বিদেশে উচ্চশিক্ষা: বিশ্ববিদ্যালয় বেছে নেওয়ার ১২ পরামর্শ
Published: 25th, May 2025 GMT
বিদেশে পড়াশোনার স্বপ্ন থাকে অনেকেরই। কিন্তু নানা কারণে অনেকে ভর্তি হতে পারেন না—এমন সংখ্যাও অনেক। বিদেশে পড়াশোনার সিদ্ধান্তের পরই আপনাকে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নির্বাচনের দিকে যেতে হয়। পড়াশোনার জন্য সঠিকভাবে বিদেশি বিশ্ববিদ্যালয় বেছে নেওয়ার সিদ্ধান্তটাও কঠিন। সঠিক বিশ্ববিদ্যালয় বেছে নিতে পারলে একাডেমিক এবং ব্যক্তিগত ক্যারিয়ার বিকাশে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। এ সিদ্ধান্ত মানসম্পন্ন শিক্ষা অর্জনের বাইরেও নতুন একটি সংস্কৃতি সম্পর্কে জানার ও মেশার সুযোগ মেলে। পছন্দসই এবং আপনার জন্য সঠিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলে পেশাদার ক্যারিয়ারের দিকে এগিয়ে যাওয়ার একটি ধাপ হিসেবেও কাজ করে।
বিদেশে পড়াশোনার সিদ্ধান্তের পরই আপনার আগ্রহ স্টেম শিক্ষা, শিল্পকলা, ব্যবসা অথবা অন্য যেকোনো ক্ষেত্রেই থাকুক না কেন, কিছু পদক্ষেপ আপনাকে নিতে হবে। এসব পদক্ষেপে আপনার জন্য মনঃপূত বিশ্ববিদ্যালয় খুঁজে পেতে সহায়তার ধাপ হিসেবেও বিবেচনা করা যেতে পারে। ভর্তিপ্রক্রিয়া কার্যক্রম শুরু করার আগে শিক্ষার মাধ্যম বা ভাষা, বাজেটের সীমাবদ্ধতা এবং থাকার জায়গাসহ নানা বিষয় মাথায় রাখতে হয়। বিদেশে পড়াশোনার জন্য সঠিক বিশ্ববিদ্যালয় বেছে নিতে আপনাকে সাহায্য করতে পারে এমন ১২টি ধাপ আছে। এগুলো হলো—
১.কোন বিষয়ে পড়তে চান, সেটি নিয়ে ভাবুন
অধ্যয়নের বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্টভাবে অনুসন্ধান শুরু করুন। বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম, পড়াশোনার অধ্যাপক এবং অত্যাধুনিক গবেষণা খাত শনাক্ত করুন। মৌলিক গবেষণার ক্ষেত্রগুলো পছন্দের শিক্ষার ক্ষেত্রে সেরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে একটি বেছে নেওয়ার সুযোগ তৈরি করবে।
২. বিশ্ববিদ্যালয়গুলো বৈশ্বিক অবস্থান জেনে নিনএখন গবেষণা, জার্নালে প্রকাশনা, পড়াশোনার মানসহ নানা বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক অবস্থান নির্ধারিত হয়। ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর বিশ্বব্যাপী অবস্থান মূল্যায়ন করতে হবে। এমন উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো বিবেচনা করুন, যাদের একটি শক্তিশালী আন্তর্জাতিক খ্যাতি এবং বৈশ্বিক শিল্পের সঙ্গে সহযোগিতা রয়েছে। এমন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি, বিশ্বের সঙ্গে মূল্যবান সংযোগ এবং সমৃদ্ধ একাডেমিক অভিজ্ঞতার সুযোগ করে দেবে।
৩. কাঙ্ক্ষিত দেশগুলোর তালিকা তৈরি করুনকাঙ্ক্ষিত দেশ নির্ধারণ করে ফেলুন। ভাষা, সংস্কৃতি এবং সম্ভাব্য স্নাতক–স্নাতকোত্তরের সুযোগগুলো বিবেচনা করুন। কাঙ্ক্ষিত দেশগুলোর সংক্ষিপ্ত তালিকা তৈরি বিশ্ববিদ্যালয় বেছে নেওয়া সহজ করবে।
৪. বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত জেনে নিনআপনার লক্ষ্যর দেশের মধ্যে পৃথক বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিন। অনুষদ, গবেষণা সুবিধা এবং প্রোগ্রামের মতো বিষয়গুলো মূল্যায়ন করুন। এতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিশদ গবেষণা এবং একাডেমিক চাহিদাগুলো সম্পর্কে ধারণা মিলবে।
৫. বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং দেখুনসম্ভাব্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক অবস্থান এবং খ্যাতি কেমন, তা জানতে বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং খুঁজে দেখতে হবে। যদিও র্যাঙ্কিং একমাত্র মানদণ্ড নয়, তবু আপনার শিক্ষার ক্ষেত্র বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মূল্যায়নের জন্য এটিকে একটি মানদণ্ড হিসেবে ধরা যেতে পারে।
৬. নিজের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নির্ধারণতালিকার বিশ্ববিদ্যালয়গুলো দীর্ঘমেয়াদি শিক্ষাগত এবং কর্মজীবনের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না জেনে নিন। বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত প্রোগ্রাম, গবেষণার সুযোগ এবং সহশিক্ষাকার্যক্রমগুলো আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা–ও বিবেচনা করুন।
৭. স্থান বা ঠিকানা বা এলাকার অবস্থান কেমনআপনার তালিকার বিশ্ববিদ্যালয়গুলোর ভৌগোলিক অবস্থান মূল্যায়ন করুন। জলবায়ু, জীবনযাত্রার ব্যয় এবং শিল্পকেন্দ্রগুলোর কাছাকাছির মতো বিষয়গুলো বিবেচনা করুন। বিশ্ববিদ্যালয়ের অবস্থান আপনার জীবনযাত্রার সঙ্গে সম্ভাব্য নেটওয়ার্কিংয়ের সুযোগ এবং ইন্টার্নশিপও প্রদানে সহায়তা করবে।
৮. সাংস্কৃতিক এবং জীবনধারাপ্রতিটি বিশ্ববিদ্যালয়ের অবস্থানের সাংস্কৃতিক এবং জীবনযাপনের দিকগুলো নিয়ে ভাবা উচিত ভর্তির সিদ্ধান্ত নেওয়ার আগে। সামাজিক জীবন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ততার মতো বিষয়গুলো বিবেচনা করুন। ইতিবাচক সাংস্কৃতিক পরিবেশের মিল আপনার একাডেমিক অভিজ্ঞতায় উল্লেখযোগ্য অবদান রাখতে পারে।
ছবি: প্রতীকীউৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ব শ বব দ য ক অবস থ ন এক ড ম ক র ব শ বব ন র জন য আপন র
এছাড়াও পড়ুন:
পপির চাচাকে ‘জমিদার বাড়ি’ থেকে বের করে দেওয়ার অভিযোগ
চিত্রনায়িকা পপির চাচা মিয়া বাবর হোসেনকে খুলনার সোনাডাঙ্গাস্থ জমিদার বাড়ি ‘মিয়াবাগ’ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। পপির চাচি শিউলি বেগম ও ভগ্নিপতি তারেক আহমেদ চৌধুরী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন বলে থানায় লিখিত অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিয়া বাবর হোসেন। তিনি বলেন, “আমার বাবা জমিদার মৃত ইসমাঈল মিয়ার ৬ ছেলে ও ৩ মেয়ের মধ্যে আমি চতুর্থ। অন্যান্য শরিকদের মতো আমিও মিয়াবাগের একজন শরিক। আমি নিঃসন্তান থাকায় বিভিন্ন সময় ঢাকায় থাকি। এই সুযোগে আমার ভাইয়ের স্ত্রী শিউলি বেগম (কবীর হোসেনের স্ত্রী) ও তার মেয়ের জামাই তারেক আহমেদ চৌধুরী (ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা) আমার মায়ের রুম, ড্রয়িং রুম, গেস্ট রুমসহ বিভিন্ন রুম দখল করে আছে।”
উদ্যত হয়ে মিয়া বাবর হোসেনের মুঠোফোন ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ তার। এ বিষয়ে তিনি বলেন, “গত ৪ জুলাই, বেলা ১১টায় বাড়িতে গিয়ে দেখি আমার ভাইয়ের স্ত্রী শিউলি বেগমের রুম বাদে অন্য সকল রুম তালাবদ্ধ। এ দৃশ্য দেখে আমি হতবাক হয়ে যাই। শিউলি বেগমকে তখন বলি, আমি রাতে কোথায় থাকব। সে বলে, ‘আপনি দ্বিতীয় তলায় থাকেন।’ এ ঘটনার পরের দিন (৫ জুলাই) সকাল ৮টার দিকে শিউলি বেগম এবং তার মেয়ের জামাই তারেক আহমেদ চৌধুরী আমাকে আধা ঘণ্টার মধ্যে বাসা থেকে নেমে যেতে বলে হুমকি দেয়। ওই সময় বাসা থেকে নামতে দেরি হওয়ায় তারা আমার কাছে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে এবং আমাকে মারধর করতে উদ্যত হয়।”
আরো পড়ুন:
জেন-জিদের ভাষা বোঝার চেষ্টা করি না: কাজল
দেবশ্রীর বোন মারা গেছেন
এ ঘটনার পর খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন মিয়া বাবর হোসেন। এ তথ্য জানিয়ে তিনি বলেন, “মানসম্মানের ভয়ে আমি অসহায় হয়ে বাসা থেকে নিচে এসে বসি। এরপর তারা আরো অজ্ঞাতনামা লোকজন ডেকে আমার ঘাড় ধরে বাসা থেকে রাস্তায় বের করে দেয়। পরবর্তীতে আমি আমার পরিচিত মান্নানের বাসায় আশ্রয় নিই। এরপর আমি আমার নিকটতম লোকজনের সাথে যোগাযোগ করে সোনাডাঙ্গা মডেল থানায় লিখিত অভিযোগ করি।”
তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে মিয়া বাবর হোসেন বলেন, “জমিদার বাড়ির সুনাম ক্ষুণ্ন হওয়ার ভয়ে আমি এতদিন নিশ্চুপ ছিলাম। পারিবারিক বিষয়গুলো ঘরের বাইরে আনতে চাইনি। কিন্তু জামাই নামধারী ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা তারেক আহমেদ চৌধুরীর অসৌজন্যমূলক আচরণ, প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধামকি দিয়ে পরিবেশ অস্বাভাবিক করে তুলেছে। তারেক আমাদের বাড়িতে লজিং মাস্টার থেকে লেখাপড়া করেছে। ভাইজিকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার পর, এখন জোরপূর্বক পুরো বাড়ি দখল করে আছে। ট্রাস্ট ব্যাংকে চাকরি করার সুবাধে প্রতিনিয়ত হুমকি দেয়।”
মিয়া বাবর হোসেনের অভিযোগ সম্পর্কে জানতে যোগাযোগ করা হয় তারেক আহমেদ চৌধুরীর সঙ্গে। অভিযোগ অস্বীকার তিনি বলেন, “আমি দীর্ঘদিন খুলনায় যাই না। আমাকে কেন জড়ানো হলো বুঝতে পারছি না। মিয়া বাবর হোসেন ৭০ বছর আগে তার সম্পত্তি বিক্রি করে চলে গেছেন। তার আপন মামিকে ভাগিয়ে বিয়ে করার কারণে তার সঙ্গে পরিবারের যোগাযোগ ছিল না। এছাড়া জমিদার বাড়ির যে অংশটুকু তার ছিল সেটি তারই আপন ছোট ভাই চিত্রনায়িকা পপির বাবা আমির হোসেন টুলুর কাছে বিক্রি করেছেন। টুলু জীবিত থাকাকালে বিক্রিত ওই অংশটুকু তার মেয়ে খেয়ালিকে লিখে দেন।”
মিয়া বাবর হোসেন তার ফুফুর কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট করেছেন। হাবিব নামে এক যুবক মিয়া বাড়ির সুনাম ক্ষুণ্ন করার জন্য এবং সম্পত্তি দখল করার জন্য কলকাঠি নাড়ছেন বলেও অভিযোগ তারেক আহমেদ চৌধুরীর।
তবে তারেক আহমেদ চৌধুরীর অভিযোগ মিয়া বাবর হোসেনকে জানালে, এসব ‘মিথ্যা’ বলে দাবি করেন তিনি। মিয়া বাবর হোসেন বলেন, “আমার বয়স এখন ৭৩ বছর। ৭০ বছর আগে আমি তিন বছরের নাবালক ছিলাম। তখন সম্পত্তি প্রাপ্তি এবং বিক্রি করার প্রশ্নই আসে না। তারেক আহমেদ চৌধুরী মিথ্যা কথা বলেছেন।”
ঢাকা/নুরুজ্জামান/শান্ত