রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেবে সেনাবাহিনী: পাকিস্তান
Published: 8th, May 2025 GMT
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের প্রত্যেকটি বেসামরিক নাগরিকের রক্তের বদলা নেওয়া হবে। বুধবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন।
পেহেলগামে সন্ত্রাসী হামলার বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯ সন্ত্রাসী আস্তানায় ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১ এ পৌঁছেছে। বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাকপ্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, ভারত এমন সময় এই হামলা চালিয়েছে যখন পাকিস্তান একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিল। ভারত যেসব স্থানের ব্যাপারে মিথ্যা অভিযোগ করছিল সেসব স্থানে তদন্তের জন্য আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে যাচ্ছিল পাকিস্তান। সন্ত্রাসীদের বিরুদ্ধে পাকিস্তান যখন কঠোর হতে শুরু করেছে ঠিক তখনই ভারত এই হামলা চালিয়েছে।
তিনি বলেন, “নিরপরাধ বেসামরিক নাগরিকদের উপর ঝরে পড়া রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ নেবে” সেনাবাহিনী।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদের মৃত্যু
ছবি: সংগৃহীত