শেখ হাসিনা-রেহানা-টিউলিপসহ ২৩ জনকে আদালতে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
Published: 1st, July 2025 GMT
প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের পাঁচটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল) এবং বোন শেখ রেহানা, তাঁর মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক (রূপন্তী) এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ২৩ জনকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন আজ মঙ্গলবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম।
পিপি মীর আহমেদ আলী বলেন, ‘প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের পাঁচটি মামলায় শেখ হাসিনাসহ অন্যদের গ্রেপ্তারি পরোয়ানা তামিল প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ছিল আজ। পাঁচটি মামলায় তামিল প্রতিবেদন আদালতে জমা পড়েছে। তামিল প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাসহ ১২ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আদালত শেখ হাসিনাসহ ২৩ জনকে ২০ জুলাই হাজির হওয়ার জন্য পত্রিকায় গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন।’
এর আগে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের আরেকটি মামলায় গত ১৭ জুন শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার দুই মেয়েসহ ১২ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আদালত।
গত ১৩ এপ্রিল শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।
প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক তিনটি মামলায় তাঁদের বিরুদ্ধে সম্প্রতি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। তিনটি মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ ১৬ জন অভিযোগপত্রভুক্ত আসামি।
আরও পড়ুনসুধা সদনসহ শেখ হাসিনা পরিবারের সম্পদ ক্রোক, ১২৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ১১ মার্চ ২০২৫২০২৪ সালের ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে ছয়টি মামলা করে দুদক।
পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ছয় মামলায় শেখ হাসিনা ও তাঁর পরিবারের সাতজনের বিরুদ্ধে গত ১০ মার্চ অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক।
আরও পড়ুনশেখ হাসিনাসহ তাঁর পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’২১ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ খ হ স ন সহ পর ব র র
এছাড়াও পড়ুন:
বশের ইনিংসে ৫ উইকেট ও সেঞ্চুরি, মুল্ডারের ইনিংসে ৪ উইকেট ও সেঞ্চুরি—এমন কিছু কি আগে দেখেছে টেস্ট ক্রিকেট
প্রথম ইনিংসে কেন উইয়ান মুল্ডার আর একটি উইকেট পেলেন না!
দক্ষিণ আফ্রিকান পেস বোলিং অলরাউন্ডারের এ নিয়ে কোনো আফসোস আছে কি না, কে জানে। তবে ক্রিকেট পরিসংখ্যানবিদদের আফসোস না থেকে পারে না। মুল্ডার জিম্বাবুয়ের প্রথম ইনিংসে আর একটি উইকেট পেলেই তো অভূতপূর্ব এক ঘটনার সাক্ষী হতো বুলাওয়ে। প্রথমবার একই ম্যাচে দুই খেলোয়াড়কে সেঞ্চুরির পাশাপাশি ইনিংসে ৫ উইকেট নিতে দেখত টেস্ট ক্রিকেট।
যা হয়নি, তা নিয়ে আফসোস করে আর লাভ কী। তবে উইয়ান মুল্ডার ও করবিন বশ মিলে যা করেছেন, সেটিও-বা কয়বার দেখেছে ক্রিকেট! জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া মুল্ডার ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে করেছেন সেঞ্চুরি। তাঁর সতীর্থ বশ প্রথম ইনিংসে সেঞ্চুরি পর জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৫ উইকেট। টেস্ট ক্রিকেট একই ম্যাচে এক দলের দুজনকে ইনিংসে কমপক্ষে ৪ উইকেট ও সেঞ্চুরি পেতে দেখল মাত্র দ্বিতীয়বার।
প্রথম ঘটনাটি ৫২ বছর আগের। ১৯৭৩ সালে পাকিস্তানের হায়দরাবাদে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৪ উইকেট করে নিয়েছিলেন পাকিস্তানের দুই অলরাউন্ডার ইন্তিখাব আলম ও মুশতাক মোহাম্মদ। এরপর পাকিস্তানের প্রথম ইনিংসে এই মানিক-জোড় পেয়ে যান সেঞ্চুরিও। চারে নেমে মুশতাক করেছিলেন ১৫৭, সাতে নামা ইন্তিখাবের ব্যাট থেকে আসে ১৩৮ রান।
করবিন বশের আগে সর্বশেষ এক টেস্টে ইনিংসে ৫ উইকেট ও সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ