সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুকে পেজে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে।

বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সরক র সরক র

এছাড়াও পড়ুন:

গাজীপুর ঝুট গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুরের শ্রীপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সাড়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (২৭ অক্টোবর) মধ্যরাত সাড়ে ৩টার দিকে পৌরসভার ভাংনাহাটি গ্রামের রাতুল অ্যাপারেলস লিমিটেড কারখানার ঝুট গুদামে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, আগুনে গুদামের প্রায় সব ঝুট ও কাপড় পুড়ে গেছে। হতাহতের ঘটনা ঘটেনি।

আরো পড়ুন:

মাইকে ঘোষণা দিয়ে মাদক কারবারির বাড়িতে আগুন

থানচিতে বাজারে লাগা আগুনে পুড়ল ১৩ দোকান

রাতুল অ্যাপারেলসের ব্যবস্থাপক মো. খালিদ হোসেন বলেন, “রাতে ঝুট গুদামে আগুনের ফুলকি দেখা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে কর্মচারীরা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। গুদামটিতে প্রচুর ঝুট কাপড় মজুত ছিল, যা আগুনের মাত্রা বাড়িয়ে দেয়।”

তিনি জানান, শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন তারা।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর এ টি এম মাহমুদুল হাসান জানান, “গুদামে বিপুল পরিমাণ দাহ্য ঝুট কাপড় থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ