নিখোঁজের ৫৫ ঘণ্টা পার হলেও এখনো সন্ধান মেলেনি দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মা নদীতে লাফ দেওয়া তরুণী ফজিলাতুন নেছার (৩০)। বুধবার বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর এমরান মাহমুদ তুহিন।

এর আগে গত সোমবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা দৌলতদিয়া ঘাটগামী বাইগার নামের একটি ফেরি থেকে ওই তরুণী পদ্মা নদীতে লাফ দেয়। ফজিলাতুন নেছা সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ওই ফেরিতে থাকা কুষ্টিয়াগামী লালন পরিবহনের সুপারভাইজার সাইদুল ইসলাম বলেন, পাটুরিয়া ঘাট থেকে ফেরিটি দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে এসে মাঝ নদীতে পৌঁছার পর বাম পাশের পকেটের কাছে দাঁড়িয়ে থাকা বোরকা পরিহৃত এক তরুণী পদ্মা নদীতে লাফ দেয়। ঘটনাটি সবার চোখের সামনে ঘটলেও কারো কিছুই করা ছিল না।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এমরান মাহমুদ তুহিন বলেন, খবর পাওয়ার পর থেকেই নৌপুলিশ পদ্মা নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করেও সফল হয়নি। ওই তরুণীর পরিবারের লোকজন এসেছিল, তারা জানিয়েছেন তরুণীর মানসিক সমস্যা ছিল। পদ্মা নদীতে নৌ পুলিশের টহল অব্যাহত রয়েছে। নিখোঁজের সন্ধান পাওয়া গেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পদ ম

এছাড়াও পড়ুন:

গোল করেই চলছেন হলান্ড, সিটির জয়, বরখাস্ত পোস্তেকোগলু

ম্যানচেস্টার সিটি ২–০এভারটন

ক্লাব ও জাতীয় দলের হয়ে সর্বশেষ ১৩ ম্যাচে ২৩ গোল!

অবিশ্বাস্য এই পরিসংখ্যান আর্লিং হলান্ডের। আন্তর্জাতিক বিরতিতে নরওয়ের হয়ে হ্যাটট্রিক পাওয়া হলান্ড আজ ম্যানচেস্টার সিটির হয়ে করেছেন জোড়া গোল। নরওয়েজীয় তারকার এই ২ গোলেই আজ ইতিহাদে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে সিটি। আর এই জয়ে কয়েক ঘণ্টার জন্য হলেও ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে পেপ গার্দিওলার দল।

আট ম্যাচে পঞ্চম জয় পাওয়া দলটির পয়েন্ট এখন ১৬। এক ম্যাচ কম খেলা আর্সেনালের পয়েন্টও ১৬। তবে দলটি পিছিয়ে আছে গোল ব্যবধানে। তবে আজ ফুলহামের কাছে না হারলেই আবার শীর্ষে উঠবে আর্সেনাল।

প্রথমার্ধে নিষ্প্রভ ছিলেন হলান্ড, সিটিও গোল পায়নি। বিরতির পর ৫৮ মিনিটে প্রথম গোলটি পেয়েছেন ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার। নিকো ও’রাইলির ক্রসে জোরালো এক হেডে দলকে এগিয়ে দেন হলান্ড। ব্যবধান দ্বিগুণ হয়ে যায় ৫ মিনিট পরেই। এবার সাভিনিওর কাটব্যাক ধরে গোল করেছেন হলান্ড। বলটা অবশ্য এভারটন ডিফেন্ডার জেমস তারকোফস্কির শরীরের লেগে একটু দিক পরিবর্তন করেছিল।

হেডে গোল করছেন আর্লিং হলান্ড

সম্পর্কিত নিবন্ধ