নারায়ণগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে আতংক। আর এই ডেঙ্গু প্রতিরোধ ও মোকাবেলায় শুরু থেকেই নানা উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। এরই ধারাবাহিকতায় জেলা পরিষদের পক্ষ থেকে শহরের খানপুর এলাকায় ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ডেঙ্গুর কিট সরবরাহ করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষকে ২০০০ টি কিট হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় আরও উপস্থিত ছিলেন খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.

মো. আবুল বাসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো তামশিদ ইরাম খান এবং জেলা প্রশাসন ও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

কিট হস্তান্তর শেষে হাসপাতালটির ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করে রোগিদের চিকিৎসা ব্যবস্থাসহ সার্বিক পরস্থিতির বিষয়ে খোঁজ খবর নেন জেলা প্রশাসক।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা ও রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পর্যাপ্ত কিট, ওষুধ ও স্যালাইন মজুতসহ সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। একই সাথে তাৎক্ষণিকভাবে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও রয়েছে। আমরা সব দিক থেকে তৎপর রয়েছি।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছি। রোগীদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতসহ নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছি।

আমরা আশা করি যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবো। ডেঙ্গু পরীক্ষা করার জন্য যে পরিমাণ কিট প্রয়োজন, তা হাসপাতালের কাছে ছিল না। তাই দ্রুত প্রয়োজনীয় কিট সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে যারা স্বাস্থ্যসেবা নিতে আসে, তারা সাধারণত অসহায় অবস্থায় আসে। এ সময় তাদের পাশে থাকা অত্যন্ত জরুরি। ডেঙ্গু একটি ভয়াবহ রোগ, যা রক্তের প্লাটিলেট কমিয়ে দিতে পারে।

তাই শুরুতেই রোগটি শনাক্ত করা গুরুত্বপূর্ণ, নইলে যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব নয়। আমাদের স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তবে আশার কথা, এ বছর অন্যান্য বছরের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলকভাবে কম।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব যবস থ

এছাড়াও পড়ুন:

ব্যবসায়ীর কাছে কিশোরগ্যাংয় লিডার রাকিবের চাঁদা দাবির অভিযোগ 

নারায়ণগঞ্জ শহরের ডি.আই.টি রেল কলোনী এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একটি কিশোরগ্যাংয়ের লিডার রাকিবের বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবসায়ী মোঃ আকরাম নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ৬ অক্টোবর ২০২৫ সোমবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের সময় ডি.আই.টি রেল কলোনী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আকরাম টুপি হাউজ নামের ব্যবসা প্রতিষ্ঠানে আসে রাকিব নামে এক যুবক ও তার সঙ্গে অজ্ঞাতনামা ৪–৫ জন সহযোগী। তারা দোকানে ঢুকে চাকু বের করে ১ লাখ টাকা চাঁদা দাবি করে।


ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাকিব তার পরিহিত জুব্বার কলার ধরে  চাকু দিয়ে হত্যার চেষ্টা করে এবং দোকানের ক্যাশবাক্সে থাকা সারাদিনের বিক্রিত ১২,৬০০ টাকা ছিনিয়ে নেয়।


আকরাম জানান, তার চিৎকারে আশপাশের দোকানদার ও মসজিদে নামাজ শেষে বের হওয়া মুসল্লিরা এগিয়ে এলে রাকিব ও তার সহযোগীরা দৌড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা তাকে প্রাণনাশের হুমকি দেয়।


ব্যবসায়ী অভিযোগ করেছেন, রাকিব একটি কিশোর গ্যাংয়ের লিডার। এই গ্যাংয়ের সদস্যরা ডিআইটি মসজিদ এলাকা, করিম মার্কেটের পেছন, পুরাতন ও নতুন জিমখানা ও বাবুরাইল এলাকায় প্রায়ই চাকু নিয়ে মহড়া দেয় এবং চাঁদা দাবি করে। কেউ টাকা না দিলে তারা হামলা চালায়।


ঘটনার পর রাকিব তাঁর ফোন থেকে কল করে আকরামকে বলে, তুই যদি আমার চাঁদার টাকা না দিস, তোকে মেরে ফেলব। ফোন কলের রেকর্ড তার কাছে সংরক্ষিত আছে বলেও জানান তিনি।


এই হুমকির ভয়ে তিনি তিন দিন ধরে দোকান খুলতে পারছেন না এবং নিজেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে থানায় অভিযোগে উল্লেখ করেছেন।


এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) নাসির হোসেন জানায়, আমরা অভিযোগ পেয়েছি সঠিক তদন্তের মাধম্যে আমরা ব্যবস্থা গ্রহন করবো। 


অভিযুক্ত রাকিবের সাথে একাধিকবার যোগাযোগ করতে তাকে ফোন করা হলে তা তিনি রিসিভ করেনি তাই এই বিষয়ে তাঁর কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সম্পর্কিত নিবন্ধ

  • ত্বক সতেজ রাখতে এই ফল খান
  • রাকিবের রঙিন মাছের খামার, মাসে আয় ৪৫ হাজার টাকা
  • যুদ্ধবিরতির পরও শান্তি ফিরছে না গাজায়
  • ব্যবসায়ীর কাছে কিশোরগ্যাংয় লিডার রাকিবের চাঁদা দাবির অভিযোগ 
  • বিশ্ব অর্থনীতিতে ট্রাম্পের শুল্কের প্রভাব এখনো তেমন একটা পড়েনি: আইএমএফ
  • এক ছাতার নিচে ৪৮ ব্র্যান্ডের ফার্নিচার, ৫-১৫ শতাংশ পর্যন্ত ছাড়
  • ৩৮ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • নবম-দশম শ্রেণির সাড়ে পাঁচ কোটি পাঠ্যবই ছাপাবে সরকার
  • কুষ্টিয়ায় দুই দিনে ১৪ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
  • পুতিন যুদ্ধ না থামালে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেবেন ট্রাম্প