কিশোরগঞ্জে বিবাহিত হয়েও অবিবাহিত দাবি করে নাঈম হাছান নামের একজন এসআই পদে মনোনীত হয়েছিলেন। এলাকার এক যুবক পুলিশ সুপার কার্যালয়ে কাবিননামার কপিসহ লিখিত অভিযোগ দিলে তদন্ত শেষে পুলিশ সদর দপ্তরের নির্দেশে আজ বৃহস্পতিবার নিয়োগটি বাতিল হয়ে গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার।

অভিযোগে জানা যায়, ইটনা উপজেলার চৌগাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কিষ্টপুর গ্রামের আব্দুল মোতালিবের ছেলে নাঈম হাছান বিয়ের তথ্য গোপন করে পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন। চৌগাঙ্গা ইউনিয়নের বিড়ারভিটা গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে আব্দুর রব গত ৩০ জুন পুলিশ সুপার কার্যালয়ে নাঈম হাছানের কাবিননামার কপিসহ একটি লিখিত অভিযোগ জমা দেন। এর পরই তদন্ত করে অভিযোগের সত্যতা পায় জেলা পুলিশ।

বিষয়টি পুলিশ সদর দপ্তরে অবহিত করলে নাঈম হাছানের নিয়োগটি বৃহস্পতিবার বাতিল করা হয়। অভিযোগকারী আব্দুর রব তার অভিযোগে নাঈম হাছানকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী বলেও উল্লেখ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বছর ২৬ জানুয়ারি নাঈম হাছান পাকুন্দিয়া উপজেলায় বিয়ে করেছেন। একই বছর অক্টোবর মাসে পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে নাঈম হাছান নিজেকে অবিবাহিত দাবি করে নিয়োগ পরীক্ষা দিয়ে মনোনীত হন। নাঈম হাছানের নাম নিয়োগের চূড়ান্ত তালিকার ৪৬০ নম্বর ক্রমিকে ছিল। নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকার শর্ত উল্লেখ ছিল। অথচ বৈবাহিক অবস্থার সনদে নাঈম হাছানকে অবিবাহিত লিখেছেন চৌগাঙ্গা ইউপি চেয়ারম্যান মো.

ছাইফুল ইসলাম। আবার নাঈম হাছানের বিয়ের কাবিননামায় চেয়ারম্যান ছাইফুল ইসলাম এক নম্বর সাক্ষীও হয়েছিলেন। 

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ছাইফুল ইসলামকে প্রশ্ন করলে জানান, সনদটি বৈবাহিক অবস্থা সংক্রান্ত ছিল কিনা, তা তিনি খেয়াল করেননি। তিনি বিশ্বাসের ওপর সনদটি না দেখেই স্বাক্ষর করেছিলেন।

অভিযুক্ত নাঈম হাছানকে একাধিকবার ফোন করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। তাই, তার মন্তব্য পাওয়া যায়নি। তবে তার বাবা আব্দুল মোতালিব স্বীকার করেন, তার ছেলে বিয়ের তথ্য গোপন করে চাকরির আবেদন করেছিলেন। তবে নাঈম আগেই সিদ্ধান্ত নিয়ছিলেন তিনি চাকরিটা করবেন না। কারণ নাঈম বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ক শ রগঞ জ অব ব হ ত

এছাড়াও পড়ুন:

মুরাদনগরে ধর্ষণের মামলা: চার আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর

কুমিল্লার মুরাদনগরে আলোচিত ধর্ষণ মামলায় চার আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মমিনুল হক শুনানি শেষে এ বিষয়ে আদেশ দেন।

এর আগে গত সোমবার গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে আদালত আজ রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন। আজ শুনানির সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন।

কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক সাদিকুর রহমান বলেন, আসামিরা মুরাদনগর থানায় দায়ের হওয়া নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনের মামলায় কারাগারে ছিলেন। আজ শুনানি শেষে আদালত তাঁদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন প্রথম আলোকে বলেন, ‘মামলাটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। আশা করছি, আগামী শনিবারের মধ্যে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হবে। আজ রিমান্ড শুনানি শেষে আসামিদের আবার কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’

আরও পড়ুনলোকজনের ভিড়, সাক্ষাৎকারের ‘চাপ’—বাড়ি ছাড়লেন মুরাদনগরের সেই নারী০১ জুলাই ২০২৫

নতুন করে কেউ গ্রেপ্তার না হওয়া প্রসঙ্গে জানতে চাইলে এসআই রুহুল আমীন বলেন, ‘আমরা এরই মধ্যে যাঁদের শনাক্ত করেছি, তাঁরা এলাকা থেকে পলাতক। তবে তাঁদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই চার আসামির জিজ্ঞাসাবাদ শেষ হলে তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে জড়িত সবাই আইনের আওতায় আসবেন।’

আরও পড়ুনপ্রধান আসামির দলীয় পরিচয় নিয়ে ঠেলাঠেলি, ‘নোংরা রাজনীতি’ বলছেন স্থানীয় বাসিন্দারা৩০ জুন ২০২৫

গত ২৬ জুন দিবাগত রাতে মুরাদনগর উপজেলার একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ধর্ষণের বিষয়টি টের পেয়ে আশপাশ থেকে কিছু লোক এসে ফজর আলীকে পেটাতে থাকেন। এ সময় ওই নারীকেও বিবস্ত্র অবস্থায় মারধর করেন স্থানীয় কয়েকজন যুবক। যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এরই মধ্যে ধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। দুই মামলায় ফজর আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অসুস্থ ফজর আলী পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুনমুরাদনগরে দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা২৮ জুন ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ভিডিও ভাইরালের পর পরশুরাম থানার এসআই বললেন, ‘পকেট থেকে টাকা বের করে দেখিয়েছি’
  • মুরাদনগরে ধর্ষণের মামলা: চার আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর
  • ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, এসআই ক্লোজড