আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে দেড় ঘণ্টা অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। আজ শুক্রবার রাত পৌনে নয়টার দিকে মহাসড়কের সীতাকুণ্ড পৌর সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করেন তাঁরা।

পরে রাত সোয়া ১০টার দিকে হাইওয়ে ও থানা-পুলিশের অনুরোধে তাঁরা মহাসড়ক থেকে সরে যান। এ অবরোধের কারণে মহাসড়কের সীতাকুণ্ড পৌর সদর থেকে উভয় দিকে অন্তত ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগ পড়েন যাত্রী ও চালকেরা।

এর আগে দুপুরে জুমার নামাজ শেষে একই এলাকায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

তখনো মহাসড়কে যানজটে আটকা পড়ে গরমের মধ্যে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.

জাহাঙ্গীর আলম। তিনি প্রথম আলোকে বলেন, শুক্রবার রাত পৌনে নয়টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় আসেন। এরপর তাঁরা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। মহাসড়কে তাঁরা প্রায় দেড় ঘণ্টার মতো অবরোধ করে রাখেন। পরে পুলিশের অনুরোধে মহাসড়ক ছেড়ে দেন তাঁরা।

সীতাকুণ্ড থানার পরিদর্শক তদন্ত মো. আলমগীর প্রথম আলোকে বলেন, আন্দোলনকারীদের মহাসড়ক অবরোধের কারণে উভয় দিকে অন্তত ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এ যানজট নিরসনের কাজ শুরু করে। এতে দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রী ও চালকেরা।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য নজট

এছাড়াও পড়ুন:

রাফালের নির্মাতা সংস্থা দাসোর শেয়ারে ধস

ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ। এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান রয়েছে। এ অবস্থায় রাফাল যুদ্ধবিমানের নির্মাতা সংস্থা দাসোর শেয়ারে পতন হয়েছে। প্রতিষ্ঠানটির শেয়ারদর ৩ শতাংশেরও বেশি কমে গেছে।

সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল বলছে, আকাশযুদ্ধে রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে পাকিস্তানের দাবির পর এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফরাসি এ জায়ান্ট কোম্পানির শেয়ারদর ৩৭৩.৮ মার্কিন ডলার থেকে ৩৬২.০৫ মার্কিন ডলারে নেমে আসে।

গত মঙ্গলবার রাতে এসব বিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। তবে এ নিয়ে ভারত কোনো মন্তব্য করেনি।
 

সম্পর্কিত নিবন্ধ