আবারও ওয়েবস্টার–ক্যারিই টানলেন অস্ট্রেলিয়াকে
Published: 4th, July 2025 GMT
টসের সময় অস্ট্রেলিয়ার ভাবনায় ৪০০ রানের বেশিই থাকার কথা। সাধারণত, টেস্টের প্রথম দিনে প্রথমে ব্যাট করা দলের লক্ষ্য এমনই থাকে। তবে গতকাল শুরু গ্রেনাডা টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে তিন শর কমে অলআউট হয়েও অখুশি হওয়ার কথা নয়। এক সময় দেড় শ রানের আশপাশে গুটিয়ে যাওয়ার শঙ্কাও যে পেয়ে বসেছিল প্যাট কামিন্সদের।
বার্বাডোজে জিতে সিরিজে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৮৬ রানে। ১১০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা দলটি তিন শর কাছাকাছি যেতে পেরেছে বো ওয়েবস্টার ও অ্যালেক্স ক্যারির ১১২ রানের জুটির সৌজন্যে।
অস্ট্রেলিয়াকে ৬৭ ওভারের মধ্যে অলআউট করে দেওয়া ওয়েস্ট ইন্ডিজও স্বস্তি নিয়েই স্টেডিয়াম ছেড়েছে। দিনের শেষ দিকে ব্যাটিং করার কথা ছিল স্বাগতিকদের। কিন্তু দুই ওপেনার মাঠে নামলেও আম্পায়াররা যথেষ্ট পরিমাণ আলো না থাকায় দিনের খেলা বন্ধ ঘোষণা করেন। প্রথম টেস্টের প্রথম দিনে শেষ বিকেলে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল দলটি।
গ্রেনাডার উইকেটেও পেসারদের জন্য বাড়তি সহায়তা ছিল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ট স ট র প রথম
এছাড়াও পড়ুন:
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।
কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।
এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা