শেখ হাসিনা বার বার জাতির সাথে বেইমানি করেছে : সালাম
Published: 3rd, July 2025 GMT
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এড. আব্দুস সালাম আজাদ বলেছেন, শেখ হাসিনা বার বার জাতির সাথে বেইমানি করেছে। শেখ হাসিনা এরশাদের সাথে আপোষ করেছিল প্রতিবেশী দেশসহ বিভিন্ন সাথে আপোষ করেছেন।
দেশে গণতন্ত্র বলে কিছুই ছিল না তখন। তার পিতা শেখ মুজিব যেভাবে দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিপাহী বিপ্লবের মাধ্যমে এদেশের দায়িত্ব নিয়ে গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছিল। তিনি ১৯৭৮সালে রাষ্ট্রপতির নির্বাচনের ব্যবস্থা করেছিলেন।
জিয়াউর রহমানের পরিবার বারবার এদেশের মানুষের গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছিলেন । আর শেখ মুজিবের পরিবার বারবার মানুষের দেশের মানুষকে, গুম, খুন ও হত্যা করেছে। যেভাবে শেখ মুজিবর ক্ষমতায় থাকতে চেয়েছিল ঠিক একইভাবে তার মেয়ে শেখ হাসিনা মানুষকে হত্যা, গুম ও খুন করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস্ এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) নারায়ণগঞ্জ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল এগারোটায় খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই কর্মসূচির আয়োজন করা হয়।
তিনি বলেন, খুনি শেখ হাসিনা পাঁচ হাজারের অধিক বিএনপি নেতাকর্মীদেরকে হত্যা করেছে। সর্বশেষ জুলাই আগস্টের আন্দোলনে দুহাজারেরও বেশি ছাত্র-জনতাকে পুলিশ ও প্রশাসনের লোক দিয়ে প্রকাশ্য দিবালোকে পাখির মতন গুলি করে খুন করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন। কিন্তু সর্বশেষ ছাত্ররা তাদের আন্দোলন একপ্রকার প্রত্যাহার করে নিয়েছিলেন কিন্তু তারেক রহমান বলেছেন যে না এ আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।
আপনি বলেছিলেন আমরা কোটা আন্দোলন না দেশের গণতন্ত্র পূর্ণ উদ্যার যতদিন না পর্যন্ত শেষ হবে আমরা ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। শেখ হাসিনাকে পদত্যাগের মাধ্যমে আমরা এদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনব। সর্বশেষ তারেক রহমানের নেতৃত্বে ৫ আগস্ট আন্দোলনের মাধ্যমে খুনি শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
তিনি আরও বলেন, আপনারা জানেন বিগত ২০১৪ সালের ১৮ সালের ও সর্বশেষ ২৪ সালের নির্বাচন কি হয়েছিল। আমরা চাই একটি সুষ্ঠু অবাধ ও গণতন্ত্রমূলক নির্বাচন। জুলাই বিপ্লবের পরে অন্তবর্তী কালীন সরকার গঠন হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এই সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করব।
সামনের নির্বাচনকে নিয়ে অনেক রকমের ষড়যন্ত্র হচ্ছে। সেই নির্বাচনে অনেক সংকট দলেই পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে। যারা বিগত সময়ে ফ্যাসিবাদের সঙ্গে নির্বাচন অংশগ্রহণ করেছিল তারাই এখন এইসব কথা বলে। সুতরাং দলীয় নেতাকর্মীদেরকে সজাগ থাকতে হবে যারা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা ঐক্যবদ্ধ হয়ে রুখে দিব।
ডক্টরস্ এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) নারায়ণগঞ্জ শাখার কমিটির আহ্বায়ক ডাঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য ডাঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এড.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সিনিয়র সদস্য ডাঃ মজিবুর রহমান, মাসুদ রানা, খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবুল বাশার, ডক্টরস্ এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) নারায়ণগঞ্জ শাখার কমিটির সদস্য ডাঃ আমির উল মুলক, ডাঃ কাসেদুর রহমান, ডাঃ বয়েজ উদ্দিন, ডাঃ পংকজ নাহা, ডাঃ আবু সালেহ প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ র গণতন ত র ন র য়ণগঞ জ র রহম ন ব এনপ র কম ট র কর ছ ল সদস য
এছাড়াও পড়ুন:
এমন তো হবার কথা ছিল না: তারেক রহমান
জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয়, সন্দেহ গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শেষ পর্যন্ত কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের পথে হাটতে হয় কি-না, এমন শঙ্কাও জানিয়েছেন তারেক রহমান। বাংলাদেশে এই মুহূর্তে মাঠে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে এমন বিপদের কথাও স্মরণ রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন তিনি। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মানুষের উদ্বেগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘পরাজিত পলাতক স্বৈরাচারের শাসন আমলে জনগণের জাতীয় নির্বাচন নিয়ে কোনোই আগ্রহ ছিল না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে?... এমন তো হবার কথা ছিল না।’
বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, ‘উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে।’
দেশে প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে বলে উল্লেখ করেন তারেক রহমান। তবে তাঁর বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী নাগরিকেরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।
শুধু বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে পতিত পরাজত পলাতক স্বৈরাচার দেশে ‘ফ্যাসিবাদ কায়েম করেছিল’ উল্লেখ করে তিনি বলেন, বিগত ১৫ বছরে দেশের নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে।
প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে বিএনপি দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে মন্তব্য করে তারেক রহমান বলেন, তবে বিএনপির প্রতি দেশের গণতন্ত্র ও স্বাধীনতাপ্রিয় জনগণের আস্থা, ভালোবাসা থাকায় সে সংকট কাটিয়েছে তাঁর দল।
তারেক রহমান বলেন, ‘দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়ে একদিকে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে। অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারকেও যতটুকু সম্ভব, যতটুকু যথাসাধ্য সম্ভব আমাদের অবস্থান থেকে আমরা সহযোগিতা করে আসছি।’
প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে