Prothomalo:
2025-11-21@01:35:02 GMT

অর্থনীতি ও জনজীবনে অশনিসংকেত

Published: 14th, January 2025 GMT

যেখানে দেশে গ্যাসের চাহিদা দিনে ৩৮০ কোটি ঘনফুট, সেখানে ২৫০ কোটি ঘনফুট দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার প্রশ্নই আসে না। তারপরও অন্তর্বর্তী সরকার জোড়াতালি দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালাচ্ছে, যদিও তার সফলতা নিয়ে সংশয় আছে।

মানুষ এখন দ্বিমুখী সংকটে আছে। একদিকে গ্যাসের সরবরাহ কম, অন্যদিকে নতুন শিল্পকারখানায় দাম দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে পেট্রোবাংলার পক্ষ থেকে। এটি বৈষম্যমূলক প্রস্তাব। পুরোনো শিল্পের সঙ্গে নতুন শিল্প প্রতিযোগিতা করতে পারবে না। এতে বিনিয়োগে উৎসাহ কমে যাবে। ইতিমধ্যে সরকার যে ভ্যাট বা মূল্য সংযোজন কর বাড়িয়ে দিয়েছে, তা জনজীবনে প্রভাব ফেলবে। নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যের দাম আগে থেকেই চড়া ছিল, ভ্যাট বাড়ানোর পর আরও অনেক পণ্য ও সেবার দাম বেড়ে যাবে।

মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর, কলাবাগান, উত্তরাসহ ঢাকার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, নিয়মিত গ্যাস সরবরাহ নেই। দিনে গ্যাস না থাকায় অনেক স্থানে রান্নার চুলা জ্বালাতে রাতের জন্য অপেক্ষা করতে হয়।

গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলেও গ্যাসের চাপ কম। সাধারণত ১০ থেকে ১৫ পিএসআই (প্রতি বর্গইঞ্চি) চাপে গ্যাস সরবরাহ করা হয় শিল্পকারখানায়। এবার গ্যাসের সরবরাহ কম থাকায় কারখানা গ্যাস পাচ্ছে ১ থেকে ২ পিএসআই চাপে। গত রোববার গাজীপুরে ৬০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ করা হয়েছে ৪০ কোটি ঘনফুট। নারায়ণগঞ্জেও চাহিদামতো গ্যাস পায়নি তিতাস। ফলে রপ্তানিশিল্প এলাকা হিসেবে পরিচিত নারায়গঞ্জ ও গাজীপুরের কারখানাগুলোর উৎপাদনও কমে গেছে। কোথাও কোথাও রেশনিং করে কারখানা চালু রাখতে হচ্ছে।

অদূর ভবিষ্যতে গ্যাস–সংকট কাটার সম্ভাবনা নেই বলে স্বীকার করেছেন জ্বালানি ও খনিজ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামও। তিনি প্রথম আলোকে বলেন, ‘চাইলেই চট করে গ্যাসের সংকট সমাধান করা যাবে না। দেশীয় গ্যাসের উৎপাদন কমার পাশাপাশি বাইরে থেকে আমদানির সক্ষমতাও সীমিত।’

অস্বীকার করার উপায় নেই যে আওয়ামী লীগ সরকারের ভুল সিদ্ধান্তের কারণেই গ্যাস–সংকট বেড়েছে। তারা গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের চেয়ে বিদেশ থেকে তরলীকৃত গ্যাস আমদানির ওপর জোর দিয়েছিল। এর পেছনে কমিশন বাণিজ্যও ছিল। কিন্তু উত্তরণের পথ তো বের করতে হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্রের সময় বাড়িয়ে উন্মুক্ত করলেও সাড়া পাওয়া যায়নি। এই প্রেক্ষাপটে সরকার দ্বিতীয়বার দরপত্র আহ্বানের উদ্যোগ নিয়েছে। এটি ইতিবাচক হলেও সময়সাপেক্ষ।

সে ক্ষেত্রে সরকারকে দেশীয় গ্যাস অনুসন্ধানের পাশাপাশি তরল গ্যাস আমদানির পরিমাণও বাড়াতে হবে। চালু গ্যাসক্ষেত্র থেকে আরও বেশি গ্যাস উত্তোলন করা যায় কি না, সেটাও খতিয়ে দেখতে হবে। ভোলার গ্যাস দেশের অন্যান্য স্থানে এলএনজির মাধ্যমে সরবরাহের কাজটিও জোরদার করা প্রয়োজন।

আওয়ামী লীগ সরকারের আমলে জ্বালানি খাত থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। বর্তমান সরকার লোপাটকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার যে উদ্যোগ নিয়েছে, তাকে স্বাগত জানাই। সেই সঙ্গে আমরা এ–ও আশা করি যে গ্যাস খাতের দুর্নীতির ছিদ্রগুলো বন্ধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। খোঁজ নিলে দেখা যাবে এখনো বিভিন্ন স্থানে গ্যাসের অনেক অবৈধ সংযোগ আছে, যা থেকে রাষ্ট্র কোনো অর্থ না পেলেও ফায়দা নিয়ে যায় দুর্নীতিবাজেরা।

সরকারের নীতিনির্ধারকদের বুঝতে হবে, গ্যাস–বিদ্যুতের সংকট জিইয়ে রেখে অর্থনীতির চাকা সচল রাখা যাবে না। রেশনিং পদ্ধতিতে কারখানা চালু রাখতে হলে মালিকের ব্যয় যেমন বাড়ে, তেমনি উৎপাদিত পণ্যের দামও বেশি পড়বে।

দেশবাসী অন্তর্বর্তী সরকারের কাছে একটি বাস্তবমুখী নীতি–পরিকল্পনা এবং এর যথাযথ বাস্তবায়ন আশা করে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের প্রথম দিনই বনরুটি বঞ্চিত শিক্ষার্থ

শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতির হার বাড়াতে যখন স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে ব্যাপক আলোচনা, ঠিক তখনই চাঁপাইনবাবগঞ্জে এর শুরুটা হলো চরম হতাশাজনক। সোমবার (১৭ নভেম্বর) জেলার চারটি উপজেলায় একযোগে এই বহুপ্রতীক্ষিত কার্যক্রম উদ্বোধন করা হয়।

কর্মসূচির প্রথম দিনই উঠেছে অব্যবস্থাপনার অভিযোগ। এদিন, পূর্বনির্ধারিত খাদ্যতালিকায় কোমলমতি শিশু শিক্ষার্থীদের জন্য বনরুটি ও দুধ দেওয়ার কথা ছিল। তবে, প্রাথমিক স্কুলগুলোতে বনরুটির কোনো খোঁজই মেলেনি। 

আরো পড়ুন:

নাফাখুম ঝর্ণায় নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

জকসু নির্বাচন: ২ দিনে ৩৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

প্রাথমিক স্কুলে বনরুটি সরবরাহের দায়িত্ব পাওয়া গ্রাম উন্নয়ন কর্ম (গাক) নামে প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিদের্শনা অনুযায়ী, তাদের আগামী ২৪ নভেম্বর থেকে বনরুটিসহ অন্য খাদ্যপণ্যগুলো সরবরাহ করতে বলা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, সোমবার শুধুমাত্র দুধ সরবরাহ করা হয়েছে। বনরুটি দেওয়ার কথা ছিল, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান তা সরবরাহ করেনি। আগামী সোমবার থেকে তারা বনরুটিসহ অন্যান্য খাদ্যপণ্যগুলো সরবরাহ করার কথা জানিয়েছে।

এদিকে, এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা বলছেন, এই অব্যবস্থাপনার ফলে একদিকে যেমন শিশুরা তাদের প্রাপ্য খাবার থেকে বঞ্চিত হলো, তেমনি কর্মসূচির সুষ্ঠু ও আন্তরিক বাস্তবায়ন নিয়েও প্রশ্ন উঠল। যে প্রকল্পটি প্রাথমিক শিক্ষায় নতুন আশার সঞ্চার করেছিল, শুরুতেই এই ঘাটতি সেই আশাকে ম্লান করে দিল।

প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সপ্তাহের সোমবার ১২০ গ্রামের একটি বনরুটি ও ২০০ গ্রাম দুধ দেওয়া হবে শিক্ষার্থীদের। মঙ্গলবার ফর্টিফাইড বিস্কুট ৭৫ গ্রাম ও স্থানীয় মৌসুমি ফল বা কলা দেওয়া হবে ১০০ গ্রাম। এছাড়া, প্রতি রবিবার, বুধবার ও বৃহস্পতিবার ১২০ গ্রাম ওজনের বনরুটি ও ৬০ গ্রাম ওজনের একটি সিদ্ধ ডিম দেওয়া হবে শিক্ষার্থীদের।

প্রাথমিক বিদ্যালয়গুলোয় সরেজমিন গিয়ে দেখা গেছে, সোমবার শিক্ষার্থীদের শুধুমাত্র ২০০ গ্রাম ওজনের একটি দুধের প্যাকেট দেওয়া হয়েছে। খাদ্যতালিকায় নিয়ম অনুযায়ী ১২০ গ্রাম ওজনের বনরুটি দেওয়ার কথা থাকলেও; তা সরবরাহ করা হয়নি। অভিভাবকদের প্রশ্ন, যে কার্যক্রমের মূল উদ্দেশ্যই হলো শিশুদের পুষ্টি নিশ্চিত করা, সেখানে উদ্বোধনের দিনেই কেন খাদ্যতালিকা থেকে একটি খাবার বাদ গেল?

শিবগঞ্জ পৌর এলাকার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক মিজানুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‍“রিকশা চালিয়ে সংসার চালাতে হয়। সামান্য আয় দিয়ে সন্তানদের পুষ্টির চাহিদা পূরণ সম্ভব না। আশা নিয়ে সোমবার বাচ্চাকে স্কুলে পাঠালাম, ভেবেছিলাম পুষ্টিকর খাবার পাবে। শুরুর দিনই একটি খাবার বাদ পড়ে গেল। শুধুমাত্র একটি দুধের প্যাকেট দেওয়া হয়েছে। প্রথম দিনই যদি এমন হয়, তবে বাকি দিনগুলোতে কী হবে? শিশুদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হলো।”

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীর অভিভাবক সাইদুর রহমান বলেন, “আজকে শুধু বাচ্চাদের একটি দুধের প্যাকেট দেওয়া হয়েছে। বনরুটি দেওয়ার কথা থাকলেও বাচ্চারা পায়নি।”

গোমস্তাপুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী শিক্ষিকা জানান, সোমবার পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী দুধ ও বনরুটি দেওয়ার কথা ছিল, কিন্তু শিক্ষার্থীদের শুধু দেওয়া হয়েছে একটি দুধের প্যাকেট। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীদের অভিভাবকরা।

নাম না প্রকাশে অনিচ্ছুক শিবগঞ্জ জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী এক শিক্ষক বলেন, স্কুল ফিডিংকে মিডডে মিল বলা হচ্ছে। শুরুর দিনে শুধু ২০০গ্রাম একটি দুধের প্যাকেট দেওয়ায় বাচ্চাদের পেট ভরেনি। বনরুটি দেওয়ার কথা ছিল, কিন্তু তা দেওয়া হয়নি। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রাম উন্নয়ন কর্ম (গাক) নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বনরুটি, কলা ও সিদ্ধ ডিম সরবরাহের কাজটি পেয়েছে। 

স্কুলে বনরুটি সরবরাহ না করার কারণ হিসেবে প্রতিষ্ঠানটির সিনিয়র পরিচালক মাহবুব আলম বলেন, “সোমবার থেকে স্কুল ফিডিং চালু হলো। এদিন প্রাথমিক বিদ্যালয়গুলো বনরুটি দেওয়ার কথা ছিল। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিদের্শনা অনুযায়ী, আমাদের আগামী ২৪ নভেম্বর থেকে বনরুটিসহ অন্য খাদ্যপণ্যগুলো সরবরাহ করতে বলা হয়েছে। যে দিনগুলোয় খাবার সরবরাহ করা হয়নি, এসব খাবার পরবর্তীতে শিক্ষার্থীদের দেওয়া হবে।” 

এই সাতদিন কেন তালিকা অনুযায়ী খাদ্য সরবরাহ করা হবে না- এমন প্রশ্নের তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলম বলেন, “জেলার নাচোল উপজেলা বাদে বাকি চার উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালু হয়েছে। এই কর্মসূচির আওতায় রয়েছে জেলার ৬১৮টি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ের ১ লাখ ২১ হাজার ৪৪৫ জন শিশু শিক্ষার্থীকে মিডডে মিল দেওয়া হবে। আজকে শুধুমাত্র দুধ সরবরাহ করা হয়েছে। বনরুটি দেওয়ার কথা ছিল, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান তা সরবরাহ করেনি। আগামী সোমবার থেকে তারা বনরুটিসহ অন্যান্য খাদ্যপণ্যগুলো সরবরাহ করবে বলে জানিয়েছে।”

এই অব্যবস্থপনার সম্পর্কে জানতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ হারুন অর রশীদের ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।

ঢাকা/মেহেদী/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গিয়ে লাঞ্ছিত এসআই
  • স্বীকারোক্তি দিতে চেয়েও খাসকামরায় গিয়ে মত পাল্টালেন তিন আসামি
  • গ্রী গ্লোবাল বাংলাদেশের পার্টনারস মিট: কার্যক্রম আরও গতিশীল করতে দিকনির্দেশনা
  • রাজধানীতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দুই ভবনের মাঝ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ঢাকার কম্পিউটার বাজারে প্রসেসর সরবরাহে ঘাটতি
  • ‘রাজসাক্ষী’ হিসেবে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি
  • পুলিশের সামনে ছাত্রলীগ-যুবলীগের মিছিল, এসআইসহ ক্লোজড ৩
  • সিরাজদিখানে পুলিশের সামনে ছাত্রলীগ-যুবলীগের মিছিল, এসআই প্রত্যাহার
  • মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের প্রথম দিনই বনরুটি বঞ্চিত শিক্ষার্থ