দীর্ঘমেয়াদি ঋণমানে ‘এএএ’ শ্রেণিতে উন্নীত হয়েছে দেশের বেসরকারি খাতের প্রাইম ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, দীর্ঘমেয়াদি ঋণমানের ক্ষেত্রে ‘এএএ’ সর্বোচ্চ মান। প্রথমবারের মতো প্রাইম ব্যাংক এই ঋণমান অর্জন করেছে। ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ঋণমান যাচাইকারী দেশীয় প্রতিষ্ঠান প্রাইম ব্যাংকের গত কয়েক বছরের আর্থিক বিভিন্ন সূচক পর্যালোচনা করে ও বাংলাদেশ ব্যাংকের নীতিমালার আলোকে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ বা সিআরএবি ব্যাংকটিকে এই ঋণমান দিয়েছে। দীর্ঘমেয়াদি ঋণমানের ক্ষেত্রে সর্বোচ্চ মানে উন্নীত হওয়ার পাশাপাশি স্বল্পমেয়াদি ঋণমানেও আগের বছরের মতো সর্বোচ্চ মান এসটি–১ ধরে রেখেছে প্রাইম ব্যাংক। অর্থাৎ স্বল্প ও দীর্ঘমেয়াদি উভয় ক্ষেত্রেই প্রাইম ব্যাংক এখন সর্বোচ্চ ঋণমানের একটি ব্যাংক। 

ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী একটি ব্যাংক দীর্ঘমেয়াদি ঋণমানে ‘এএএ’ মানে উন্নীত হতে হলে ওই ব্যাংকের খেলাপি ঋণের হার ৫ শতাংশের নিচে থাকতে হয়। আর মূলধন পর্যাপ্ততা অনুপাত বা সিএআর থাকতে হয় সাড়ে ১২ শতাংশের বেশি। এ ছাড়া আমানত ও মুনাফায় ধারাবাহিক প্রবৃদ্ধি থাকতে হয়। আমানত ও মুনাফার প্রবৃদ্ধির ক্ষেত্রে পুরো খাতের প্রবৃদ্ধিকেও বিবেচনায় নেওয়া হয় ঋণমান যাচাইয়ে। 

ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান সিআরএবির এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, দীর্ঘমেয়াদি ঋণমানে প্রাইম ব্যাংকের ‘এএএ’ মানে উন্নীত হওয়ার অর্থ হচ্ছে—দীর্ঘ মেয়াদে এই ব্যাংকে বিনিয়োগ বা অর্থ জমা রাখা নিরাপদ। ব্যাংকের বর্তমান অবস্থায় দীর্ঘমেয়াদি এই ব্যাংকে অর্থ জমা রাখলে তা সময়মতো ফেরত পাওয়া যাবে। একইভাবে স্বল্পমেয়াদি ঋণমানে সর্বোচ্চ মান বজায় রাখায় প্রাইম ব্যাংকে স্বল্প ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ অনেকটাই নিরাপদ। 

প্রাইম ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বল্প ও দীর্ঘ মেয়াদে প্রাইম ব্যাংকের সর্বোচ্চ ঋণমান প্রাপ্তি মূলত তিন দশক ধরে ব্যাংকটির আর্থিক সক্ষমতা, দায়িত্বশীল ব্যাংকিং এবং বিশ্বস্ততারই প্রতিফলন। প্রাইম ব্যাংকের শক্তিশালী মূলধন–কাঠামো, বহুমাত্রিক ঋণ পোর্টফোলিও, পর্যাপ্ত নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশনিং এবং স্বল্প ব্যয়ে স্থিতিশীল আমানত–কাঠামোর ওপর ভিত্তি করে এই ঋণমান অর্জিত হয়েছে। 

এ বিষয়ে প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা  (সিইও) হাসান ও.

রশীদ প্রথম আলোকে বলেন, ‘তিন দশক ধরে আর্থিক দায়িত্বশীলতা ও স্বচ্ছতা বজায় রাখার কারণে প্রাইম ব্যাংকের প্রতি গ্রাহক এখন বেশ আস্থাশীল। তারই প্রতিফলন এই ঋণমানে প্রকাশ পেয়েছে। ১৯৯৫ সালে যাত্রা শুরুর পর থেকে প্রাইম ব্যাংক শৃঙ্খলা, সুশাসন ও গ্রাহকসেবার প্রতীক হিসেবে নিজের অবস্থান তৈরি করতে পেরেছে। আগামী দিনগুলোতেও আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’ 

প্রাইম ব্যাংক দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত একটি ব্যাংক। এটি ২০০০ সালে দেশের প্রধান শেয়রবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত হয়। গত বছরের ডিসেম্বরে সমাপ্ত আর্থিক বছর শেষে ব্যাংকটি প্রকৃত মুনাফা করেছে ৭৪৫ কোটি টাকা। আগের বছর অর্থাৎ ২০২৩ সালে ব্যাংকটির মুনাফার পরিমাণ ছিল ৪৮৪ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রাইম ব্যাংকের মুনাফা ২৬১ কোটি টাকা বা ৫৪ শতাংশ বেড়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ঋণম ন য চ আর থ ক স বল প উন ন ত বছর র

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ