মেঘনা নদীতে ইঞ্জিনচালিত নৌকায় তিন যাত্রী। নৌকা থামাতে ইশারা দেয় নৌ পুলিশ। কিন্তু তিন যাত্রী হঠাৎ নৌকার গতি বাড়িয়ে দেন। সন্দেহ হলে স্পিডবোট নিয়ে তাঁদের ধাওয়া করে নৌ পুলিশ। সাত কিলোমিটার পথ অতিক্রম করে এক পর্যায়ে নৌকা থেকে ঝাঁপ দিয়ে তীরে পৌঁছান তিনজন। তাঁদের মধ্যে দুজনকে আটক করতে সক্ষম হয় নৌ পুলিশ। পরে তল্লাশি চালিয়ে নৌকা থেকে ৭০ কেজি গাঁজা জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর–বাঞ্ছারামপুর নৌপথে এ ঘটনা ঘটে। নবীনগর উপজেলার ছলিমগঞ্জ নৌ পুলিশ ইউনিট ওই দুজনকে আটক করে। পুলিশ জানায়, এসব মাদক সুনামগঞ্জ থেকে মানিকগঞ্জের শিবালয়ে নেওয়া হচ্ছিল।

আটক দুজন হলেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চর কাটারীর বোটপাড়ার বাসিন্দা মো.

আকাশ মোল্লা (৩১) ও একই জেলার আলকদিয়ার জোরান সিকদারপাড়ার বাসিন্দা মো. আকবর আলী সিকদার (৫০)। দুজনই মাদক কারবারি বলে পুলিশ জানিয়েছে।

ছলিমগঞ্জ নৌ পুলিশ সূত্রে জানা গেছে, নৌপথে মানিকগঞ্জের শিবালয়ে মাদক পাচার করা হবে, এমন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের একটি দল মেঘনা নদীতে সকালে টহল দেওয়া শুরু করে। দুপুর ১২টার দিকে মেঘনা নদীতে ইঞ্জিনচালিত একটি নৌকায় তিন যাত্রী দেখে থামাতে ইশারা দেওয়া হয়। কিন্তু যাত্রীরা নৌকা না থামিয়ে গতি বাড়ান। এতে নৌ পুলিশের সন্দেহ হয়। স্পিডবোটে থাকা নৌ পুলিশ তাঁদের তাড়া করে। বাঞ্ছারামপুর উপজেলার জয়কালী গ্রামের পশ্চিমপাড়া এলাকায় তিন যাত্রী নৌকা থেকে পানিতে লাফ দেন। নৌ পুলিশ ধাওয়া করে তীরে পৌঁছে আকাশ ও আকবরকে আটক করলেও তৃতীয়জন পালিয়ে যান।

ছলিমগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক হায়দার তালুকদার প্রথম আলোকে বলেন, আটক দুই ব্যক্তি ও জব্দ করা মাদক ফাঁড়ির হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: মগঞ জ

এছাড়াও পড়ুন:

অর্ডিন্যান্স জারি এবং কাউন্সিল গঠন দাবি

অযৌক্তিক আদেশ বাতিল ও ইউনানী আয়ুর্বেদিক সিস্টেমের বিদ্যমান সব বৈষম্য দূরীকরণ এবং আগের বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা অর্ডিন্যান্স জারি এবং কাউন্সিল গঠন দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। 

সংবাদ সম্মেলনে তারা বলেন, গত ৩০ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে মেডিকেল অফিসার ইউনানী ও আয়ুর্বেদিকের নিয়োগ যোগ্যতা প্রকাশ করা হয়। এতে ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষার স্বতন্ত্রতাকে হুমকির মুখে ফেলেছে।

শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশ বোর্ড অব ইউনানী ও আয়ুবেদিক সিস্টেম অব মেডিসিনের গ্র্যাজুয়েট ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন এবং পরিচালনার শর্তাবলী অমান্য করে। এছাড়া ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থায় ব্যাচেলর ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসকদের প্র্যাক্টিসের অনুমতি এবং রেজিস্ট্রেশন প্রদানের নীতিমালা লঙ্ঘন করে।  

দাবিগুলো না মানা হলে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
 

সম্পর্কিত নিবন্ধ