আগামী জাতীয় সংসদ নির্বাচন‌কে সামনে রেখে মাঠ পর্যায়ে জনমত গঠনে শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় ‘ট্রাক মার্কা’য় প্রচারণা শুরু করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী। তিনি শরীয়তপুর-১ (সদর-‌জাজিরা) আসন থেকে দলটির ম‌নোনয়ন প্রত্যাশী। 

বুধবার  (২ জুলাই) দুপুর ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের দলের ২১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেন ফিরোজ মুন্সী। তিনি নিজের প্রার্থিতার বিষ‌য়ে গণসংযোগ করেন। 

লিফলেট বিতরণে শেষে অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী বলেন, “আমি শরীয়তপুর-১ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী। এই আসনের বিভিন্ন এলাকা ঘুরে শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের কাছে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি।” 

তিনি বলেন, “যারা আমাদের সঙ্গে কথা বলছেন, তারা গণঅধিকার পরিষদের রাজনীতি ও নেতৃত্বকে ইতিবাচকভাবে দেখছেন। দেশের জন্য ভিপি নূর যেভাবে আন্দোলন-সংগ্রামে নির্যাতিত হয়েছেন, তা আজ জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তিনি রাজপথের লড়াকু সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সেই কারণেই তাকে ঘিরে মানুষের মধ্যে আগ্রহ ও আস্থা তৈরি হয়েছে।” 

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, “স্বাধীনতার ৫৩ বছরে দেশের মানুষ প্রচলিত বড় রাজনৈতিক দলগুলোর ব্যর্থতায় বিরক্ত। তারা পরিবর্তন চায়, নতুন নেতৃত্ব চায়। সেই লক্ষ্যে গণঅধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা গঠনের লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি।”

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শরীয়তপুর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কাউসার হোসেন মাদবর, ডামুড্ড্যা উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদসহ গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতারা।

ঢাকা/সাইফুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় হাত পাখার সমর্থনে ইসলামী আন্দোলন নেতাদের গণসংযোগ

ফতুল্লার কাশীপুর ও এনায়েতনগর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগষ্ট) সকাল ১০টার দিকে এই গণসংযোগে।প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দীন ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম।

পথসভায় বক্তারা বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণের জন্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি অপরিহার্য। নির্বাচন ব্যবস্থার সংস্কার ও পিআর পদ্ধতির পুনর্বহাল ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না। এই দাবি পূরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে অটল থাকবে বলে তারা হুঁশিয়ারি দেন।

গণসংযোগ ও পথসভায় কাশীপুর ও এনায়েতনগর ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই সনদের খসড়া দলগুলোর কাছে
  • প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • সংস্কার, বিচার ও নির্বাচন একসঙ্গে এগিয়ে নিতে হবে: সাকি
  • আসন দিয়ে এনসিপি নেতাদের কেনা সম্ভব নয়, আমরা বিক্রি হতে আসিনি: হাসনাত আবদুল্লাহ
  • ‘মাঠ ও পার্কের দখলদারির কোনো পরিবর্তন আসেনি’
  • নিজের নয়, জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের পদে বসেছি: সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস
  • গণতন্ত্রের গভীর অসুখ!
  • শেখ মুজিব জাতির জনক নন, তবে তার ত্যাগ স্বীকার করি: নাহিদ
  • ফতুল্লায় হাত পাখার সমর্থনে ইসলামী আন্দোলন নেতাদের গণসংযোগ
  • ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা চ্যালেঞ্জের