বাংলাদেশ-ভারত যৌথ জরিপকাজের অংশ হিসেবে বাংলাদেশের দখলে থাকা একটি খেলার মাঠ পরিমাপের উদ্যোগ নিয়েছিলেন জরিপ দলের সদস্যরা। খবর পেয়ে আশপাশের গ্রামের বাসিন্দারা ছুটে এসে এতে বাধা দেন। এতে যৌথ জরিপ দল ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা ফিরে যান।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী নলজুরি এলাকায় ঘটে এ ঘটনা।

প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লে.

কর্নেল মো. নাজমুল হক। তিনি জানান, জরিপকাজের বিষয়টি গ্রামবাসী জানতেন না। তাই ভুল–বোঝাবুঝি থেকে উত্তেজনা ছড়িয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

বিজিবি সূত্র জানায়, ২০১৫ সালে ছিটমহল বিনিময় চুক্তির অংশ হিসেবে সীমান্তের বিরোধপূর্ণ এলাকা ও ছিটমহল বিনিময় হয়। তবে কিছু ভূখণ্ডে এখনো পিলার স্থাপন করে দখল বুঝিয়ে দেওয়া হয়নি। জৈন্তাপুরের নলজুরি এলাকার ওই অংশ এ রকমই একটি ভূখণ্ড।

একই সূত্র জানায়, যে খেলার মাঠে আজ জরিপকারী দল জায়গা পরিমাপ করতে গিয়েছিল, এটি বাংলাদেশের দখলে রয়েছে। চুক্তি অনুযায়ী, এ স্থানের কিছু অংশ ভারতের অভ্যন্তরে যাওয়ার কথা। মূলত জরিপের অংশ হিসেবেই বাংলাদেশ ও ভারতের জরিপ একটি দল জায়গা পরিমাপ করতে সেখানে যায়। সেখানে বিজিবি ও বিএসএফের সদস্যরা নিরাপত্তা দিতে গিয়েছিলেন।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশের দখলে থাকা জায়গা ভারত নিয়ে নিচ্ছে—এমন আশঙ্কায় গ্রামবাসী লাঠিসোঁটা দিয়ে জরিপ দলের সদস্যদের বাধা দেন। গ্রামবাসী এ সময় বিএসএফ সদস্যদের নিজেদের সীমানায় চলে যাওয়ার দাবি জানাতে থাকেন। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। তবে বিজিবি জরিপের বিষয়টি বুঝিয়ে পুরো পরিস্থিতি শান্ত করেছে। আপাতত জরিপকাজ বন্ধ রাখা হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র মব স

এছাড়াও পড়ুন:

রাঙামাটির জুড়াছড়ি সীমান্তে ভারতীয় নাগরিক আটক

রাঙামাটির জুড়াছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে মন চন্দ্র চাকমা (২২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ((৭ আগস্ট) সকালে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) বগাখালী বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মন চন্দ্র চাকমাকে আটক করে।

আটক মন চন্দ্র চাকমা ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার বাসিন্দা এবং চন্দ্র হানশু চাকমার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

আরো পড়ুন:

ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

ছবি তুলতে গিয়ে সীমান্ত অতিক্রম, দুই কিশোরকে ফেরত দিল বিএসএফ 

কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’

ঢাকা/শংকর/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • পঞ্চগড় সীমান্তে বেড়াতে গিয়ে ভারতে প্রবেশ, আটক দুজনকে ফেরত পাঠাল বিএসএফ
  • সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশীকে হস্তান্তর
  • রাঙামাটির জুড়াছড়ি সীমান্তে ভারতীয় নাগরিক আটক