গণঅভ্যুত্থানে আহতদের গেজেট ‘জুলাই যোদ্ধা’ প্রকাশ
Published: 28th, February 2025 GMT
২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহতদের তালিকা নিয়ে গেজেট ‘জুলাই যোদ্ধা’ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার প্রকাশিত গেজেটে সারাদেশের ৪৯৩ জন আহতদের নাম স্থান পেয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত ওই গেজেটি- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস) এর ক্রমিক নং ২৩ এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার প্রকাশ করে।
গেজেটে অতি গুরুতর ৪৯৩ জন আহতকে ‘ক’ শ্রেণিতে তালিকাভুক্ত করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এছাড়া আহতদের ধরনভেদে পর্যায়ক্রমে ‘খ’ ও ‘গ’ শ্রেণির তালিকাও প্রকাশ করবে মন্ত্রণালয়।
গেজেটে অতি গুরুতর আহতদের মেডিকেল কেস আইডি, নাম, পিতা-মাতার নাম ও স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে। তালিকাটি শুক্রবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এর আগে গণ-অভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের তালিকা গত ১৫ জানুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয়।
এসব তালিকা ধরে গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের আর্থিকভাবে সহায়তা দেবে সরকার। আহতদের ধরন অনুযায়ী প্রতি মাসে ভাতা দেওয়া হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: গণঅভ য ত থ ন আহত আহতদ র
এছাড়াও পড়ুন:
নাটোরে বাসের ধাক্কায় অটোরিশার ৩ যাত্রী নিহত
নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় অটোরিকশার তিনযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম জানাতে পারেনি পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
আরো পড়ুন:
নবীগঞ্জে পিকআপে ট্রাকের ধাক্কা, সবজি ব্যবসায়ীর মৃত্যু
দাঁড়িয়ে থাকা বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ১
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, বনপাড়া থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস গুনাইহাটি এলাকায় অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত হন দুইজন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। মরদেহ তিনটি পুলিশ হেফাজতে রয়েছে।
তিনি আরো জানান, নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
ঢাকা/আরিফুল/মাসুদ