মেঘনা নদীতে ইঞ্জিনচালিত নৌকায় তিন যাত্রী। নৌকা থামাতে ইশারা দেয় নৌ পুলিশ। কিন্তু তিন যাত্রী হঠাৎ নৌকার গতি বাড়িয়ে দেন। সন্দেহ হলে স্পিডবোট নিয়ে তাঁদের ধাওয়া করে নৌ পুলিশ। সাত কিলোমিটার পথ অতিক্রম করে এক পর্যায়ে নৌকা থেকে ঝাঁপ দিয়ে তীরে পৌঁছান তিনজন। তাঁদের মধ্যে দুজনকে আটক করতে সক্ষম হয় নৌ পুলিশ। পরে তল্লাশি চালিয়ে নৌকা থেকে ৭০ কেজি গাঁজা জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর–বাঞ্ছারামপুর নৌপথে এ ঘটনা ঘটে। নবীনগর উপজেলার ছলিমগঞ্জ নৌ পুলিশ ইউনিট ওই দুজনকে আটক করে। পুলিশ জানায়, এসব মাদক সুনামগঞ্জ থেকে মানিকগঞ্জের শিবালয়ে নেওয়া হচ্ছিল।

আটক দুজন হলেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চর কাটারীর বোটপাড়ার বাসিন্দা মো.

আকাশ মোল্লা (৩১) ও একই জেলার আলকদিয়ার জোরান সিকদারপাড়ার বাসিন্দা মো. আকবর আলী সিকদার (৫০)। দুজনই মাদক কারবারি বলে পুলিশ জানিয়েছে।

ছলিমগঞ্জ নৌ পুলিশ সূত্রে জানা গেছে, নৌপথে মানিকগঞ্জের শিবালয়ে মাদক পাচার করা হবে, এমন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের একটি দল মেঘনা নদীতে সকালে টহল দেওয়া শুরু করে। দুপুর ১২টার দিকে মেঘনা নদীতে ইঞ্জিনচালিত একটি নৌকায় তিন যাত্রী দেখে থামাতে ইশারা দেওয়া হয়। কিন্তু যাত্রীরা নৌকা না থামিয়ে গতি বাড়ান। এতে নৌ পুলিশের সন্দেহ হয়। স্পিডবোটে থাকা নৌ পুলিশ তাঁদের তাড়া করে। বাঞ্ছারামপুর উপজেলার জয়কালী গ্রামের পশ্চিমপাড়া এলাকায় তিন যাত্রী নৌকা থেকে পানিতে লাফ দেন। নৌ পুলিশ ধাওয়া করে তীরে পৌঁছে আকাশ ও আকবরকে আটক করলেও তৃতীয়জন পালিয়ে যান।

ছলিমগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক হায়দার তালুকদার প্রথম আলোকে বলেন, আটক দুই ব্যক্তি ও জব্দ করা মাদক ফাঁড়ির হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: মগঞ জ

এছাড়াও পড়ুন:

ধামরাইয়ে ইনসেপটা ফার্মায় অগ্নিকাণ্ড

ঢাকার ধামরাইয়ে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের কারখানার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় অবস্থিত কারখানাটির ৯ নম্বর ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যার দিকে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের ৯ নম্বর ভবনের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। ধামরাই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন:

১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রামের পোশাক কারখানার আগুন

ঘাটাইলে সুতার মিলে অগ্নিকাণ্ড

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, “বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কারখানার আইপিএস ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর এ তথ্য জানা যাবে। কেউ গুরুতর আহত হয়নি।” 

অগ্নিকাণ্ডের ঘটনায় ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা/সাব্বির/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ