চানখাঁরপুলের মামলায় অভিযোগ গঠন বিষয়ে আদেশ ১৪ জুলাই
Published: 3rd, July 2025 GMT
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য ১৪ জুলাই তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আজ বৃহস্পতিবার এই তারিখ ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো.
মামলায় ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগে (ফরমাল চার্জ) আটজনকে আসামি করা হয়েছে। মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে আজ আসামিপক্ষের আইনজীবীরা শুনানি করেন।
আট আসামির মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক আছেন। এই চারজনকে মামলা থেকে অব্যাহতি (ডিসচার্জ) দিতে ট্রাইব্যুনালে আবেদন করেন তাঁদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. কুতুবউদ্দিন।
মামলার অপর চার আসামি গ্রেপ্তার আছেন। তাঁরা হলেন শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম। তাঁদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই চারজনের পক্ষে শুনানিতে চার আইনজীবী ছিলেন। তাঁরা তাঁদের মক্কেলদের মামলা থেকে অব্যাহতির আবেদন জানান।
গত ২৯ জুন এই আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন ট্রাইব্যুনালে জানিয়েছিল প্রসিকিউশন।
আরও পড়ুনচানখাঁরপুলে মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন২৯ জুন ২০২৫গত ২৫ মে ট্রাইব্যুনালে এই মামলার ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন। সেদিনই এই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
আনুষ্ঠানিক অভিযোগ অনুযায়ী, গণ-অভ্যুত্থানের সময় সারা দেশে ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অংশ হিসেবে গত বছরের ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁরা হলেন শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া।
আরও পড়ুনশেখ হাসিনাসহ আসামি ২০৬, গ্রেপ্তার ৭৩ জন০১ জুলাই ২০২৫আরও পড়ুনচানখাঁরপুলে মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল২৫ মে ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম নবত ব র ধ অপর ধ র
এছাড়াও পড়ুন:
খালাস চেয়ে আপিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের
মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত হিটু শেখ খালাস চেয়ে হাইকোর্টে আপিল আবেদন করেছেন। তার পক্ষে আইনজীবী মোহাম্মদ আব্বাস উদ্দিন আজ মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।
হাইকোর্টের বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আসামির আপিল শুনানির জন্য গ্রহণ করেন। পাশাপাশি তাকে দেওয়া এক লাখ টাকার অর্থদণ্ড স্থগিতের আদেশ দেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আইনজীবী আব্বাস উদ্দিন। তিনি জানান, বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হিটু শেখের করা আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানি শেষে এ আদেশ দেন আদালত। হিটু শেখ শিশুটির বোনের শ্বশুর।
এর আগে মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন আদালত। রায়ে অন্য তিন আসামিকে খালাস দেওয়া হয়। গত ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন।