বেনজীরের সাভানা রিসোর্টে অভিযান, এনবিআর পেল কর ফাঁকির সুনির্দিষ্ট তথ্য
Published: 22nd, January 2025 GMT
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্কে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। এ সময় অনুসন্ধান চালিয়ে কর ফাঁকির সুনির্দিষ্ট কিছু তথ্য পেয়েছে তারা। শুধু গোপালগঞ্জ নয়, বেনজীরের মালিকানাধীন দেশের সব স্থাপনায় পর্যায়ক্রমে অভিযান চালানো হবে বলে জানিয়েছে তদন্ত দল।
গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের সিআইসির উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলে এলাহীর নেতৃত্বে ১৫ সদস্যের দলটি সাভানা ইকো রিসোর্টে ঢুকে বিভিন্ন অফিসকক্ষের কম্পিউটার ও নথি যাচাই-বাছাই করে তথ্য সংগ্রহ করে। এ সময় তদন্ত দল কর ফাঁকির সত্যতা পায়। আরও কিছু তথ্য পাওয়ার পর কী পরিমাণ কর ফাঁকি দেওয়া হয়েছে, তা জানা যাবে বলে জানিয়েছেন শাহ মোহাম্মদ ফজলে এলাহী।
বেনজীর আহমেদ ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত র্যাবের মহাপরিচালক এবং ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত আইজিপি থাকাকালে গোপালগঞ্জের বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির ওপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক। রিসোর্ট এবং অন্যান্য স্থাপনা মিলে ওই এলাকায় ১ হাজার ৪০০ বিঘা জমি বেনজীরের দখলে। আদালতের নির্দেশে গত জুনে পার্কটি ক্রোক করে স্থানীয় প্রশাসন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: গ প লগঞ জ
এছাড়াও পড়ুন:
কর্নেল বি সন্তোষের চরিত্রে সালমান, এলো ফার্স্টলুক
মাস তিনেক আগে মুক্তি পেয়েছিল সালমান খান ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘সিকান্দার’। বক্স অফিসে তেমন সাড়া ফেলেনি সিনেমাটি। তবে সালমান তো সালমানই, তিনি সবসময়ই ফিরতে মরিয়া। তারই প্রমাণ মিললো আরও একবার। নতুন সিনেমা নিয়ে আসছেন সাল্লু ভাই।
আচমকাই ভক্তদের চমকে দিলেন যেন। নিজের পরের সিনেমা, ‘ব্যাটল অব গালওয়ান’-এর ঘোষণা তো দিলেনই, সেইসাথে প্রকাশ করলেন ছবির ফার্স্টলুকও।
৫ জুন অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মোশন পিকচার শেয়ার করে আনুষ্ঠানিকভাবে জানান দিলেন, আবারও আসছেন তিনি।
জানা গেছে, ২০২০ সালে লাদাখে সংঘটিত ভারত ও চীনের মধ্যে সংঘাতই ছবিতে তুলে ধরবেন নির্মাতা অপূর্ব লাখিয়া। এই প্রথম কোনও সত্য ঘটনার আলোকে, যুদ্ধ-পরিস্থিতি নিয়ে নির্মিত সিনেমায় অভিনয় করছেন সালমন। সিনেমায় তার বিপরীতে চিত্রাঙ্গদা সিংকে দেখা যেতে পারে।
সালমান এখানে কর্নেল বি সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন। যিনি চীনা সেনাদের সাথে সংঘর্ষের সময় ১৬টি বিহার রেজিমেন্টের নেতৃত্ব দিয়েছিলেন।এটাও জানা গেছে, চলতি মাসেই লাদাখে ছবির শুটিং শুরু হচ্ছে।
সিনেমার ফার্স্টলুকে সালমনকে দেখা যাচ্ছে একজন ভারতীয় সেনার পোষাকে।চেহারায় ক্ষত, রক্তের চিহ্ন রয়েছে। এছাড়া, পেরেক গাঁথা মুগুর দেখা যাচ্ছে কাঁধের ওপর।
স্বভবতই, ফার্স্ট লুক দেখে উচ্ছ্বসিত সালমান ভক্তরা। তারা আশা করছেন, এবার বোধ হয় খরা কাটতে চলেছে প্রিয় অভিনেতার।
ফার্স্টলুক দখে একজন মন্তব্য করছেন, ‘ভাই ফের বক্স অফিস জয় করতে আসছেন’। আরেকজন লিখেছেন, ওহ মাই গড! বলিউড সুলতান ফিরছেন!’ অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘বলিউডের আসল হিরো ফিরছেন।’
প্রসঙ্গত, ভারতের ইতিহাসে ‘গালওয়ান’ সংঘাত খুবই গুরুত্বপূর্ণ। ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংঘাত চরমে পৌঁছায়। তখন, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ফুচ উচ্চতায় দুই দেশের বাহিনী পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষেরই হতাহতের ঘটনা ঘটে। প্রায় ৪৫ বছরের মধ্যে চীন-ভারত সীমান্ত সংঘাতে এটিই প্রথম প্রাণহানির ঘটনা। এমনকি, গালওয়ান সংঘর্ষ নিয়ে ভারত ও চীনের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনও শুরু হয়।