নতুন সিরিজে পুলিশ অফিসার শ্যামল মাওলা
Published: 1st, July 2025 GMT
ঢাকার বুকে আতঙ্কের ছায়া। নৃশংস এক সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে শহরের অলি-গলিতে, যার রেখে যাওয়া ভয়ঙ্কর স্বাক্ষর পুলিশকে করেছে কিংকর্তব্যবিমূঢ়! তদন্তের সব পথ যখন বন্ধ, তখন এই খুনিকে থামানোর দায়িত্ব পড়ে বিচক্ষণ অফিসার মাহফুজের কাঁধে। কিন্তু অন্ধকারের গভীরে প্রবেশ করে তিনি বুঝতে পারেন, এটি একটি মারাত্মক বুদ্ধির খেলা, যেখানে অপরাধী প্রতিটি পদক্ষেপে এগিয়ে থাকছে। কে এই খুনি?
শহরের কানাগলিতে লুকিয়ে থাকা ক্রোধের পেছনের রহস্যই-বা কী? এমন সব প্রশ্নের উত্তর মিলবে ‘কানাগলি’ ওয়েব সিরিজে।
ক্রাইম থ্রিলার গল্পের এ সিরিজে শ্যামল মাওলার সঙ্গে জুটি বেঁধেছেন আইশা। শ্বাসরুদ্ধকর গল্পের এ সিরিজটি পরিচালনা করেছেন আহমেদ জিহাদ। চিত্রনাট্যও লিখেছেন তিনি নিজেই।
নিজের চরিত্রটি নিয়ে শ্যামল মাওলা বলেন, ‘আমি এখানে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছি যিনি মূলত ইনভেস্টিগেট করেন। প্রচণ্ড থ্রিলার ভিত্তিক গল্প। আর নির্মাতাকে নিয়ে বলবো, তিনি নতুন কিন্তু খুব গুছিয়ে কাজটি করেছেন। আমি খুব এনজয় করেছি কাজটি করতে গিয়ে।’
অভিনয় প্রসঙ্গে আইশা খান বলেন, ‘ওয়েব সিরিজটির গল্প অসাধারণ। দর্শক ওয়েব সিরিজে যে ধরনের গল্প দেখতে চান এটি তেমনই। আশা করছি সিরিজটি দর্শকের পছন্দ হবে।’
শ্যামল মাওলা ও আইশা খান ছাড়াও এতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, লুৎফুর রহমান জর্জ, কাজী নওশাবা আহমেদ, নাজিবা বাশার প্রমুখ।
৩ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজটি মুক্তি পাবে বলে নির্মাতা জানিয়েছেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শুভ জন্মাষ্টমী আজ
অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ—এই বিশ্বাস পোষণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী হিসেবে উদ্যাপন করা হয়।
সনাতন ধর্মের মানুষ বিশ্বাস করেন, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। আজ শনিবার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি।
জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গতকাল শুক্রবার এক বাণীতে তিনি বলেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে কেউ যেন নষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
প্রধান উপদেষ্টা বলেন, সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। শ্রীকৃষ্ণ যেখানেই অন্যায়-অবিচার দেখেছেন, সেখানেই অপশক্তির হাত থেকে শুভশক্তিকে রক্ষার জন্য আবির্ভূত হয়েছেন।
মুহাম্মদ ইউনূস বলেন, আবহমানকাল থেকে এ দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করছে। শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ সকাল আটটায় দেশ-জাতির মঙ্গল কামনায় শ্রীশ্রী গীতাযজ্ঞ, বেলা তিনটায় ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল ও রাতে শ্রীকৃষ্ণপূজা অনুষ্ঠিত হবে।
পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, রাজধানীর পলাশীর মোড়ে আজ বেলা তিনটায় কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান।