জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ১৯তম আসর। রাজধানীর শেরাটন হোটেলে গত সোমবার রাতে তারকাখচিত আয়োজনে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পর্দা নামে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা, সংগীতজ্ঞ শেখ সাদী খান, চ্যানেল আই-এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, রন্ধনবিদ কেকা ফেরদৌসী, ফেরদৌস ওয়াহিদ, রফিকুল আলম, মো.

খুরশীদ আলম, প্রকল্প পরিচালক রাজু আলীমসহ প্রবীণ-নবীন তরুণ প্রজন্মের সব খ্যাতিমান শিল্পীরা।

এবারের আসরে আজীবন সম্মাননা পেয়েছেন নজরুল সংগীতের কিংবদন্তি শিল্পী ফেরদৌস আরা। পুরস্কার প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শফি মণ্ডল, ফেরদৌস ওয়াহিদ, মিলা, সাগর বাউল, কোনাল, নুসরাত ইমরোজ তিশা, তরিক মৃধা, শারমিনসহ সেরাকণ্ঠ খুদে গানরাজ-এর শিল্পীরা।
১৯টি ক্যাটেগরিতে পুরস্কার পেয়েছেন যারা–

আধুনিক গান-শ্রেষ্ঠ শিল্পী কর্ণিয়া, ইউটিউবে কমপক্ষে ১ লাখ বার ভিউ এবং কমপক্ষে ১৫০০ লাইক প্রাপ্ত গান থেকে আধুনিক গানের শ্রেষ্ঠ শিল্পী ক্যাটেগরিতে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন শারমিন রমা, আধুনিক গান-শ্রেষ্ঠ সুরকার মেহেদী, আধুনিক গান-শ্রেষ্ঠ গীতিকার লালন লোহানী, শ্রেষ্ঠ ব্যান্ড আর্টসেল, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার সৈয়দ আরিফ আল হক, শ্রেষ্ঠ দ্বৈত সংগীতশিল্পী সাব্বির জামান ও আফরোজা রুপা, শ্রেষ্ঠ লোকসংগীত শিল্পী [পল্লীগীতি ও মরমি] তরিক মৃধা।
ইউটিউবে কমপক্ষে ১ লাখ বার ভিউ এবং কমপক্ষে ১৫০০ লাইক প্রাপ্ত গান থেকে লোকসংগীত ক্যাটেগরিতে লটারির মাধ্যমে বিজয়ী সাব্বির নাসির, ছায়াছবির গান-শ্রেষ্ঠ শিল্পী রিয়াদ [‘ঈশ্বর’ গানের জন্য), ইউটিউবে কমপক্ষে ১ লাখ বার ভিউ এবং কমপক্ষে ১৫০০ লাইক প্রাপ্ত গান থেকে ছায়াছবির গান শ্রেষ্ঠ শিল্পী ক্যাটেগরিতে লটারির মাধ্যমে বিজয়ী বালাম ও কোনাল [চলচ্চিত্র ‘প্রিয়তমা’]।

ছায়াছবির গান-শ্রেষ্ঠ সুরকার প্রিন্স মাহমুদ-‘ঈশ্বর’ [চলচ্চিত্র ‘প্রিয়তমা’]। ছায়াছবির গান-শ্রেষ্ঠ গীতিকার আসিফ ইকবাল [মেঘের নৌকা], শ্রেষ্ঠ মিউজিক ভিডিও নির্মাতা রেজাউল করিম কাজল [চুড়ির তালে নুরির মালা], শ্রেষ্ঠ মিউজিক ভিডিও শিল্পী ফেরদৌস আরা [চুড়ির তালে নুরির মালা], শ্রেষ্ঠ নজরুল সংগীতশিল্পী সালাউদ্দিন আহমেদ [কেন চাঁদনী রাতে], শ্রেষ্ঠ রবীন্দ্রসংগীত এটিএম জাহাঙ্গীর [যদি প্রেম দিলে না], শ্রেষ্ঠ নবাগত শিল্পী অনিরুদ্ধ শুভ [ভাল্লাগে না], শ্রেষ্ঠ অডিও কোম্পানি ধ্রুব মিউজিক স্টেশন। 
 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে এবার ব্যবসায়ী গ্রেপ্তার

ভারতের উত্তর প্রদেশের রামপুর জেলার এক ব্যবসায়ীকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করেছে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পুলিশের পক্ষ থেকে রবিবার এই তথ্য জানানো হয়। খবর এনডিটিভির। 

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম শাহজাদ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এসটিএফ তাকে মোরাদাবাদ থেকে গ্রেপ্তার করে।

এসটিএফ-এর বিবৃতিতে বলা হয়, শাহজাদ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর হয়ে সীমান্ত পেরিয়ে চোরাচালান ও গুপ্তচরবৃত্তির কাজে যুক্ত ছিলেন। তিনি ভারতের জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত সংবেদনশীল তথ্য পাচার করতেন।

আরো পড়ুন:

হাঁটুর বয়সি নায়িকাকে চুমু, সমালোচনার মুখে কমল হাসান

ভারতীয় পদক্ষেপে সমস্যা হলে আলোচনা করে সমাধান: বাণিজ্য উপদেষ্টা

এসটিএফের বিবৃতি অনুযায়ী, শাহজাদ গত কয়েক বছরে বহুবার পাকিস্তানে ভ্রমণ করেছেন এবং কসমেটিকস, কাপড়, মসলা ও অন্যান্য সামগ্রী চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। এই অবৈধ বাণিজ্যকেই তিনি আইএসআই-এর হয়ে গোপন মিশনের আড়াল হিসেবে ব্যবহার করতেন।

এসটিএফ জানায়, শাহজাদ ভারতে অবস্থানরত আইএসআই এজেন্টদের কাছে অর্থ ও ভারতীয় সিমকার্ড সরবরাহ করতেন। এছাড়া, তিনি রামপুরসহ উত্তর প্রদেশের বিভিন্ন এলাকা থেকে লোকজনকে আইএসআইয়ের হয়ে কাজ করার জন্য পাকিস্তানে পাঠাতেন বলেও দাবি করেছে এসটিএফ।

এসটিএফ আরো জানায়, এই লোকদের ভিসার ব্যবস্থা করত পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এজেন্টরা।

উল্লেখ্য, শাহজাদের গ্রেপ্তারের কয়েকদিন আগেই পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে হরিয়ানা থেকে জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করে ভারতের পুলিশ। ‘ট্রাভেল উইথ জো’ নামের একটি ইউটিউব চ্যানেল চালান জৌতি, যার সাবস্ক্রাইবার সংখ্যা তিন লাখের বেশি। পুলিশের অভিযোগ, জ্যেতি দিল্লিতে পাকিস্তান হাই কমিশনে কর্মরত এক পাক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখতেন।

পাকিস্তানি এজেন্টদের কাছে সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে জ্যোতিকে গ্রেপ্তার করা হয়।

এনডিটিভি বলছে, পহেলগাম সন্ত্রাসী হামলার পর গুপ্তচরবৃত্তির ওপর নজরদারি বৃদ্ধির মধ্যে ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনটি রাজ্য থেকে কমপক্ষে আটজনকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারের মধ্যে কমপক্ষে চারজন হরিয়ানায়, তিনজন পাঞ্জাবে এবং একজন উত্তর প্রদেশে।

জৌতিকে গ্রেপ্তারের পর হরিয়ানা পুলিশ সাংবাদিকদের বলেন, “তরুণ প্রভাবশালীরা শত্রু দেশগুলোর লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। সহজে অর্থ আয়ের জন্য, এই ধরনের প্রভাবশালীরা ভুল পথ বেছে নেন।”

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস পেলেন যাঁরা
  • প্রকৃত মুদি ব্যবসায়ীর লাইসেন্স ছাড়া টিসিবির ডিলার হওয়া যাবে না
  • গাজায় ইসরায়েলি হামলা: মধ্যরাত থেকে নিহত আরও ৩৮ ফিলিস্তিনি
  • পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে এবার ব্যবসায়ী গ্রেপ্তার
  • শান্তি আলোচনার পর ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা রাশিয়ার