বাড়ি নিয়ে আইনি জটিলতায় মিঠুন চক্রবর্তী
Published: 18th, May 2025 GMT
মুম্বাইয়ের মালাড এলাকায় মিউনিসিপ্যাল কর্পোরেশনের অনুমতি ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। এরইমধ্যে তাকে শোকজ নোটিশ পাঠিয়েছে বৃহন্মুম্বাই পৌরনিগম। উপযুক্ত জবাব না দিলে আইনিভাবে ভেঙে ফেলা হতে পারে অভিনেতার বাড়ি।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, গত কয়েক বছরে মুম্বাইয়ের মালাড এলাকায় প্রায় ১৩০টি অবৈধ নির্মাণ গড়ে উঠেছে। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি বাংলো। সেই তালিকায় নাম জড়িয়েছেন মিঠুনের। সে কারণে অভিনেতাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।
১৮৮৮ সালের বৃহন্মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন আইন অনুযায়ী ৩৩৭, ৩৪২, ৩৪৭ ধারায় মামলা হতে পারে মিঠুনের বিরুদ্ধে। কেন ওই নির্মাণ একেবারে ভেঙে ফেলা বা পুনর্সংস্কার করা হবে না আইন মোতাবেক তার ব্যাখ্যা চাওয়া হয়েছে মিঠুনের কাছে। সপ্তাহখানেকের মধ্যে জবাব দিতে হবে অভিনেতাকে।
পৌরনিগমের নোটিশ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘কোনও বেআইনি নির্মাণ হয়নি। অনেকে এই নোটিশ পেয়েছেন। জবাব নিশ্চয়ই দেওয়া হবে।’
এর আগেও আইনি জটিলতায় জড়ান মিঠুন চক্রবর্তী। গত বছর বাংলায় অমিত শাহের উপস্থিতিতে তৃণমূলকে বিঁধতে গিয়ে তিনি উসকানিমূলক মন্তব্য করে বসেন বলেই অভিযোগ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল, টিম ডিরেক্টর রাজ্জাক
এ মাসেই বাংলাদেশের আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সেই সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। এই সিরিজে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান আবদুর রাজ্জাক। আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের সাবেক অধিনায়ক। এই মৌসুমেই প্রথমবারের মতো বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ ছিলেন ২০০১ সালে কলম্বোয় বিশ্ব কাঁপিয়ে টেস্ট অভিষিক্ত হওয়া এই ব্যাটসম্যান।
আশরাফুল যুক্ত হলেও আগের কোচিং স্টাফের সদস্যরা দলের সঙ্গেই থাকছেন। এত দিন বাংলাদেশ দলে কোনো বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ছিলেন না। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন এই দায়িত্ব পালন করছিলেন।
বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর, ভেন্যু সিলেট। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর। ২ ডিসেম্বর মিরপুরে শেষ ম্যাচ।