চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ—এই ৩ মাসে ভারতের মহারাষ্ট্র রাজ্যে ৭৬৭ জন কৃষক আত্মহত্যা করেছেন। তাঁদের মধ্যে বেশির ভাগ কৃষক রাজ্যের বিদর্ভ এলাকার বাসিন্দা। রাজ্য বিধানসভায় সরকারের পক্ষ থেকে এই তথ্য দাখিল করা হয়েছে।

কৃষিকাজে লোকসানের বহর বেড়ে যাওয়া, অনেক সময় ফসলের ন্যায্যমূল্য না পাওয়া, প্রাকৃতিক বিপর্যয়ে ফসল নষ্ট হওয়া ও ঋণের বোঝা বৃদ্ধি কৃষকদের আত্মহত্যার অন্যতম কারণ। ঋণের বোঝা শোধ করতে না পারায় বহু কৃষক মৃত্যুকে বেছে নিতে বাধ্য হচ্ছেন।

রাজ্য সরকার বিধানসভায় জানিয়েছে, অকাল বর্ষণ ও অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যাঁদের ফসল নষ্ট হয়েছে, সরকার তাঁদের ক্ষতিপূরণ দিচ্ছে। তা ছাড়া দরিদ্র কৃষকদের প্রধানমন্ত্রী কিসান সম্মান যোজনা থেকে বছরে ছয় হাজার টাকা সহায়তা যেমন দেওয়া হচ্ছে, তেমনই রাজ্য সরকারও দিচ্ছে বাড়তি ছয় হাজার টাকা। সরকারি সহায়তা সত্ত্বেও কৃষকদের আত্মহত্যার প্রবণতা ঠেকানো যাচ্ছে না কেন, তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তোলেন।

কৃষকদের আত্মহত্যা–সংক্রান্ত প্রশ্নটি তুলেছিলেন কংগ্রেস সদস্যরা। গত মঙ্গলবার সেই প্রশ্নের লিখিত জবাব পেশ করেন এনসিপি নেতা ও ত্রাণমন্ত্রী মরকন্দ পাটিল। তিনি বলেন, আত্মহত্যা করেছেন এমন কৃষকদের পরিবারকে সরকার এক লাখ টাকা সাহায্য দিয়েছে। যদিও তাঁর পেশ করা তথ্য থেকে জানা যাচ্ছে, ৭৬৭ জন আত্মহত্যা করলেও সরকারি সাহায্য পাওয়ার যোগ্য মাত্র ৩৭৬ জন। যে যে কারণে সরকারি সাহায্য পাওয়া যায়, ওই ৩৭৬ জন সেই শর্ত পূরণ করেছেন।

সরকারি বিধিমালা অনুযায়ী উপযুক্ত বলে স্বীকৃত না হওয়ায় ২০০ কৃষক সাহায্য পাবেন না। বিরোধীদের অভিযোগ, সরকার আমলাতান্ত্রিক জটিলতায় স্থবির। এসব ক্ষেত্রে সরকারকে মানবিক হতে হয়। দেবেন্দ্র ফাডনবিশ সরকার সেই মানবিকতার পরিচয় রাখতে পারছে না।

মন্ত্রীর পেশ করা তথ্য থেকে জানা যাচ্ছে, সবচেয়ে খারাপ পরিস্থিতি পশ্চিম বিদর্ভে। শুধু এই এলাকাতেই আত্মহত্যা করেছেন ২৫৭ জন কৃষক। যদিও সরকার এখনো নিশ্চিত নয়, তাদের তৈরি তালিকার ১৯৪ জন সত্যি সত্যিই আত্মহত্যা করেছেন, নাকি তাঁদের মৃত্যুর কারণ অন্য।

বিরোধী বিধায়কেরা অভিযোগ করেন, তুচ্ছ কারণ দেখিয়ে সরকার হতভাগ্য কৃষকদের বঞ্চিত করছে। তাঁরা বলেন, ক্ষতিপূরণ ও সহায়তার পরিমাণ বৃদ্ধি করার দাবি সত্ত্বেও সরকার কর্ণপাত করছে না।

কংগ্রেসের অভিযোগ, বিজেপির নেতৃত্বাধীন সরকার কখনো কৃষকবান্ধব বলে পরিচিত হতে পারেনি। কৃষকদের ভাতে মেরে করপোরেট দুনিয়ার মুনাফা বাড়াতেই নরেন্দ্র মোদির সরকার কৃষি আইন এনেছিল। কৃষকদের বিক্ষোভ ও বিদ্রোহের মুখে সেই আইন খারিজ করতে বাধ্য হলেও এখনো কৃষকদের কোনো রকম সুরাহা দিতে পারেনি। তাই আত্মহত্যার প্রবণতা বেড়ে যাচ্ছে।

মহারাষ্ট্রে ২০২৩ সালে আত্মহত্যা করেছিলেন ২ হাজার ৮৫১ জন কৃষক। ২০২৪ সালে সংখ্যাটা সামান্য কমে দাঁড়ায় ২ হাজার ৬৩৫–এ। বিরোধী দলগুলোর অভিযোগ, কৃষকদের এই মৃত্যুমিছিল সত্ত্বেও বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের টনক নড়েনি। কৃষকদের কল্যাণে কোনো ব্যবস্থাই সরকার নিতে পারেনি। তাই ৩ মাসে ৭৬৭ জন কৃষককে আত্মহননের পথ বেছে নিতে হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ষকদ র কর ছ ন সরক র

এছাড়াও পড়ুন:

হার্ভার্ডের গবেষণা বলছে, মান কমছে ১০ ডিগ্রির

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণা বলছে, কিছু ঐতিহ্যবাহী ডিগ্রি দ্রুত বাজারে তাদের মূল্য হারাচ্ছে। এখন আর শুধু ডিগ্রি নয়—চাকরিদাতারা চাইছে কর্মীর নির্দিষ্ট দক্ষতা ও অভিযোজনক্ষমতা। এই প্রবণতা ইঙ্গিত দিচ্ছে, ভবিষ্যতের চাকরির বাজারে টিকে থাকতে অনেক শিক্ষার্থীকেই পড়াশোনার ধরন বদলে ফেলতে হবে।

কমছে যেসব ডিগ্রির বাজারমূল্য

ডেভিড জে ডেমিং ও কাদেম নোরে–এর ২০২০ সালের এক গবেষণায় বলা হয়, প্রযুক্তিনির্ভর কিছু ডিগ্রির আয় বাড়লেও কর্মজীবনের সঙ্গে সঙ্গে সেই বাড়তি সুবিধা দ্রুত কমে যায়। কারণ, এসব ক্ষেত্রে দক্ষতার অপ্রচলন খুব দ্রুত ঘটে।

এ ছাড়া হার্ভার্ড বিজনেস স্কুলের ২০২৫ সালের শুরুর দিকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, এমনকি এমবিএর মতো মর্যাদাপূর্ণ ডিগ্রিধারীরাও এখন আগের মতো দ্রুত শীর্ষ চাকরি পাচ্ছেন না। এর মাধ্যমে বোঝা যাচ্ছে, ক্ল্যাসিক ডিগ্রির বাজারমূল্য ধীরে ধীরে কমছে।

মানবিক ও সামাজিক বিজ্ঞান শাখার জনপ্রিয়তাও কমছে বলে জানিয়েছে দ্য হার্ভার্ড ক্রিমসন। শিক্ষার্থী ও নিয়োগদাতারা এখন স্পষ্ট ক্যারিয়ারপথ ও প্রযুক্তিনির্ভর বিষয়গুলোর দিকে বেশি ঝুঁকছেন।

আরও পড়ুনফ্রিল্যান্সিংয়ে নামার আগে এ পাঁচটি বিষয় ভাবুন১৯ অক্টোবর ২০২৫হার্ভার্ডের বিশ্লেষণে বাজারমূল্য হারানো ১০ ডিগ্রি হলো—

১. জেনারেল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএসহ)—বাজারে অতিসংখ্যক গ্র্যাজুয়েট ও নিয়োগদাতাদের চাহিদার পরিবর্তনে আয় কমছে।

২. কম্পিউটার সায়েন্স—শুরুতে আয় বেশি হলেও দ্রুত দক্ষতা অপ্রচলিত হয়ে পড়ছে।

৩. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং—অটোমেশন ও অফশোর উৎপাদনের কারণে চাকরির সুযোগ কমছে।

৪. অ্যাকাউন্টিং—অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা দীর্ঘমেয়াদি কর্মসংস্থান কমিয়ে দিচ্ছে।

৫. বায়োকেমিস্ট্রি—খুব সীমিত চাকরির ক্ষেত্র, একাডেমিক–নির্ভরতা বেশি।

৬. সাইকোলজি (স্নাতক)—উচ্চতর ডিগ্রি ছাড়া সরাসরি চাকরির সুযোগ কম।

৭. ইংরেজি ও হিউম্যানিটিজ—কর্মক্ষেত্রের অনিশ্চয়তায় ভর্তি কমছে।

৮. সোশিওলজি ও সামাজিক বিজ্ঞান—কর্মক্ষেত্রের সঙ্গে সরাসরি মিল কম।

৯. ইতিহাস—মাঝারি ক্যারিয়ার পর্যায়ে আয়ের হার কমে যায়।

১০. দর্শন—দার্শনিক চিন্তা মূল্যবান হলেও চাকরির বাজারে সরাসরি প্রয়োগ সীমিত।

আরও পড়ুনইউরোপের সেরা ১০ বৃত্তি ও ফেলোশিপের খোঁজ২২ অক্টোবর ২০২৫কী পড়লে বাড়বে চাকরির সুযোগ

হার্ভার্ডের শ্রমবাজার ও ভবিষ্যৎ শিক্ষাপ্রবণতা বিশ্লেষণ বলছে, একক কোনো ডিগ্রির ওপর নির্ভর না করে বহুমাত্রিক দক্ষতা তৈরি করতে হবে নিজের মধ্যে। বিশেষ করে প্রযুক্তিগত দক্ষতার সঙ্গে সামাজিক বুদ্ধিমত্তা ও সৃজনশীলতা যুক্ত করতে পারলে ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ অনেক বেশি।

প্রস্তাবিত শিক্ষাক্ষেত্রগুলো

– ডেটা সায়েন্স ও অ্যানালিটিকস
– হেলথ সায়েন্স ও অ্যালাইড হেলথ প্রফেশনস
– এনভায়রনমেন্টাল সায়েন্স ও সাসটেইনেবিলিটি
– ডিজিটাল মার্কেটিং ও মিডিয়া
– কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং
– প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা শিক্ষা

প্রথম আলো ফাইল ছবি

সম্পর্কিত নিবন্ধ

  • হার্ভার্ডের গবেষণা বলছে, মান কমছে ১০ ডিগ্রির