কলকাতার আকাশে ড্রোনসদৃশ বস্তু, সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি
Published: 22nd, May 2025 GMT
কলকাতায় রাতের আকাশে ‘রহস্যজনক’ ড্রোনসদৃশ বস্তু উড়তে দেখা গেছে। বিষয়টি নিয়ে কলকাতা পুলিশ এবং প্রশাসনের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সোমবার রাতে শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকার আকাশে ড্রোনের মতো ৮-১০টি বস্তু ঘোরাফেরা করতে দেখা গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ড্রোনসদৃশ বস্তুগুলো মূলত হেস্টিংস, বিদ্যাসাগর সেতু ও কলকাতার ময়দান অঞ্চলের আকাশে ঘোরাফেরা করে। সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়াম–সংলগ্ন এলাকায় এসব ড্রোনসদৃশ বস্তুকে সবচেয়ে বেশি ঘোরাফেরা করতে দেখা যায়। এই এলাকা উচ্চ নিরাপত্তাসম্পন্ন ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত।
এ ছাড়া পার্ক সার্কাস ও মহেশতলার আকাশেও এ ধরনের বস্তু দেখা যাওয়ার খবর পাওয়া গেছে। কলকাতা পুলিশ এসব ঘটনার তদন্ত শুরু করেছে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি খতিয়ে দেখছে।
পুলিশ জানিয়েছে, ড্রোনগুলোর উৎস, নিয়ন্ত্রণ ও উদ্দেশ্য জানতে গোয়েন্দা বিভাগ ও সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে। ঘটনায় কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটি প্রতিবেদন চেয়েছে।
রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ‘পশ্চিমবঙ্গে কোনো সন্ত্রাসী যাতে আশ্রয় নিতে না পারে, সেদিকে কঠোর নজর দিতে হবে। গ্রামে গ্রামে টহল ও সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদার করতে হবে।’
বর্তমানে সীমান্ত এলাকার নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ইতিমধ্যে নজরদারি বাড়িয়েছে এবং বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত টহল জারি রাখা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কলক ত
এছাড়াও পড়ুন:
কলকাতার আকাশে ড্রোনসদৃশ বস্তু, সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি
কলকাতায় রাতের আকাশে ‘রহস্যজনক’ ড্রোনসদৃশ বস্তু উড়তে দেখা গেছে। বিষয়টি নিয়ে কলকাতা পুলিশ এবং প্রশাসনের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সোমবার রাতে শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকার আকাশে ড্রোনের মতো ৮-১০টি বস্তু ঘোরাফেরা করতে দেখা গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ড্রোনসদৃশ বস্তুগুলো মূলত হেস্টিংস, বিদ্যাসাগর সেতু ও কলকাতার ময়দান অঞ্চলের আকাশে ঘোরাফেরা করে। সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়াম–সংলগ্ন এলাকায় এসব ড্রোনসদৃশ বস্তুকে সবচেয়ে বেশি ঘোরাফেরা করতে দেখা যায়। এই এলাকা উচ্চ নিরাপত্তাসম্পন্ন ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত।
এ ছাড়া পার্ক সার্কাস ও মহেশতলার আকাশেও এ ধরনের বস্তু দেখা যাওয়ার খবর পাওয়া গেছে। কলকাতা পুলিশ এসব ঘটনার তদন্ত শুরু করেছে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি খতিয়ে দেখছে।
পুলিশ জানিয়েছে, ড্রোনগুলোর উৎস, নিয়ন্ত্রণ ও উদ্দেশ্য জানতে গোয়েন্দা বিভাগ ও সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে। ঘটনায় কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটি প্রতিবেদন চেয়েছে।
রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ‘পশ্চিমবঙ্গে কোনো সন্ত্রাসী যাতে আশ্রয় নিতে না পারে, সেদিকে কঠোর নজর দিতে হবে। গ্রামে গ্রামে টহল ও সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদার করতে হবে।’
বর্তমানে সীমান্ত এলাকার নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ইতিমধ্যে নজরদারি বাড়িয়েছে এবং বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত টহল জারি রাখা হয়েছে।