কয়েক বছর ধরেই মার্ভেলের সিনেমার বাজার মন্দা। একটার পর একটা সিনেমা মুক্তি পায় আর ফ্লপ হয়। কেবল বক্স অফিস ব্যর্থতাই নয়, সমালোচকদের মতে, গত কয়েক বছরে মুক্তি পাওয়া মার্ভেল সিনেমাগুলোর কোনোটিই মনে রাখার মতো নয়। অ্যাকশন, গল্পের সঙ্গে বুদ্ধিমত্তা আর হাস্যরসের যে দারুণ সংমিশ্রণ ছিল, মার্ভেলের সিনেমায় সেটা আর নেই। তবে ২ মে মুক্তি পাওয়া ‘থান্ডারবোল্ডস’ ব্যতিক্রম। মুক্তির পর থেকে সমালোচকদের প্রশংসা আর প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি প্রযোজককে আশাবাদী করে তুলছে। মুক্তির পর প্রথম তিন দিনে বক্স অফিসে আয়ের নিরিখে বলা হয়, সিনেমাটি হয়তো মার্ভেলের মান বাঁচাবে।

মুক্তির প্রথম দিন সিনেমাটি বিশ্বব্যাপী ১৬৫ মিলিয়ন ডলার আয় করেছে। সমালোচকেরাও সিনেমাটির প্রশংসা করেছেন। রটেন টমাটোজে ২৭৩ জন সমালোচকের ৮৮ শতাংশই ইতিবাচক রেটিং দিয়েছেন। মেটাক্রিটিকেও সিনেমাটির স্কোর ৬৮। বিবিসির সমালোচনায় সিনেমাটি সম্পর্কে লেখা হয়েছে, গত কয়েক বছরে মার্ভেল কিছু হিট ছবি দিলেও সেগুলোর মধ্যকার ধারাবাহিক গল্প বলার যে রীতি তারা তৈরি করেছিল, তা আর আগের মতো নেই।

‘থান্ডারবোল্টস’-এর দৃশ্য। ছবি: আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

লক্ষ্মীপুরে ব্যবসায়ী হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ী আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ইউসুফ আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ইউসুফ আলী রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাইজের বাড়ির মৃত এরশাদ হোসেনের ছেলে। 

বুধবার (২৬ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ডু।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, নিহত ব্যবসায়ী আনোয়ারের সাথে তার দোকান থেকে বাকি নেওয়াকে কেন্দ্র করে ইউসুফের সাথে পূর্বে বাকবিতণ্ডা হয়। ঘটনার দিন ২৫ নভেম্বর সকালে পূর্বের ন্যায় ইউসুফ ৩/৪ জনকে নিয়ে আনোয়ারের দোকানে বাকিতে মালামাল নিতে যায়। তখন আনোয়ার ইউসুফের কাছে পূর্বের বাকির টাকা চাই এবং নতুন করে বাকি দিতে অস্বীকৃতি জানায়। 

এ নিয়ে উভয়ের মাঝে তর্ক-বিতর্ক শুরু হয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে ইউসুফসহ তার সাথে থাকা অন্যরা ব্যবসায়ী আনোয়ারের বুকে, পেটে ও মুখে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। তখন ব্যবসায়ী আনোয়ারের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

এরই প্রেক্ষিতে নিহতের স্ত্রী ফারজানা আক্তার সাথী (৩৫) বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে রামগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে।

এ ঘটনায় র‌্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হয়ে ঢাকার নিকুঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ইউসুফকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে রামগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

 ঢাকা/লিটন/এস

সম্পর্কিত নিবন্ধ