মার্কিন বিমান হামলার ফলে ইরানের তিনটি পরমাণু স্থাপনার পারমাণবিক কর্মসূচি অন্তত ২ বছর পিছিয়ে গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। খবর সিনহুয়ার।

বুধবার (২ জুলাই) পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “আমরা ইরানের পারমাণবিক কর্মসূচি এক থেকে দুই বছর পর্যন্ত পিছিয়ে দিয়েছি। আমাদের অভ্যন্তরীণ গোয়েন্দা প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করছে।” 

পার্নেল আরো বলেন, “আমরা যেসব গোয়েন্দা তথ্য দেখেছি তাতে আমাদের বিশ্বাস, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।”

আরো পড়ুন:

মার্কিন অস্ত্র সহায়তা স্থগিতে রুশ হামলা জোরদারের শঙ্কায় ইউক্রেন

মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে বললেন ট্রাম্প

প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি পেন্টাগন। 

গত ২২ জুন, মার্কিন বাহিনী ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনা- নাতাঞ্জ, ফোরডো এবং ইসফাহানে হামলা চালায়।

গত মঙ্গলবার (১ জুলাই) ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “ফোরডোতে কী ঘটেছে তা কেউ সঠিকভাবে জানে না। আমরা এখন পর্যন্ত যা জানি তা হলো, স্থাপনাগুলো গুরুতর ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

তিনি আরো বলেন, “ইরানের পারমাণবিক শক্তি সংস্থা ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে।”

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে তেহরানের সহযোগিতা স্থগিত করে একটি আইন প্রণয়নের নির্দেশনা জারি করেছেন।

ইরানের সাংবিধানিক পরিষদের মুখপাত্র হাদি তাহান নাজিফের মতে, আইনটিতে ইরানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের নিরাপত্তা সম্পূর্ণরূপে নিশ্চিত না হওয়া পর্যন্ত আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করার আহ্বান জানানো হয়েছে।

আইন অনুসারে, ভবিষ্যতে ইরানের পারমাণবিক স্থাপনায় আইএইএর যেকোনো পরিদর্শনের জন্য তেহরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন লাগবে।

এদিকে, এর জবাবে আইএইএ এক বিবৃতিতে বলেছে, “আমরা এই প্রতিবেদনগুলো সম্পর্কে অবগত। আইএইএ ইরানের কাছ থেকে আরো আনুষ্ঠানিক তথ্যের জন্য অপেক্ষা করছে।”

বুধবার এক প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখার সময় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রধান মুখপাত্র স্টিফেন ডুজারিক ইরানের সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি এটিকে ‘স্পষ্টতই উদ্বেগজনক’ বলে অভিহিত করেন।

ডুজারিক বলেন, “জাতিসংঘ প্রধান আইএইএর সঙ্গে ইরানের সহযোগিতার বিষয়ে বরাবরই স্পষ্ট অবস্থানে ছিলেন। তিনি পারমাণবিক ইস্যুতে আইএইএর সঙ্গে সকল দেশকে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।”

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসের মতে, আইএইএর সঙ্গে ইরানের সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত ‘অগ্রহণযোগ্য’।

বুধবার এক প্রেস ব্রিফিংয়ে ব্রুস বলেন, “আমরা ‘অগ্রহণযোগ্য’ শব্দটি ব্যবহার করব। কারণ ইরান এমন এক সময়ে আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যখন তাদের কাছে পথ পরিবর্তন করে শান্তি ও সমৃদ্ধির পথ বেছে নেওয়ার সুযোগ রয়েছে।” 

তিনি বলেন, “ইরানের আর দেরি না করে জাতিসংঘের সংস্থা আইএইএর সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করা উচিত।”

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র সহয গ ত গ ত কর

এছাড়াও পড়ুন:

পিআর পদ্ধতি ছাড়া জনগণ নির্বাচনকে গ্রহণ করবে না: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশের মানুষ নির্বাচনকে গ্রহণ করবে না। জুলাই মাসেই জুলাই সনদ ঘোষণা করতে হবে। সোমবার খুলনা-৫ আসনের নির্বাচনী এলাকায় দিনব্যাপী মতবিনিময় সভা ও গণসংযোগকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি জানিয়ে তিনি বলেন, প্রশাসনিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবং জুলাই সনদ জুলাই মাসেই ঘোষণা করতে হবে।  

সেক্রেটারি জেনারেল বলেন, ‘জুলাই বিপ্লবকে কোনোভাবেই ব্যর্থ হতে দেব না। খুনিদের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের অধিকার নিশ্চিত করতে হবে। সরকারের ভেতরে কোনও ফ্যাসিবাদী থাকতে দেওয়া হবে না।’ 

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন শুধু নির্বাচন নয়; বিপ্লব পরবর্তী জন আকাঙ্ক্ষার প্রতিফলনের মহাসুযোগ। ফ্যাসিস্টদের বিচার ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর ইতোমধ্যেই দেশ নির্বাচনী ট্রেনে উঠেছে। প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেছেন। বিভিন্ন জায়গায় প্রার্থীদের ওপর হামলা, পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটছে। প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করা যাবে না। কোন বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি মাঠ পর্যায়ের প্রশাসন দুর্বল থাকলে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। এ বিষয়ে সরকারকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। সরকারকে মনে রাখতে হবে যে, যেনতেনভাবে একটি নির্বাচন অনুষ্ঠান করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না, সমস্যার সমাধান হবে না। এ জন্য দরকার নির্বাচনকে গ্রহণযোগ্য করার। এই ক্ষেত্রে জামায়াতে ইসলামীর সহযোগিতা চাইলে করা হবে। 

 

 

সম্পর্কিত নিবন্ধ

  • ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষয়ক্ষতি নিয়ে পেন্টাগনের মূল্যায়নে কী বেরিয়ে এল
  • আইএইএ ইরানের পরমাণু স্থাপনা আর পরিদর্শন করতে পারবে না, যদি না...
  • ইরানে হামলায় মার্কিন-ইসরায়েলের লোকসানই সার
  • মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আসামির আপিল শুনবেন হাইকোর্ট, অর্থদণ্ড স্থগ
  • মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আসামির আপিল শুনবেন হাইকোর্ট, অর্থদণ্ড স্থগিত
  • ইরানের ‘সরিয়ে ফেলা’ সমৃদ্ধ ইউরেনিয়াম কি আর খুঁজে পাওয়া যাবে
  • আরও উত্তপ্ত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক
  • পিআর পদ্ধতি ছাড়া জনগণ নির্বাচনকে গ্রহণ করবে না: গোলাম পরওয়ার