মুম্বাইয়ের মালাড এলাকায় মিউনিসিপ্যাল কর্পোরেশনের অনুমতি ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। এরইমধ্যে তাকে শোকজ নোটিশ পাঠিয়েছে বৃহন্মুম্বাই পৌরনিগম। উপযুক্ত জবাব না দিলে আইনিভাবে ভেঙে ফেলা হতে পারে অভিনেতার বাড়ি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, গত কয়েক বছরে মুম্বাইয়ের মালাড এলাকায় প্রায় ১৩০টি অবৈধ নির্মাণ গড়ে উঠেছে। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি বাংলো। সেই তালিকায় নাম জড়িয়েছেন মিঠুনের। সে কারণে অভিনেতাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।

১৮৮৮ সালের বৃহন্মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন আইন অনুযায়ী ৩৩৭, ৩৪২, ৩৪৭ ধারায় মামলা হতে পারে মিঠুনের বিরুদ্ধে। কেন ওই নির্মাণ একেবারে ভেঙে ফেলা বা পুনর্সংস্কার করা হবে না আইন মোতাবেক তার ব্যাখ্যা চাওয়া হয়েছে মিঠুনের কাছে। সপ্তাহখানেকের মধ্যে জবাব দিতে হবে অভিনেতাকে।

পৌরনিগমের নোটিশ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘কোনও বেআইনি নির্মাণ হয়নি। অনেকে এই নোটিশ পেয়েছেন। জবাব নিশ্চয়ই দেওয়া হবে।’

এর আগেও আইনি জটিলতায় জড়ান মিঠুন চক্রবর্তী। গত বছর বাংলায় অমিত শাহের উপস্থিতিতে তৃণমূলকে বিঁধতে গিয়ে তিনি উসকানিমূলক মন্তব্য করে বসেন বলেই অভিযোগ।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বে-মেয়াদি রূপান্তর হতে চায় দুই ফান্ড, ভোটের তারিখ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড ও ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি মেয়াদি (ক্লোজ-এন্ড) থেকে বে-মেয়াদি (ওপেন-এন্ড) ফান্ডে রূপান্তর করার আগ্রহ প্রকাশ করেছে। এ জন্য ইউনিটহোল্ডারদের ভোটের জন্য সভার আহ্বান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

বিনিয়োগকারীদের সচেতনতায় নির্দেশিত প্রোগ্রাম প্রচারের অনুরোধ

৪ কোম্পানির আর্থিক প্রতিবেদনে অনিয়ম: ৭ অডিটর নিষিদ্ধ

তথ্য মতে, ফান্ড দুটির বর্তমান মেয়াদ শেষ হবে আগামী ২৩ ডিসেম্বর। তার আগেই ফান্ড দুটিকে মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তরের জন্য সভা ও রেকর্ড ডেট এর তারিখ ঘোষণা করা হয়েছে।

ভ্যানগার্ড এএমএল বিডির ইউনিটহোল্ডারদের ভোটের জন্য আগামী ২৯ অক্টোবর সকাল ১১ টায় হোটেল পূর্বানিতে সভা অনুষ্ঠিত হবে। আর এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ডের ইউনিটহোল্ডারদের ভোটের জন্য আগামী ৩০ অক্টোবর সকাল ১১ টায় মহাখালিতে রাওয়া কনভেনশন হলে সভা অনুষ্ঠিত হবে।

এজন্য ফান্ড দুটির আগামী ২২ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। ওইদিন যাদের কাছে ফান্ড দুটির ইউনিট থাকবে, তারা সভায় গিয়ে বে-মেয়াদিতে রূপান্তরের পক্ষে বা বিপক্ষে ভোট দিতে পারবে।

ঢাকা/এনটি/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ