বিশ্ব ফ্যাশন দুনিয়ার সবচেয়ে আলোচিত ও জমকালো ইভেন্ট মেট গালা। এবারের আসর শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় তারকাদের থিম অনুযায়ী চোখ ধাঁধানো পোশাকে দেখার জন্য। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যেসব তারকারা অংশ নিতে যাচ্ছেন তাদের নামও প্রকাশ্যে এসেছে। এ তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, ডেমি মুর, শাকিরা, জেন্ডায়া, নিক জোনাসসহ আরও অনেকে।

প্রতি বছরের মতো এবারও মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হবে মেট গালা। এবারের থিম ‘সুপারফাইন: টাইলোরিং ব্ল্যক স্টাইল’ এবং ড্রেস কোড নির্ধারিত হয়েছে ‘টাইলোরিং ফর ইউ’।

পেজ সিক্স-এর এক প্রতিবেদন অনুযায়ী, এবারের ইভেন্টে উপস্থিত থাকবেন সংগীতশিল্পী ম্যাডোনা এবং স্টিভি ওয়ান্ডার। ডায়ানা রোজ উপস্থিত থাকবেন তার কন্যা ট্রেসি এলিস রস এবং পুত্র ইভান-কে সঙ্গে নিয়ে। কো-চেয়ার ফ্যারেল উইলিয়ামস-এর আমন্ত্রণে আসবেন লরিন হিল।

রেড কার্পেটে দেখা যাবে আরও বহু তারকাকে। তাদের মধ্যে আছেন বেবে রেক্সা, নিক জোনাস, শাবুজি, অ্যাঞ্জেলা ব্যাসেট এবং ডেমি মুর। অন্যান্য অতিথির তালিকায় রয়েছেন ক্রিস রক, জিমি ফেলন, অ্যাড্রিয়েন ওয়ারেন, সারা স্নুক, ওয়ালটন গগিনস, অ্যাডাম স্কট এবং ক্যালেব ম্যাকলাফলিন। অতিথিদের সাক্ষাৎকার নেবেন ইগো এনউডিম।

এছাড়া শাকিরা, লিজো, মেরি ব্লাইজ, অ্যাশলি গ্রাহাম এবং অ্যামেলিয়া গ্রে-ও ইভেন্টে থাকবেন। ক্রীড়াবিদদের মধ্যে অংশ নিচ্ছেন পেইজ বুকার্স এবং মাইলস চ্যামলি-ওয়াটসন।

সবচেয়ে প্রতীক্ষিত দুই তারকার মধ্যে একজন প্রিয়াঙ্কা চোপড়া এবং অন্যজন জেনডায়া। হলিউড রিপোর্টার ইন্ডিয়া জানিয়েছে, প্রিয়াঙ্কা এবারে কাস্টম বালমেইন কৌতুর পোশাক পরবেন। এছাড়া বুলগারির গয়না পরবেন। কারণ, তিনি ব্র্যান্ডটির গ্লোবাল অ্যাম্বাসেডর। এটি তার পঞ্চম মেট গালা উপস্থিতি। তিনি প্রথম আমন্ত্রণ পান ২০১৬ সালে এবং আত্মপ্রকাশ করেন ২০১৭ সালে।

প্রিয়াঙ্কার সব মেট গালা লুকই থিম-অনুযায়ী হয় এবং প্রায়শই সেরা পোশাকের তালিকায় উঠে আসে। এবার তিনি কী পরবেন, তা জানার জন্য ভক্তরা বেশ উত্তেজিত। অন্যদিকে, জেনডায়া কোন ব্র্যান্ডের পোশাক পরবেন তা এখনো প্রকাশ্যে আসেনি, তবে তাঁর স্টাইলিস্ট নিশ্চিত করেছেন যে তিনি উপস্থিত থাকছেন।

গত বছর কো-চেয়ার হিসেবে জেনডায়া দুইটি আলাদা ও অনন্য পোশাকে উপস্থিত হয়ে নজর কেড়েছিলেন। এবারের কো-চেয়াররা হলেন-কোলম্যান ডোমিঙ্গো, লুইস হ্যামিল্টন, ফ্যারেল উইলিয়ামস এবং এএসএপি রকি। লেব্রন জেমস থাকছেন অনারারি চেয়ার হিসেবে।

রিহানাও উপস্থিত থাকবেন, যেহেতু তার সঙ্গী রকি এবারের কো-চেয়ার। তবে নিশ্চিতভাবে দুজন তারকা অংশ নিচ্ছেন না-ব্লেক লাইভলি এবং জিসেল বানচেন। ব্লেক বর্তমানে নিজের প্রকল্পের প্রচার এবং একটি মামলার আইনি বিষয় নিয়ে ব্যস্ত। অন্যদিকে, জিসেল সদ্য সন্তান জন্ম দিয়েছেন। সূত্র: কইমই।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উপস থ ত থ অন য য পরব ন

এছাড়াও পড়ুন:

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন।

প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ বছর প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে ছয় রাজনৈতিক নেতা রয়েছেন। তাঁদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ঢাকা থেকে প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেন।

এছাড়া জামায়াত নেতা নকিবুর রহমান তারেক যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যুক্ত হন।

এর আগে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেয়।

সূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

সম্পর্কিত নিবন্ধ