নীল ও সাদা দলের সমন্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের নতুন কমিটি
Published: 1st, July 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল ও আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের শিক্ষকদের নিয়ে সমন্বিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন, সাদা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিশনার অধ্যাপক সিদ্দিকুর রহমান খান ক্লাবের ২০২৫-২৬ সেশনের ১৫ সদস্যে কার্যকরী কমিটি ঘোষণা করেন। এ কমিটিতে সাদা দলের সাতজন ও নীল দলের সাতজন শিক্ষক রয়েছেন।
কমিটি ঘোষণার সময় নির্বাচন কমিশনার অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড.
ঘোষিত কমিটিতে সভাপতিসহ ছয়জন সাদা দলের ও সেক্রেটারিসহ ছয়জন নীল দলের সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। সেক্রেটারি হিসেবে আছেন রসায়ন বিভাগের অধ্যাপক কামরুল আহসান। তিনি আওয়ামী লীগপন্থি শিক্ষকদের প্যানেল নীল দলের হয়ে শিক্ষক সমিতিতে দুইবারের নির্বাচিত সদস্য ছিলেন। সহ-সভাপতি করা হয়েছে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিমকে, যিনি নীল দলের হয়ে সিনেট সদস্য ছিলেন। যুগ্ম সম্পাদক করা হয়েছে ড. রাদ মুজিব লালনকে, তিনি নীল দলের সিন্ডিকেটের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. খালেদ মাহমুদ (নীল দলের আহ্বায়ক, আইবিএ) এবং কারুশিল্প বিভাগের জাহাঙ্গীর হোসেন (যুগ্ম আহ্বায়ক, চারুকলা অনুষদ নীল দল)। আরেক সদস্য আওয়ামী রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত (যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য) অধ্যাপক জাভীদ ইকবাল বাঙালী। জুলাই আন্দোলনের বিরোধিতা করায় শিক্ষার্থীরা তাকে বয়কট করেছেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান বলেন, ‘আমি নির্বাচন কমিশনার ছিলাম। আমি একটা প্যানেলই পেয়েছি। এ কারণে এই কমিটিকে নির্বাচিত ঘোষণা করেছি। ক্লাব গঠনের দীর্ঘদিনের একটা রেওয়াজ আছে। এ অনুযায়ী, সাধারণত যেসব শিক্ষক ক্লাবে যাতায়াত করেন, তাদের মধ্যেই দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আলোচনার ভিত্তিতে কমিটি গঠন করা হয়। তবে এবার ফ্যাসীবাদের সহযোগীদের না রাখার কথা ছিল। এ বিষয়ে ঢাবি সাদা দলের শীর্ষ নেতৃবৃন্দ ভালো বলতে পারবেন।’
এ বিষয়ে কথা বলতে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খানকে একাধিকবার কল করা হয়। তবে তিনি কল ধরেননি।
উৎস: Samakal
কীওয়ার্ড: শ ক ষকদ র ন ল দল র দল র স সদস য
এছাড়াও পড়ুন:
বরগুনায় ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, নতুন শনাক্ত ৯৩
বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কসমেটিক্স ব্যবসায়ী বিপ্লব মণ্ডল (৩৬) মারা গেছেন। গতকাল সোমবার (৩০ জুন) মধ্যরাতে বরগুনা জেনারেল হাসপাতালে তিনি মারা যান। এনিয়ে জেলায় ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হলো।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আরো ৯৩ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৫ জনে। মঙ্গলবার (১ জুলাই) বরগুনার সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকা জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মধ্যরাতে মারা গেছেন বরগুনা পৌর শহরের শহীদ স্মৃতি সড়কের বাসিন্দা ও বধুয়া কসমেটিক্সের স্বত্বাধিকারী বিপ্লব মণ্ডল। আমরা চেষ্টা করেছিলাম। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে না এসে বাড়িতে ছিলেন। এজন্য অবস্থার অবনতি হয়ে তিনি মারা গেছেন।
আরো পড়ুন:
পাবনা মানসিক হাসপাতালের ৯ দালালের কারাদণ্ড
শেরপুরের হাসপাতাল থেকে নবজাতক চুরি
বরগুনার সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, বরগুনা সদর উপজেলায় সর্বোচ্চ ৭৩ জন, বেতাগীতে একজন, পাথরঘাটায় দুইজন, তালতলীতে ছয়জন এবং বামনায় ১১ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।
বর্তমানে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ২১৭ জন রোগী। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ১৮৩ জন, আমতলীতে আটজন, বেতাগীতে দুইজন, বামনায় ১৫ জন, পাথরঘাটায় তিনজন এবং তালতলীতে ছয়জন চিকিৎসাধীন।
ঢাকা/ইমরান/মাসুদ