গুগল সাধারণত আগস্ট মাসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ উন্মুক্ত করে থাকে। তবে এবার নির্ধারিত সময়ের আগেই জুলাই মাসে অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করতে পারে প্রতিষ্ঠানটি। নতুন এ সংস্করণে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ব্যাকগ্রাউন্ড অ্যাপ ব্যবস্থাপনায় উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধা যুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে।

গুগল জানিয়েছে, আগামী ১৩ মে ‘দ্য অ্যান্ড্রয়েড শো’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে অ্যান্ড্রয়েড ১৬-এর মূল সুবিধা ও পরিবর্তনগুলো। নতুন সংস্করণটির কোডনেম রাখা হয়েছে ‘বাকলাভা’। মধ্যপ্রাচ্যের জনপ্রিয় একটি মিষ্টির নামে রাখা হয়েছে কোডনেমটি।

অ্যান্ড্রয়েড ১৬–এর ডেভেলপার প্রিভিউ প্রোগ্রাম শুরু হয়েছে ২০২৪ সালের নভেম্বর মাসে। ইতিমধ্যে গুগল সংস্করণটির প্রাথমিক এসডিকে, সিস্টেম ইমেজ ও এপিআই ডকুমেন্টেশন ডেভেলপারদের জন্য উন্মুক্ত করেছে। নতুন সংস্করণে ব্যাকগ্রাউন্ড অ্যাকটিভিটি নিয়ন্ত্রণব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে। ফলে অপ্রয়োজনীয় অ্যাপগুলো স্মার্টফোনের ব্যাটারি ব্যবহার না করায় ফোনের চার্জ দ্রুত শেষ হবে না।

অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর স্মার্ট রিপ্লাই, স্বয়ংক্রিয় কনটেন্ট জেনারেশন ও অ্যাপভিত্তিক এআই সহায়তার মতো একাধিক সুবিধা যুক্ত করা হতে পারে। এ ছাড়া লক স্ক্রিনে কাস্টমাইজড উইজেট ও শর্টকাট যুক্ত করার অপশন থাকতে পারে। ব্যাকগ্রাউন্ডে চলা কাজগুলো আরও দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য সিস্টেম লেভেলেও পরিবর্তন আনতে পারে গুগল।

সূত্র: টেকলুসিভ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ত কর

এছাড়াও পড়ুন:

১৫ দিনের ব্যবধানে নতুন আইওএস হালনাগাদ করল অ্যাপল, কেন

নতুন মডেলের আইফোন ও আইওএস অপারেটিং সিস্টেম আনার পর থেকে বেশ ভালোই ঝামেলায় পড়েছে অ্যাপল। নতুন মডেলের আইফোনে বিভিন্ন সুবিধা কাজ না করার পাশাপাশি গত ১৫ সেপ্টেম্বর বাজারে আসা ‘আইওএস ২৬’ অপারেটিং সিস্টেমে একাধিক নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। তাই মাত্র ১৫ দিনের ব্যবধানে গতকাল মঙ্গলবার ত্রুটিগুলোর সমাধান করে ‘আইওএস ২৬.০.১’ সংস্করণ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

আইফোন ব্যবহারকারীদের হালনাগাদ সংস্করণটি ব্যবহারের পরামর্শ দিয়ে অ্যাপল জানিয়েছে, আইওএসের হালনাগাদ সংস্করণটিতে হঠাৎ ওয়াই-ফাই ও ব্লটুথ সংযোগ বিচ্ছিন্নের ত্রুটিসহ মোবাইল নেটওয়ার্ক না পাওয়ার সমস্যার সমাধান করা হয়েছে। এ ছাড়া বেশ কিছু নিরাপত্তাত্রুটিও দূর করা হয়েছে।

বাজারে আসার পরপরই নতুন আইফোনের অ্যাপল ইন্টিলিজেন্স কাজ না করার পাশাপাশি ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী। ব্যবহারকারীদের অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি অ্যাপল। তবে আইওএস ২৬.০.১ সংস্করণ নামানোর পর আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে না বলে জানিয়েছেন বেশ কয়েকজন ব্যবহারকারী।

আরও পড়ুনআইফোনের নতুন মডেলে ত্রুটি, ভোগান্তিতে ব্যবহারকারীরা৩০ সেপ্টেম্বর ২০২৫

আইওএস ২৬ অপারেটিং সিস্টেমের সবচেয়ে আলোচিত সুবিধা হচ্ছে ‘লিকুইড গ্লাস ইফেক্ট’। তবে এই ইফেক্টের কারণে সহজে বার্তা পড়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী। কাচের মতো স্বচ্ছ এই ইফেক্ট অ্যাপ আইকন, হোমস্ক্রিন ও লকস্ক্রিনে যুক্ত থাকায় সেগুলো ব্যবহারেও সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।

সূত্র: ডেইলি মেইল

সম্পর্কিত নিবন্ধ

  • ১৫ দিনের ব্যবধানে নতুন আইওএস হালনাগাদ করল অ্যাপল, কেন