বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যা মামলার আসামি  সালাউদ্দীনের পক্ষে আদালতে আইনজীবী হিসেবে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এডভোকেট খোরশেদ আলম মোল্লা।

একজন সরকারি কৌশলী হয়েও গণহত্যা মামলার আসামির পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়ানোয় এডভোকেট খোরশেদ আলম মোল্লার বিরুদ্ধে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানাগেছে, নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকার সালাউদ্দিন একজন চিহ্নিত সন্ত্রাসী এবং একাধিক মামলার আসামি। সে ছিলো খুনি আজমেরী ওসমানের বিশ্বস্ত সহযোগী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে আজমেরী ওসমানের বাহিনীর সাথে ছাত্র জনতার উপর হামলা চালায়।

যে কারণে তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যার মামলা হয়। সে মামলায় সালাউদ্দিন এজাহার ভুক্ত আসামি হিসেবে পুলিশের হাতে গ্রেফতার হয় এবং কিছুদিন আগে জামিনে বের হয়।

জামিনে বের হয়ে সালাউদ্দিন আবারো সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখে এবং পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় ও ফটো সাংবাদিক হাবিব খন্দকারের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যার চেষ্টা করে।

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা এবং হত্যা চেষ্টার অভিযোগে ফতুল্লা থানায় দায়ের করা মামলায় গ্রেফতার করা হয় সালাউদ্দিনকে। সেই সালাউদ্দিনকে বাঁচাতে তার পক্ষে আদালতে আইনজীবী হিসেবে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ আদালতের নারী ও শিশু দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা।

অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লার কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবী এবং সাংবাদিক মহল। একজন সরকারি কৌশলী হয়েও খুনি সন্ত্রাসী এবং গণহত্যা মামলার আসামির পক্ষে কি করে তিনি দাঁড়ালেন সেই প্রশ্ন এখন সকলের মুখে মুখে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন আইনজীবী বলেন, অ্যাডভোকেট খোরশেদ মোল্লা বিএনপিপন্থী আইনজীবী এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক। বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা মামলার আসামিদের পক্ষে কোনো বিএনপির আইনজীবী দাঁড়াতে পারবে না ।

এই নির্দেশনা অমান্য করে খোরশেদ আলম মোল্লা অপরাধ করেছেন এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া উচিত।

এ বিষয়ে জানতে চাইলে এডভোকেট খোরশেদ আলম মোল্লা বলেন, আমি জানতাম না সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা মামলার আসামি। আমি বিষয়টি জানার পর তার মামলাটি না করার সিদ্ধান্ত নিয়েছি।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: হত য ন র য়ণগঞ জ আইনজ ব গণহত য আইনজ ব

এছাড়াও পড়ুন:

স্ত্রী জন্মগতভাবে পুরুষ ছিলেন না প্রমাণে আদালতে প্রমাণ হাজির করবেন ফরাসি প্রেসিডেন্ট

ইমানুয়েল ম্যাক্রোঁর স্ত্রী ব্রিজিট জন্মগতভাবে পুরুষ ছিলেন না তার পক্ষে মার্কিন আদালতে বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপনের পরিকল্পনা করছেন ফরাসি প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি। একটি মানহানির মামলায় তাদের প্রতিনিধিত্বকারী আইনজীবী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

ম্যাক্রোঁ ও ব্রিজিট দম্পতি জুলাই মাসে ডানপন্থী ইনফ্লুয়েন্সার ক্যান্ডেস ওয়েন্স এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ওয়েন্স তার মিডিয়া প্ল্যাটফর্মের প্রোফাইল বাড়াতে, আরো দর্শক পেতে এবং অর্থ উপার্জনের জন্য ম্যাক্রোঁ ও ব্রিজিটের বিরুদ্ধে ক্রমাগত মানহানিকর আক্রমণ চালিয়ে যাচ্ছে।

ওয়েন্স গত বছর জানিয়েছিলেন, তিনি ‘(তার)’ পুরো পেশাদার খ্যাতির ঝুঁকি নিয়ে বলছেন, ‘ব্রিজিট ম্যাক্রোঁ আসলে একজন পুরুষ’ যার নাম জিন-মিশেল ট্রোগনেক্স। এরপর থেকে ওয়েন্স আটটি পর্বের পডকাস্ট সিরিজে এই দাবির পক্ষে নানা ধরনের কথা বলেছেন।

ম্যাক্রোঁদের আইনজীবী ক্লেয়ার লক বিবিসিকে জানিয়েছেন, ব্রিজিট ম্যাক্রোঁ দাবিগুলোকে ‘অবিশ্বাস্যভাবে বিরক্তিকর’ বলে মনে করেছেন এবং এগুলো ফরাসি প্রেসিডেন্টের জন্য ‘বিব্রতকর।’

ক্লেয়ার বলেছেন, “বিশেষজ্ঞদের সাক্ষ্য জৈব বৈজ্ঞানিক প্রকৃতির হবে।” 

তবে তিনি সাক্ষ্যের প্রকৃতি প্রকাশ করেননি। ক্লেয়ার জানিয়েছেন, ম্যাক্রোঁ দম্পতি ‘সাধারণভাবে এবং সুনির্দিষ্টভাবে সম্পূর্ণরূপে প্রমাণ করতে প্রস্তুত যে দাবিগুলো অসত্য।

তিনি বলেন, “এটি এমন একটি প্রক্রিয়া যার জন্য তার নিজেকে জনসমক্ষে প্রকাশ করতে হবে। কিন্তু প্রচারকৃত বিষয়টি ভুল তা প্রমাণ করার জন্য যা করা দরকার তা করার জন্য তিনি দৃঢ়ভাবে দৃঢ়প্রতিজ্ঞ।”

অন্যান্য সাক্ষ্য-প্রমাণের মধ্যে ব্রিজিটের গর্ভবতীর সময়কালের এবং তার সন্তানদের লালন-পালনের ছবি উপস্থাপন করা হবে বলে জানান এই আইনজীবী।

ম্যাক্রোঁদের মামলায় বলা হয়েছে,ট্রোগনেক্স হলেন ব্রিজিটের বড় ভাই এবং তিনি উত্তর ফ্রান্সের আমিয়েন্সে থাকেন। সেখানে তিনি ব্রিজিট এবং আরো চার ভাইবোনের সাথে বেড়ে ওঠেন। ৭২ বছর বয়সী ব্রিজিট ম্যাক্রোঁ তার স্বামীর চেয়ে ২৪ বছরের বড়। তার সাবেক স্বামীর সংসারে তিনটি সন্তান রয়েছে, যাদের জন্ম ১৯৭৫, ১৯৭৭ ও ১৯৮৪ সালে এবং সাতটি নাতি-নাতনি রয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • ফরাসি প্রেসিডেন্ট মাখোঁর স্ত্রী ব্রিজিত ‘নারী’ কি না, কেন এত বিতর্ক ও আইনি লড়াই
  • ইসরায়েলের সঙ্গে যে কারণে আরও ঘনিষ্ঠ হচ্ছে ভারত
  • আগামী তিন দিন বিশ্বব্যাপী বিক্ষোভের আহ্বান হামাসের
  • সভাপতি পদে বিএনপি, সাধারণ সম্পাদক পদে জামায়াত–সমর্থিত প্রার্থী নির্বাচিত
  • স্ত্রী জন্মগতভাবে পুরুষ ছিলেন না প্রমাণে আদালতে প্রমাণ হাজির করবেন ফরাসি প্রেসিডেন্ট
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: নাহিদের জবানবন্দি পেশ
  • গাজায় নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়াল
  • গাজায় ইসরায়েলি অভিযানের ‘কঠোরতম ভাষায়’ নিন্দা জানিয়েছে সৌদি আরব
  • ক্ষতিপূরণের বিরুদ্ধে আপিল করতে ২৫ শতাংশ অর্থ জমা দেওয়ার বিধান প্রশ্নে রুল
  • আইনজীবী সোমার মৃত্যুতে আইনজীবী সমিতির শোক সভা ও দোয়া