কিশোরগঞ্জে বিবাহিত হয়েও অবিবাহিত দাবি করে নাঈম হাছান নামের একজন এসআই পদে মনোনীত হয়েছিলেন। এলাকার এক যুবক পুলিশ সুপার কার্যালয়ে কাবিননামার কপিসহ লিখিত অভিযোগ দিলে তদন্ত শেষে পুলিশ সদর দপ্তরের নির্দেশে আজ বৃহস্পতিবার নিয়োগটি বাতিল হয়ে গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার।

অভিযোগে জানা যায়, ইটনা উপজেলার চৌগাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কিষ্টপুর গ্রামের আব্দুল মোতালিবের ছেলে নাঈম হাছান বিয়ের তথ্য গোপন করে পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন। চৌগাঙ্গা ইউনিয়নের বিড়ারভিটা গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে আব্দুর রব গত ৩০ জুন পুলিশ সুপার কার্যালয়ে নাঈম হাছানের কাবিননামার কপিসহ একটি লিখিত অভিযোগ জমা দেন। এর পরই তদন্ত করে অভিযোগের সত্যতা পায় জেলা পুলিশ।

বিষয়টি পুলিশ সদর দপ্তরে অবহিত করলে নাঈম হাছানের নিয়োগটি বৃহস্পতিবার বাতিল করা হয়। অভিযোগকারী আব্দুর রব তার অভিযোগে নাঈম হাছানকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী বলেও উল্লেখ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বছর ২৬ জানুয়ারি নাঈম হাছান পাকুন্দিয়া উপজেলায় বিয়ে করেছেন। একই বছর অক্টোবর মাসে পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে নাঈম হাছান নিজেকে অবিবাহিত দাবি করে নিয়োগ পরীক্ষা দিয়ে মনোনীত হন। নাঈম হাছানের নাম নিয়োগের চূড়ান্ত তালিকার ৪৬০ নম্বর ক্রমিকে ছিল। নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকার শর্ত উল্লেখ ছিল। অথচ বৈবাহিক অবস্থার সনদে নাঈম হাছানকে অবিবাহিত লিখেছেন চৌগাঙ্গা ইউপি চেয়ারম্যান মো.

ছাইফুল ইসলাম। আবার নাঈম হাছানের বিয়ের কাবিননামায় চেয়ারম্যান ছাইফুল ইসলাম এক নম্বর সাক্ষীও হয়েছিলেন। 

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ছাইফুল ইসলামকে প্রশ্ন করলে জানান, সনদটি বৈবাহিক অবস্থা সংক্রান্ত ছিল কিনা, তা তিনি খেয়াল করেননি। তিনি বিশ্বাসের ওপর সনদটি না দেখেই স্বাক্ষর করেছিলেন।

অভিযুক্ত নাঈম হাছানকে একাধিকবার ফোন করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। তাই, তার মন্তব্য পাওয়া যায়নি। তবে তার বাবা আব্দুল মোতালিব স্বীকার করেন, তার ছেলে বিয়ের তথ্য গোপন করে চাকরির আবেদন করেছিলেন। তবে নাঈম আগেই সিদ্ধান্ত নিয়ছিলেন তিনি চাকরিটা করবেন না। কারণ নাঈম বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ক শ রগঞ জ অব ব হ ত

এছাড়াও পড়ুন:

সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, কিশোর নিহত

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়ক বিভাজকে ধাক্কা দিয়েছে একটি মোটরসাইকেল। এ ঘটনায় মোটরসাইকেলটির আরোহী কিশোর নিহত ও চালক আহত হয়েছেন।

রবিবার (২ নভেম্বর) সকালে রাজবাড়ী ফয়ার সা‌র্ভিস অ‌ফি‌সের সাম‌নে রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কে দুর্ঘটনাটি ঘটে। আহলা‌দিপুর হাইও‌য়ে থানার এসআই সাজ্জাদ হো‌সেন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

সিলেটে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, বাবা-মেয়ে নিহত

সিলেটে পাথরবাহী ট্রাক্টরচাপায় পর্যটক নিহত, আহত ৫

মারা যাওয়া কি‌শোরের নাম রিয়াদ আলী শেখ (১৪)। সে সদর উপ‌জেলার দদ‌শি ইউ‌নিয়‌নের বড়‌দোয়াল গ্রা‌মের রহমত আলী শে‌খের ছে‌লে। আহত রওনক সরকার‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

রাজবাড়ী ফায়ার সা‌র্ভিসের স‌ব-‌স্টেশন কর্মকর্তা মো. হা‌ফিজুর রহমান বলেন, “দ্রুত গতির মোটরসাইকেলটি আজ সকাল ৯টা ৫০ মি‌নি‌টের দি‌কে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। আমরা ফায়ার সা‌র্ভিসের সদস্যরা তাৎক্ষ‌ণিক আহতদের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে যাই।”

স্থানীয়‌দের বরা‌তে আহলা‌দিপুর হাইও‌য়ে থানার এসআই সাজ্জাদ হো‌সেন জানান,‌ রিয়াদ ও রওনক সকা‌লে মোটরসাই‌কেল যো‌গে রাজবাড়ী বাজা‌রে যা‌চ্ছি‌লেন। ফায়ার সা‌র্ভিস অ‌ফি‌সের সাম‌নে মোটরসাই‌কেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কের বিভাজকে ধাক্কা দেয়। ফলে তারা আহত হন। ফায়ার সা‌র্ভিসের সদস্যরা তাদের উদ্ধার ক‌রে রাজবাড়ী হাসপাতা‌লে নি‌য়ে যান। সেখানকার চি‌কিৎসক রিয়াদ‌কে মৃত ঘোষণা ক‌রেন। 

তিনি ব‌লেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঢাকা/রবিউল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • দেশের প্রথম মালয়েশিয়ান ডিগ্রি ক্যাম্পাস: ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস
  • সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, কিশোর নিহত