সিদ্ধিরগঞ্জে তিন শতাধিক রোজাদার পথচারীর মাঝে ইফতার বিতরণ
Published: 27th, March 2025 GMT
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ থানা শাখার উদ্যোগে তিন শতাধিক পথচারী রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জ পুল, ২ নম্বর বাসস্ট্যান্ড ও চৌধুরী বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মুহাম্মদ সাহিদুর রহমানের নেতৃত্বে ইফতার বিতরণে সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোমেন ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় থানা সভাপতি মুহাম্মদ সাহিদুর রহমান বলেন, ইসলামি যুব আন্দোলন মানুষের কল্যাণে, ইসলাম, দেশ ও মানবতার স্বার্থে রাজনীতি করে। সেই ধারাবাহিকতায় আজকে রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ইফত র ব তরণ স দ ধ রগঞ জ ইসল ম
এছাড়াও পড়ুন:
খুলনা মহানগর পুলিশের কমিশনারসহ ২১ পুলিশ কর্মকর্তাকে বদলি
খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনারসহ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) থেকে শুরু করে বিভিন্ন পদমর্যাদার ২১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, খুলনা মহানগর পুলিশের কমিশনার (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দারকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, যিনি ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।
আরেকটি প্রজ্ঞাপনে পুলিশের আরও ১৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার এবং সুপারনিউমারারি পদে থাকা বিভিন্ন স্তরের কর্মকর্তারা রয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগমকে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরীকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসানকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এবং সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মু. মাসুদ রানাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) পদায়ন করা হয়েছে।
এ ছাড়া উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে অ্যান্টি টেররিজম ইউনিটে, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মো. তারেক আহম্মেদকে পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার এবং পুলিশ অধিদপ্তরের মো. আল মামুনকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার কাজী মো. আবদুর রহীমকে সিএমপির উপপুলিশ কমিশনার, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার সাখাওয়াত হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার এবং আরএমপির উপপুলিশ কমিশনার মো. মমিনুল করিমকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার করা হয়েছে। খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার কাজী মইনউদ্দিনকে ডিএমপির উপপুলিশ কমিশনার এবং এসএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
সুপারনিউমারারি পুলিশ সুপার পদে থাকা কর্মকর্তাদের মধ্যে টাঙ্গাইল পিটিসির মো. তরিকুর রহমানকে সিআইডিতে, ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরীকে সিএমপিতে এবং এসএমপির মো. শাহরিয়ার আলমকে ডিএমপিতে বদলি করা হয়েছে। ডিএমপির মো. আব্দুল আউয়ালকে এসএমপিতে এবং চট্টগ্রাম রেঞ্জ অফিসের নাজমুন নাহারকে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের এস এম তারেক রহমানকে এসবিতে এবং এসএমপির আহমাদ মাঈনুল হাসানকে রেলওয়ে পুলিশে পদায়ন করা হয়েছে।
বদলি আদেশে এসবি ঢাকার পুলিশ সুপার সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ানের এআইজি হিসেবে পুলিশ অধিদপ্তরে বদলির আদেশটি বাতিল করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।