যুক্তরাষ্ট্রে ইহুদি জাদুঘরে গুলিবর্ষণ, ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত
Published: 22nd, May 2025 GMT
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি ইহুদি জাদুঘরের বাইরে বন্দুক হামলায় ইসরায়েলি দূতাবাসের দুজন কর্মী নিহত হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ক্যাপিটাল ইহুদি জাদুঘরের একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী বন্দুক হামলার শিকার হন। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এই হামলা উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
স্থানীয় সময় বুধবার রাত ৯:০৫ মিনিটে তৃতীয় এবং এফ স্ট্রিটস এনডব্লিউ-এর কাছাকাছি গুলি চালানোর ঘটনা ঘটে, ওই এলাকায় এফবিআইয়ের ওয়াশিংটন ফিল্ড অফিসসহ অসংখ্য পর্যটন স্থান, জাদুঘর এবং সরকারি ভবন রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গুলি চালানোর সময় ইসরায়েলি দূতাবাসের একাধিক কর্মী জাদুঘরের অনুষ্ঠানে ছিলেন।
বিস্তারিত আসছে.
ঢাকা/ফিরোজ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বন্ধু ভুলিনি তোমায়, ভুলতেও পারবো না: হানিফ সংকেত
প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। চলচ্চিত্র বা অ্যালবাম নয়, ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তেও নিয়মিত পাওয়া যেত এন্ড্রু কিশোরের দরাজ গলার গান। কাজের সূত্রে অনুষ্ঠানটির উপস্থাপক-পরিকল্পক-পরিচালক হানিফ সংকেত ছিলেন তার বন্ধু। আজ এন্ড্রু কিশোর পঞ্চম প্রয়াণ দিবস।
আজ এই প্রয়াণ দিবসে বন্ধুকে ভোলেননি হানিফ সংকেত। এন্ড্রু কিশোরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করেছেন স্মৃতিচারণ।
ফেসবুকে তিনি লিখেছেন, ‘আজ বন্ধু এন্ড্রু কিশোরের পঞ্চম প্রয়াণ দিবস। যার কাছে গানই ছিলো জীবন-মরণ, গানই ছিলো প্রাণ। এই গানের জন্যই মানুষ তাঁকে ভালোবাসতো, দিয়েছিল ‘প্লেব্যাক সম্রাট’ উপাধি।
তিনি আরও লিখেছেন, ‘কিশোর যেমন প্রাণ খুলে দরাজ গলায় গাইতে পারতো, তেমনি সবার সঙ্গে প্রাণ খুলে মিশতে পারতো। কিশোরের সঙ্গে আমার সম্পর্ক প্রায় চার দশকেরও বেশি সময় ধরে। একসঙ্গে অনেক আড্ডা দিয়েছি, বহুবার বিদেশে গেছি, এক সঙ্গে থেকেছি। কিশোর ছিল ইত্যাদির প্রায় নিয়মিত শিল্পী।’
সব শেষে তিনি লিখেছেন, ‘একজন আদর্শ শিল্পী, একজন মানবিক মানুষ ছিলো কিশোর। গানের মাধ্যমেই এন্ড্রু কিশোর বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। বন্ধু ভুলিনি তোমায়-ভুলব না-ভুলতে পারবো না। ভালো থেকো, শান্তিতে থেকো।
ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে ২০২০ সালের ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। প্রায় ১৫ হাজার গানে কণ্ঠ দেওয়া এই শিল্পী ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।