ফেনীতে বিক্ষোভ সমাবেশে শহীদের মা বললেন, ‘জুলাই সনদের জন্য প্রয়োজনে জীবন দেব’
Published: 1st, July 2025 GMT
‘জুলাই অভ্যুত্থানে আমি আমার একমাত্র ছেলে শ্রাবণকে হারিয়েছি। আজ এক বছর হতে চলল, এখনো আমার ছেলে হত্যার বিচার শুরু হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার এখনো জুলাই সনদ ঘোষণা করেনি। ছেলেকে তো আর ফিরে পাব না। প্রয়োজনে আমি রক্ত দেব, তবু জুলাই সনদ আমাদের চাই। স্বজন হারানো সব বাবা-মায়ের দাবি জুলাই সনদ ঘোষণা।’
আজ মঙ্গলবার বিকেলে ফেনী শহরের জিরো পয়েন্ট দোয়েল চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এমন বক্তব্য দেন শহীদ ইশতিয়াক আহমদ শ্রাবণের মা ফাতেমা আক্তার।
‘জুলাই যোদ্ধা ফেনী জেলা’র ব্যানারে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ‘মার্চ ফর আওয়ার রাইট’ শিরোনামে এ বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেল পৌনে চারটায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের খেজুর চত্বর, প্রেসক্লাব, কেন্দ্রীয় বড় মসজিদ, ট্রাংক রোড ঘুরে দোয়েল চত্বরে এসে শেষ হয়। এরপর ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে ‘জুলাই আমার অহংকার’, ‘হয়তো জুলাই সনদ নয়তো মৃত্যু’, ‘নতজানু হয়ে সারা জীবন বাঁচার চেয়ে আমি এখনই মৃত্যুর জন্য প্রস্তুত’, ‘গন্তব্য এখানে শেষ নয়’সহ নানা স্লোগান–সংবলিত ফেস্টুন প্রদর্শন করেন বিক্ষোভকারীরা।
অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার আমির মুফতি আবদুল হান্নান, ইসলামী আন্দোলনের ফেনী জেলা সেক্রেটারি ইকরামুল হক ভূঁইয়া, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রেজভী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার সংগঠক আবদুল্লাহ আল যোবায়ের, সাবেক সমন্বয়ক মুহাইমিন তাজিম, আবদুল আজিজ প্রমুখসহ নিহত ব্যক্তিদের স্বজনেরা বক্তব্য দেন।
বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি ব্যক্ত করেন।
ঘণ্টাব্যাপী চলা অবস্থান কর্মসূচিতে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত ব্যক্তিদের স্বজন, আহত ব্যক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ ল ই সনদ
এছাড়াও পড়ুন:
ইউআইইউ শিক্ষকদের দিনব্যাপী ‘আউটকাম-বেসড এডুকেশন’ প্রশিক্ষণ
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এসওএসই) অনুষদ শিক্ষকদের জন্য আউটকাম-বেসড এডুকেশন (ওবিই) এর ওপর দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এতে আউটকামভিত্তিক শিক্ষার বাস্তবায়ন, পাঠ্যক্রমকে শিক্ষার্থীবান্ধব করা ও শিক্ষার ফলাফলকে আন্তর্জাতিক মানের সঙ্গে মিলিয়ে নেওয়ার বিষয় তুলে ধরা হয়।
সম্প্রতি ইউআইইউ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির (আইইউটি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. তারেক উদ্দিন।
তিনি বর্তমান শিক্ষা কাঠামোতে ওবিই এর অন্তর্নিহিত নীতি ও গুরুত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষণ পরিচালনা করেন ইউআইইউ স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন প্রফেসর ড. হাসান সারওয়ার, ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. খালেদ মাসুকুর রহমান, সিএসই বিভাগের প্রফেসর ড. এ কে এম মুজাহিদুল ইসলাম এবং ইইই বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. সাদিদ মুনির।
প্রশিক্ষকরা তাদের আলোচনায় ওবিই এর দর্শন, কোর্স ও প্রোগ্রামের আউটকাম, জটিল প্রকৌশল সমস্যা, ওবিইর উপর ভিত্তি করে শিক্ষণ ও শিক্ষার মূল্যায়ন পদ্ধতি এবং ইউআইইউর ইউক্যাম একাডেমিক ডিজিটাল ব্যবস্থাপনায় ওবিইর ব্যবহারের বিষয়গুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে ইউআইইউ ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক মফিজুল হক মাসুম বলেন, “প্রশিক্ষণটি ইউআইইউ শিক্ষকদের মানোন্নয়ন, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও শিক্ষার্থী-কেন্দ্রিক উচ্চশিক্ষার উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করবে।”
ঢাকা/ইভা