অপরিচিত নম্বর থেকে কেউ কল করলে সেই ব্যক্তির পরিচয় জানতে ট্রুকলার অ্যাপ ব্যবহার করেন অনেকেই। এবার অপরিচিত নম্বরের তথ্য জানার পাশাপাশি বার্তা প্রেরকের পরিচয়ও জানা যাবে ট্রুকলারের মাধ্যমে। নতুন এ সুবিধা দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘মেসেজ আইডি’ সুবিধা চালু করেছে অ্যাপটি।

ট্রুকলারের তথ্যমতে, মেসেজ আইডি নামের এআই সুবিধাটি ফোনের এসএমএস ইনবক্স স্ক্যান করে বিভিন্ন ব্যক্তি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাঠানো গুরুত্বপূর্ণ বার্তা চিহ্নিত করে সবুজ চেক চিহ্ন যুক্ত করে দেবে। অর্থাৎ ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড), ব্যাংকের পাঠানো বার্তা, পণ্যের ডেলিভারির আপডেট, টিকিট বুকিং বা ফ্লাইট সূচির মতো বার্তাগুলোর পাশে সবুজ চেক চিহ্ন দেখা যাবে। এর ফলে ব্যবহারকারী সহজেই বুঝতে পারবেন, বার্তাটি নির্ভরযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো হয়েছে। নতুন এ সুবিধা পর্যায়ক্রমে সব দেশের ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন।

মেসেজ আইডি সুবিধা ব্যবহারের জন্য ফোনে ‘রিড এসএমএস’ এবং ‘ডিসপ্লে ওভার আদার অ্যাপস’–সংক্রান্ত অনুমতি দিতে হবে। এরপর ব্যবহারকারী গুরুত্বপূর্ণ বার্তার তাৎক্ষণিক নোটিফিকেশন দেখতে পারবেন। ট্রুকলার জানিয়েছে, এই প্রক্রিয়া সম্পূর্ণরূপে ফোনের ভেতরেই সম্পন্ন হবে। অর্থাৎ অন-ডিভাইস প্রসেসিংয়ের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন হবে। ফলে কোনো তথ্য ফোনের বাইরে সংরক্ষিত না হওয়ায় ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হবে না।

আরও পড়ুনট্রুকলারে থাকা নাম পরিবর্তন করবেন যেভাবে২২ নভেম্বর ২০২৩

মেসেজ আইডি সুবিধাটি শুধু বার্তা পাঠানো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য যাচাই করবে তা নয়, বার্তায় থাকা গুরুত্বপূর্ণ তথ্যের সারসংক্ষেপও দেখাবে। এর ফলে অন্যদের পাঠানো বার্তার সত্যতা যাচাই করার পাশাপাশি দ্রুত গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে।

সূত্র: গ্যাজেটস ৩৬০

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম স জ আইড ট র কল র ব যবহ র

এছাড়াও পড়ুন:

ট্রুকলারে যুক্ত হলো মেসেজ আইডি, যে সুবিধা পাওয়া যাবে

অপরিচিত নম্বর থেকে কেউ কল করলে সেই ব্যক্তির পরিচয় জানতে ট্রুকলার অ্যাপ ব্যবহার করেন অনেকেই। এবার অপরিচিত নম্বরের তথ্য জানার পাশাপাশি বার্তা প্রেরকের পরিচয়ও জানা যাবে ট্রুকলারের মাধ্যমে। নতুন এ সুবিধা দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘মেসেজ আইডি’ সুবিধা চালু করেছে অ্যাপটি।

ট্রুকলারের তথ্যমতে, মেসেজ আইডি নামের এআই সুবিধাটি ফোনের এসএমএস ইনবক্স স্ক্যান করে বিভিন্ন ব্যক্তি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাঠানো গুরুত্বপূর্ণ বার্তা চিহ্নিত করে সবুজ চেক চিহ্ন যুক্ত করে দেবে। অর্থাৎ ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড), ব্যাংকের পাঠানো বার্তা, পণ্যের ডেলিভারির আপডেট, টিকিট বুকিং বা ফ্লাইট সূচির মতো বার্তাগুলোর পাশে সবুজ চেক চিহ্ন দেখা যাবে। এর ফলে ব্যবহারকারী সহজেই বুঝতে পারবেন, বার্তাটি নির্ভরযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো হয়েছে। নতুন এ সুবিধা পর্যায়ক্রমে সব দেশের ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন।

মেসেজ আইডি সুবিধা ব্যবহারের জন্য ফোনে ‘রিড এসএমএস’ এবং ‘ডিসপ্লে ওভার আদার অ্যাপস’–সংক্রান্ত অনুমতি দিতে হবে। এরপর ব্যবহারকারী গুরুত্বপূর্ণ বার্তার তাৎক্ষণিক নোটিফিকেশন দেখতে পারবেন। ট্রুকলার জানিয়েছে, এই প্রক্রিয়া সম্পূর্ণরূপে ফোনের ভেতরেই সম্পন্ন হবে। অর্থাৎ অন-ডিভাইস প্রসেসিংয়ের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন হবে। ফলে কোনো তথ্য ফোনের বাইরে সংরক্ষিত না হওয়ায় ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হবে না।

আরও পড়ুনট্রুকলারে থাকা নাম পরিবর্তন করবেন যেভাবে২২ নভেম্বর ২০২৩

মেসেজ আইডি সুবিধাটি শুধু বার্তা পাঠানো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য যাচাই করবে তা নয়, বার্তায় থাকা গুরুত্বপূর্ণ তথ্যের সারসংক্ষেপও দেখাবে। এর ফলে অন্যদের পাঠানো বার্তার সত্যতা যাচাই করার পাশাপাশি দ্রুত গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে।

সূত্র: গ্যাজেটস ৩৬০

সম্পর্কিত নিবন্ধ