ফেনীতে ক্যাম্পাসের পুকুরে ডুবে কলেজশিক্ষার্থী নিহত
Published: 22nd, May 2025 GMT
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের পুকুরে গোসল করতে নেমে মো. সাইফুল ইসলাম (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
সাইফুল ইসলাম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কাছিয়ারা গ্রামের বাসিন্দা। সে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের প্রথম পর্বের শিক্ষার্থী ছিল।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সকালে সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে যায় সাইফুল। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে সহপাঠীরা তাকে পুকুর থেকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক পরিষদের সভাপতি জি এম তাজ উদ্দিন বলেন, ‘ঘটনার খবর নিহত শিক্ষার্থীর পরিবারকে জানানো হয়েছে। স্বজনেরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, মৃতদেহ হাসপাতালেই আছে। আইনগত প্রক্রিয়া চলছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ট্রাম্প যুদ্ধ শুরু করেছেন, শেষ করব আমরাই
যুক্তরাষ্ট্রের হামলার পর প্রত্যাঘাতের কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে ইরানের সামরিক বাহিনীর হুমকি- ‘এই যুদ্ধের শুরুটা আপনি করে থাকতে পারেন, কিন্তু শেষটা আমরাই করব।’ এ সময় ট্রাম্পকে ‘জুয়াড়ি’ বলেও সম্বোধন করে ইরান সেনাবাহিনী।
স্থানীয় সময় সোমবার সকালে ইরানের সামরিক বাহিনীর সদর দপ্তর খাতাম আল-আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাকারির একটি ভিডিও বার্তা প্রকাশ্যে এসেছে।
ইরান সেনাবাহিনী বলেছে, পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা তাদের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তুর পরিধি বৃদ্ধি করেছে। একইসঙ্গে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে যোগদানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘জুয়াড়ি’ বলে অভিহিত করেছে।
রোববার ভোরের দিকে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বাঙ্কার-বাস্টার বোমা ফেলে ইসরায়েলের অভিযানে যোগ দেয় যুক্তরাষ্ট্র। এর পর থেকে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছে ইরান।
যদিও ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখলেও, এখনও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি তারা ট্রাম্প প্রশাসন বারবার বলে আসছে যে, তাদের লক্ষ্য কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, বৃহত্তর যুদ্ধ শুরু করা নয়।
কিন্তু রোববার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প খোলাখুলিভাবে ‘রেজিম চেইঞ্জ’ কথাটি উল্লেখ করেছেন।
তিনি লেখেন, “রেজিম চেইঞ্জ’ শব্দটি ব্যবহার করা রাজনৈতিকভাবে সঠিক নয়, তবে বর্তমান ইরানি শাসন যদি ইরানকে আবার মহান করে তুলতে অক্ষম হয়, তাহলে কেন শাসন পরিবর্তন হবে না? মিগা!!!”