পর্যায়ে হত্যার হুমকি দেন তিনি।

চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার বলেন, ‘রাস্তার কাজটি দ্বিতীয় মেয়াদের। এটির এখনো বরাদ্দ হয়নি। তবে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতার সঙ্গে আমার একটি ভুল বোঝাবুঝি হয়েছে। আজকে (শনিবার) প্রশাসনের মধ্যস্ততায় ঘটনাটি মীমাংসা হয়েছে।’

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার সমকালকে জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তবে তিনি ঢাকায় আছেন। ঘটনা মীমাংসা হয়েছে কিনা জানা নেই তার।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ এনস প ময়মনস হ সরক র

এছাড়াও পড়ুন:

মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার

রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।

গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।

সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।

ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’

সম্পর্কিত নিবন্ধ