চট্টগ্রামে নতুন করে ৯ জনের করোনা শনাক্ত
Published: 25th, June 2025 GMT
চট্টগ্রামে শেষ ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৯ জন আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিকেলে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে বলা হয়, ১৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নগরে ৯ জনের করোনা পজিটিভ। উপজেলায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।
চট্টগ্রাম নগরের বেসরকারি রোগনির্ণয় কেন্দ্র শেভরনে এই ৯ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৯–এ। এর মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪৭ জন পুরুষ, ৫১ জন নারী ও ১টি শিশু রয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ৯ জন র
এছাড়াও পড়ুন:
এনজেল নূরের প্রথম অ্যালবাম ‘প্রাণ-ত’
নিজের জীবনের গল্পে সুর চড়ান এনজেল নূর। প্রথম মৌলিক গান ‘যদি আবার’ গেয়ে তারকাখ্যাতি পেয়েছেন তিনি। গানটি ঢাকার গণ্ডি পেরিয়ে কলকাতায়ও আলোচিত হয়েছে। আরেক মৌলিক গান ‘তিল’ও প্রশংসা কুড়িয়েছে। দুই গানের গল্প বলার ঢঙে জীবনকে সামনে এনেছেন তিনি।
এবার আর একক গান নয়, পুরো অ্যালবামে হাত দিয়েছেন এনজেল। প্রাণ–ত শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশ করবেন তিনি। ‘কিছু কথা বাকি ছিল’সহ মোট সাতটি গান থাকবে। তবে ‘যদি আবার’ ও ‘তিল’ থাকবে না। অ্যালবামের নামকরণ নিয়ে জানতে চাইলে এই তরুণ গায়ক বলেন, ‘গানগুলো আমার একদম প্রাণে কাছের, ফলে অ্যালবামের নাম প্রাণ–ত। এতে প্রাণজুড়ানো কিছু গান থাকবে, যেখানে কষ্ট বা সুখকে না এড়িয়ে অনুভব করার কথা বলা হয়।’
এনজেল নূর