চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে তিন মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৮০০ কোটি ৮৫ লাখ ডলার। এসব রেমিট্যান্সের অর্ধেকের বেশি এসেছে দেশের ৬টি সরকারি-বেসরকারি ব্যাংকের মাধ্যমে।

এদিকে, আলোচ্য সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিট্যান্স আসায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে তিন মাসে দেশে আসা ৮০০ কোটি ৮৫ লাখ ডলারের মধ্যে ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ দশমিক ৪৪ শতাংশ বা ১১৫ কোটি ৬৫ লাখ ডলার। বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৭ দশমিক ৭৩ শতাংশ বা ৬১ কোটি ৯০ লাখ ডলার। অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ৭ দশমিক ৫০ শতাংশ বা ৬০ কোটি ৩ লাখ ডলার। সোনালী ব্যাংকের মাধ্যমে এসেছে ৭ দশমিক ৪০ শতাংশ বা ৫৯ কোটি ২৮ লাখ ডলার। জনতা ব্যাংকের মাধ্যমে এসেছে ৭ দশমিক ২৮ শতাংশ বা ৫৮ কোটি ২৭ লাখ ডলার। ব্রাক ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ দশমিক ৪৯ শতাংশ বা ৫১ কোটি ৯৭ লাখ ডলার। 

আলোচ্য ছয় ব্যাংক মিলে অর্ধেকের বেশি বা ৫০ দশমিক ৮৪ শতাংশ রেমিট্যান্স আহরণ করেছে।

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে তিন মাসে যেসব দেশ থেকে অর্ধেকের বেশি রেমিট্যান্স এসেছে সেগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য।

পর্যালোচনায় দেখা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকের তিন মাসে যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১৪৪ কোটি ৪৯ লাখ ডলার বা ১৮ দশমিক ০৪ শতাংশ, সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিট্যান্স এসেছে ১০৯ কোটি ২৮ লাখ ডলার বা ১৩ দশমিক ৬৫ শতাংশ, সৌদি আরব থেকে এসেছে ১০৪ কোটি ৭৫ লাখ ডলার বা ১৩ দশমিক ০৮ শতাংশ, যুক্তরাজ্য থেকে এসেছে ৯৬ কোটি ৫৮ লাখ ডলার বা ১২ দশমিক ০৬ শতাংশ রেমিট্যান্স।

ঢাকা/এনএফ//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ৭ দশম ক

এছাড়াও পড়ুন:

নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।

এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।

নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।

সম্পর্কিত নিবন্ধ