২০ মে চা-শ্রমিক দিবসে সবেতন ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন। গতকাল রোববার সন্ধ্যায় সিলেটের খান চা-বাগানে আয়োজিত এক সভায় এ দাবি জানান বক্তারা।

বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে গতকাল সন্ধ্যা সাতটায় কর্মিসভা শুরু হয়। ফেডারেশনের নেতা উপেন রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা উজ্জ্বল রায় ও আবু জাফর, ফেডারেশনের জেলা আহ্বায়ক বীরেন সিং, জেলা শাখার নেতা শীপন পাল, রতন বাউরি, সুমি রায়, নিখিল দাস, হৃদয় দাস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ব্রিটিশ বাগানমালিকদের প্রতারণা, বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে গড়ে ওঠা ঐতিহাসিক ‘মুল্লুক চলো’ আন্দোলনের চূড়ান্ত পরিণতি ঘটে ১৯২১ সালের ২০ মে। ইতিহাসে যুক্ত হয় শ্রমজীবী মানুষকে পৈশাচিকভাবে হত্যার একটি ঘৃণ্যতম ঘটনা। চা-শ্রমিকদের জন্য ঐতিহাসিক দিনটিকে রাষ্ট্রীয়ভাবে সবেতন ছুটি ঘোষণার আহ্বান রইল।

ব্রিটিশ-পাকিস্তানিদের তাড়িয়ে স্বাধীনতার ৫৪ বছর পরও চা-শ্রমিকদের বঞ্চনার শেষ হয়নি বলে অভিযোগ করেন বক্তারা। তাঁরা বলেন, শ্রমিকদের জন্য শিক্ষা ও চিকিৎসার ন্যূনতম আয়োজন নেই চা-বাগানে। নেই ভূমিরও মালিকানা।

কর্মিসভা সূত্রে জানা গেছে, ২০ মে চা-শ্রমিক দিবস হিসেবে প্রতিটি চা-বাগানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ২৩ মে সিলেট নগরের দরগাগেট এলাকার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) সাহিত্য আসর কক্ষে মতবিনিময় সভা এবং ২৫ মে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চা-শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ