প্রত্যেক মে মাসের প্রথম সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে বসে ফ্যাশন–জগতের সবচেয়ে জমকালো আয়োজন মেট গালা। এবার বাংলাদেশ সময় আজ ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত হয়ে গেল এবারের আয়োজন। চলুন দেখে নেওয়া যাক এবার মেট গালার আসরে কারা ছিলেন।


কিম কার্দাশিয়ান বিলাসবহুল ব্র্যান্ড ক্রোম হার্টসের পুরোপুরি চামড়ার পোশাকে সাজিয়ে ছিলেন নিজেকে, মাথা থেকে পা পর্যন্ত একচ্ছত্র চামড়ার লুকে। ছবি: গেটি ইমেজ


৭০ এর দশকের ধাঁচে তৈরি ঝকঝকে গরম গোলাপি রঙের স্যুটে নজরকাড়া উপস্থিত হন চ্যাপেল রোন। ছবি: গেটি ইমেজ


প্রথমবার এই আসরে হাজির হন বলিউড তারকা শাহরুখ খান। কালো পোশাকের সঙ্গে তিনি পরেছিলেন নজরকাড়া গহনা, সঙ্গে ছিল একটি ছড়ি। শাহরুখের পোশাক ডিজাইন করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়। ছবি: গেটি ইমেজ


৭০-এর দশকের স্টাইল অনুপ্রাণিত হয়, জেনডায়া পরেছিলেন একটি কাস্টম সাদা সিল্ক সিঙ্গল-ব্রেস্টেড লুই ভুইতঁ টাক্সিডো। ছবি: গেটি ইমেজ


কাইলি জেনারের জন্য তাঁর লুকটি তৈরি করেছেন ফেরাগামোর ডিজাইনার ম্যাক্সিমিলিয়ান ডেভিস। ছবি: গেটি ইমেজ


প্রথমবারের মতো মেট গালায় অংশ নিয়ে পাঞ্জাবি সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিত দোসাঞ্জ অনুকরণ করেছেন ২০শ শতকের শুরুর দিকের এক ভারতীয় ড্যাপার ব্যক্তিত্ব স্যার ভূপিন্দর সিংহকে। ছবি: গেটি ইমেজ


আমেরিকান পেশাদার টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস পুরনো হলিউডের গ্ল্যামারকে নতুন রূপ দেন বরফি নীল বারডো-স্টাইলের মনক্লেয়ার গাউন। ছবি: গেটি ইমেজ


পপ তারকা লিসা প্রথমবারের মতো মেট গালায় উপস্থিত হন। ছবি: গেটি ইমেজ


ব্যাড বানি নিজের ঐতিহ্যকে সম্মান জানিয়ে তার লুক সম্পূর্ণ করেন একটি পুয়ের্তো রিকোর ঐতিহ্যবাহী ‘পাভা’ টুপি পরে। হাতে ছিল একটি ব্যাগ। ছবি: গেটি ইমেজ


জিজি হাদিদের ঝকঝকে সোনালি মিউ মিউ গাউনটি তৈরি হয়েছে গ্যাব্রিয়েলা কারেফা-জনসনের সঙ্গে যৌথভাবে, যিনি ভোগ-এর সাবেক ফ্যাশন সম্পাদক এবং প্রথম কৃষ্ণাঙ্গ নারী, যিনি ভোগ কভারের স্টাইলিং করেছিলেন। ছবি: গেটি ইমেজ


২০০৩ সালের পর আর মেট গালায় দেখা যায়নি ডায়ানা রসকে। এবার আসার সিদ্ধান্তটা ছিল একেবারেই শেষ মুহূর্তের। তার পরনের পোশাক বলছে ভিন্ন কথা—তিনি যেটিকে বলছেন ‘ফরএভার ফ্যামিলি’ গাউন। সেই মনকাড়া পোশাকের ঝুলে সূচিকর্মে লেখা ছিল তাঁর পাঁচ সন্তান এবং আট নাতি-নাতনির নাম। ছবি: গেটি ইমেজ


ফ্যারেল উইলিয়ামস, যিনি এই ইভেন্টের কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে পরেছিলেন একটি ডাবল-ব্রেস্টেড ব্লেজার, যা ১৫,০০০ মুক্তা দিয়ে তৈরি করা হয়েছে এবং এটি তৈরিতে লেগেছে ৪০০ ঘণ্টা। উইলিয়ামসের স্ত্রী হেলেন লাসিখান পরেছিলেন একটি কর্সেটেড চামড়ার বডিস্যুট। ছবি: গেটি ইমেজ


মার্কিন গীতিকার, গায়িকা, নৃত্যশিল্পী ও অভিনেত্রী তেয়ানা টেলর পোশাক ডিজাইন করেছেন মার্ক জ্যাকবস। ছবি: গেটি ইমেজ


জেনি পরেছিলেন একটি কালো চামড়া স্যাটিন জাম্পস্যুট, যা মুক্তা দিয়ে সজ্জিত ছিল। সঙ্গে ছিল একটি ওভারস্কার্ট, একটি সাদা সিল্ক কামেলিয়া এবং একটি টপ হ্যাট। ছবি: গেটি ইমেজ

 

 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পর ছ ল ন একট কর ছ ন

এছাড়াও পড়ুন:

উর্দু ভাষায় পাকিস্তানে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ‘জংলি’

দেশের সিনেমা পাকিস্তানে মুক্তির ঘটনা নতুন নয়। এর আগেও শাকিব খান ও শরিফুল রাজের সিনেমা মুক্তি পেয়েছিল। সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাদেশি কোনো সিনেমা উর্দু ভাষায় ডাবিং করে মুক্তি দিতে যাচ্ছে। এটি অন্য কোনো সিনেমা নয়, বরং সিয়াম আহমেদ অভিনীত ও এম রাহিম পরিচালিত ‘জংলি’।

গত ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পাওয়া ‘জংলি’ দারুণ জনপ্রিয়তা ও প্রশংসা কুড়ায়। এরপর সিনেমাটি আমেরিকা ও কানাডার ৪০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় এবং সেখানেও দর্শকদের ব্যাপক সাড়া পায় বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো। দেশে ও বিদেশে দর্শকপ্রিয়তার ধারাবাহিকতায় সিনেমাটি পাকিস্তানে মুক্তি পাচ্ছে।

পাকিস্তানে ‘জংলি’ পরিবেশনা করবে লাহোরভিত্তিক প্রতিষ্ঠান সিনে এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ চৌধুরী বলেন, “শিগগির আমরা ‘জংলি’ সিনেমাকে উর্দুতে ডাবিং করে পাকিস্তানে মুক্তি দিচ্ছি। বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বর্তমানে উর্দু ডাবিংয়ের কাজ চলছে। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলা সিনেমা উর্দুতে ডাবিং হয়ে পাকিস্তানে মুক্তি পাবে।”

আরো পড়ুন:

শাশুড়ি মায়ের হাতের রান্না যেন মধু: শবনম বুবলী

সিয়াম-বুবলীর ‘জংলি’: দর্শকরা কাঁদছেন কেন?

‘জংলি’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। ‘পাখি’ চরিত্রে রয়েছে শিশুশিল্পী নৈঋতা। আরো রয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা বুবলী এবং এক সময়ের প্রিয় শিশুশিল্পী ও অভিনেত্রী দিঘী। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন প্রখ্যাত সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ।

‘জংলি’ সিনেমার গল্প লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য রচনা করেছেন মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। সিনেমাটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি বলেন, “আমাদের সকল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এখন ডাবিংয়ের কাজ চলছে। দর্শকদের ভালোবাসার এই সিনেমা শিগগির পাকিস্তানে মুক্তি পাবে।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • হিরা-মুক্তায় ভরা কারো পোশাক, কেউ লিখেছেন নাতি-নাতনির নাম
  • কারো পোশাক হিরা-মুক্তায় ভরা, কেউ লিখেছেন নাতি-নাতনির নাম
  • কারো পোশাকে হিরা-মুক্তা, কেউ লিখে আনলেন সন্তান-নাতি-নাতনির নাম
  • সাইবার সুরক্ষা আইনে করা মামলাগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে: আইন উপদেষ্টা
  • শাওকীর ‘গুলমোহর’ দিয়ে শাশ্বতর ইচ্ছে পূরণ
  • শাওকীর ‘গুলমোহর’ দিয়ে কলকাতার শাশ্বতর ইচ্ছে পূরণ
  • শাওকীর সিরিজে শাশ্বত, কবে আসছে ‘গুলমোহর’
  • প্রথমবারের মতো পূর্ণাঙ্গ গল্পভিত্তিক মিউজিক ভিডিওতে মৌ
  • উর্দু ভাষায় পাকিস্তানে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ‘জংলি’