মেঘনা নদীতে ইঞ্জিনচালিত নৌকায় তিন যাত্রী। নৌকা থামাতে ইশারা দেয় নৌ পুলিশ। কিন্তু তিন যাত্রী হঠাৎ নৌকার গতি বাড়িয়ে দেন। সন্দেহ হলে স্পিডবোট নিয়ে তাঁদের ধাওয়া করে নৌ পুলিশ। সাত কিলোমিটার পথ অতিক্রম করে এক পর্যায়ে নৌকা থেকে ঝাঁপ দিয়ে তীরে পৌঁছান তিনজন। তাঁদের মধ্যে দুজনকে আটক করতে সক্ষম হয় নৌ পুলিশ। পরে তল্লাশি চালিয়ে নৌকা থেকে ৭০ কেজি গাঁজা জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর–বাঞ্ছারামপুর নৌপথে এ ঘটনা ঘটে। নবীনগর উপজেলার ছলিমগঞ্জ নৌ পুলিশ ইউনিট ওই দুজনকে আটক করে। পুলিশ জানায়, এসব মাদক সুনামগঞ্জ থেকে মানিকগঞ্জের শিবালয়ে নেওয়া হচ্ছিল।

আটক দুজন হলেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চর কাটারীর বোটপাড়ার বাসিন্দা মো.

আকাশ মোল্লা (৩১) ও একই জেলার আলকদিয়ার জোরান সিকদারপাড়ার বাসিন্দা মো. আকবর আলী সিকদার (৫০)। দুজনই মাদক কারবারি বলে পুলিশ জানিয়েছে।

ছলিমগঞ্জ নৌ পুলিশ সূত্রে জানা গেছে, নৌপথে মানিকগঞ্জের শিবালয়ে মাদক পাচার করা হবে, এমন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের একটি দল মেঘনা নদীতে সকালে টহল দেওয়া শুরু করে। দুপুর ১২টার দিকে মেঘনা নদীতে ইঞ্জিনচালিত একটি নৌকায় তিন যাত্রী দেখে থামাতে ইশারা দেওয়া হয়। কিন্তু যাত্রীরা নৌকা না থামিয়ে গতি বাড়ান। এতে নৌ পুলিশের সন্দেহ হয়। স্পিডবোটে থাকা নৌ পুলিশ তাঁদের তাড়া করে। বাঞ্ছারামপুর উপজেলার জয়কালী গ্রামের পশ্চিমপাড়া এলাকায় তিন যাত্রী নৌকা থেকে পানিতে লাফ দেন। নৌ পুলিশ ধাওয়া করে তীরে পৌঁছে আকাশ ও আকবরকে আটক করলেও তৃতীয়জন পালিয়ে যান।

ছলিমগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক হায়দার তালুকদার প্রথম আলোকে বলেন, আটক দুই ব্যক্তি ও জব্দ করা মাদক ফাঁড়ির হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: মগঞ জ

এছাড়াও পড়ুন:

এগুলো কি পোশাক! গানের দৃশ্যে অর্ধনগ্ন, স্বরার অস্বস্তি

অভিনেত্রী স্বরা ভাস্কর সম্প্রতি একটি সাক্ষাৎকারে ‘বীরে ডি ওয়েডিং’ সিনেমার শুটিং প্রসঙ্গে কথা বলেন। অভিনেত্রী জানান, সিনেমাটিতে নিজের ‘অর্ধনগ্ন’ পোশাক নিয়ে অস্বস্তিতে ছিলেন। এমনকি সিনেমার প্রযোজক-স্টাইলিস্ট রিয়া কাপুরকে জিজ্ঞেস করেছিলেন, ‘এগুলো কি পোশাক?’

সবচেয়ে চ্যালেঞ্জিং প্রকল্প
স্বরা বললেন, সাধারণত তিনি চরিত্রের জন্য শরীরের ভাষা ও সংলাপের ওপর অনুশীলন করে নিজেকে তৈরি করেন। কিন্তু গ্ল্যামার চরিত্রগুলো তাঁর জন্য সবচেয়ে কঠিন। ‘বীরে ডি ওয়েডিং’ সিনেমায় নিজের চরিত্রের জন্য চেহারা, পোশাক ও নির্দিষ্ট ফিটনেস বজায় রাখার চাপের কারণে কাজটি খুবই চ্যালেঞ্জিং ছিল। তবে রিয়ার সমর্থন তাঁর জন্য কাজটা সহজ করে দেয়।

আরও পড়ুনদুঃস্বপ্নের শৈশব থেকে আপত্তিকর প্রস্তাব, পর্দার আড়ালে জয়ার কঠিন জীবন২১ ঘণ্টা আগে

‘অর্ধনগ্ন’ হয়ে গানের দৃশ্যে
স্বরা জানালেন, ‘প্রতিদিন সুন্দর দেখানোর জন্য লেন্স, মেকআপ, নতুন চুল—সবকিছুতে মনোযোগ দিতে হয়েছিল। কখনো কখনো আমি পোশাক পরে প্রশ্ন করতাম, এটা কী? “তারেফান” গানের শুটিংয়ে আমি প্রথমবার বডিসুট পরেছিলাম। এটি মূলত ওয়ান-পিস সুইমিং পোশাক, ডিপ নেকসহ, হিলস বা বুটের সঙ্গে।’

‘বীরে ডি ওয়েডিং’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ