জুন মাসের আন্তর্জাতিক ফুটবল সূচিতে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি কঠিন এক চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন। কারণ, বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচের সময়ই তার মূল স্কোয়াডের প্রায় ১৪ জন শীর্ষ তারকা জাতীয় দলের হয়ে মাঠে নামতে না-ও পারেন।

আগামী ৬ জুন চিলির বিপক্ষে এবং ১০ জুন কলম্বিয়ার সঙ্গে হোম ম্যাচে খেলবে আলবিসিলেস্তেরা। তবে একই সময়ে শুরু হচ্ছে ১৪ জুন থেকে নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপ, যেখানে অংশ নিচ্ছে ৩২টি ক্লাব। স্কালোনির বিশ্বকাপজয়ী দলের একাধিক সদস্য এই ক্লাবগুলোর গুরুত্বপূর্ণ অংশ হওয়ায়, জাতীয় দলে তাদের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

যদিও এই ম্যাচগুলো ফিফা স্বীকৃত ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত, তাই ক্লাবগুলোর খেলোয়াড় ছাড়ার নিয়ম রয়েছে, বাস্তব পরিস্থিতি বলছে— ক্লাব বিশ্বকাপের গুরুত্বের কারণে অনেক ক্লাবই চায় না তাদের তারকারা জাতীয় দলে খেলুক।

আরো পড়ুন:

বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন ফ্লিক

ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি, দায়িত্ব নিচ্ছেন চলতি মাসেই

জুনের সেই আন্তর্জাতিক বিরতিতে যারা আর্জেন্টিনা স্কোয়াডে না থাকার শঙ্কায় রয়েছেন তাদের মধ্যে আছেন— লিওনেল মেসি (ইন্টার মায়ামি), জুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), এনজো ফার্নান্দেজ (চেলসি), নিকোলাস ওটামেন্দি (বেনফিকা), রদ্রিগো ডি পল, নাহুয়েল মোলিনা, অ্যাঞ্জেল কোরেয়া, জুলিয়ানো সিমিওনে (অ্যাথলেটিকো মাদ্রিদ), নিকোলাস গঞ্জালেজ (জুভেন্টাস), গঞ্জালো মন্টিয়েল, মারকোস আকুনা, জার্মান পেজ্জেলা ও লুকাস মার্টিনেজ কোয়ার্তা (রিভার প্লেট)।

এই তারকাবিহীন অবস্থায় জাতীয় দলের শক্তি কিছুটা কমে আসবে ঠিকই, তবে স্কালোনির সামনে এটি হতে পারে ভবিষ্যতের জন্য নতুন প্রতিভা আবিষ্কারের সেরা সময়। বিশ্বকাপ বাছাইয়ের এই সময়েই তিনি চাইলে তরুণ এবং অনভিজ্ঞ ফুটবলারদের মাঠে সুযোগ দিয়ে তাদের সামর্থ্য যাচাই করতে পারেন।

সব মিলিয়ে, আর্জেন্টিনার জন্য জুন মাসের এই সূচি হয়ে দাঁড়াচ্ছে এক রকম পরীক্ষা, যেখানে চোট, ক্লাব ব্যস্ততা ও জাতীয় দলের প্রয়োজন—সবকিছুর ভারসাম্য রক্ষা করাটাই হবে স্কালোনির সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল আর জ ন ট ন জ ত য় দল র আর জ ন ট ন ব শ বক প

এছাড়াও পড়ুন:

রেড কার্পেটের পোশাক বদলাতে বাধ্য হলেন হ্যালি বেরি

এ বছরের কান চলচ্চিত্র উৎসবের জুরি প্রেস কনফারেন্সে হ্যালি বেরি জানিয়েছেন, নতুন রেড কার্পেট নিয়মের কারণে তাকে শেষ মুহূর্তে নিজের পোশাক বদলাতে হয়েছে। উৎসব শুরুর ঠিক  আগে আয়োজকেরা ঘোষণা দিয়েছেন যে, এবার থেকে রেড কার্পেটে নগ্নতা এবং অতিরিক্ত আকারের পোশাক, যেমন লম্বা ট্রেন যুক্ত গাউন, নিষিদ্ধ।

বেরি বলেন  “আমি গুপ্তার এক অসাধারণ পোশাক পরার পরিকল্পনা করেছিলাম, কিন্তু সেটার ট্রেন এত বড় যে নিয়ম লঙ্ঘন হয়ে যেত। আমি নিয়ম ভাঙতে চাই না। নগ্নতা নিষিদ্ধ করাটাও সম্ভবত এক ভালো নিয়ম।

 কেন এই পরিবর্তন?
১২ মে, সোমবার আয়োজকদের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয় যেখানে বলা হয়—নতুন নিয়মগুলো উৎসবের সাংগঠনিক কাঠামো ও ফরাসি আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণয়ন করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়:
“এই বছর, কান উৎসবের চার্টারে কিছু নিয়ম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যা অনেকদিন ধরেই প্রচলিত ছিল। উদ্দেশ্য সরাসরি পোশাক নিয়ন্ত্রণ নয়, বরং পুরোপুরি নগ্নতা নিষিদ্ধ করা এবং এমন পোশাক রোধ করা যা অন্য অতিথিদের চলাচলে বাধা সৃষ্টি করতে পারে।”

উৎসব কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বসে পড়া বা রুমে প্রবেশের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে এমন পোশাক পরা অতিথিদের প্রবেশে বাধা দেওয়ার অধিকার রাখে কর্তৃপক্ষ।

সম্পর্কিত নিবন্ধ