রাজধানীর গুলশানে ইতালির নাগরিক ও নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিও-বিডি’র কর্মকর্তা তাবেলা সিজার হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া চারজনকে খালাস দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর দুইটায় ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। প্রায় ১০ বছর আগে চাঞ্চল্যকর এ হত্যার ঘটনায় মামলা হয়।

মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল।

বিস্তারিত আসছে.

..
 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মুরাদনগরের সেই নারীকে নির্যাতনের ভিডিও ছড়ানোর ‘নেপথ্যের’ ব্যক্তি গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরের সেই নারীকে পাশবিক নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় শাহ পরান নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি ওই নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ফজর আলীর আপন ছোট ভাই।

র‍্যাব-১১ সিপিসি-২–এর কুমিল্লা কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আজ বিকেলে জেলার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকেই শাহ পরান আত্মগোপনে ছিলেন।

র‍্যাবের কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘শাহ পরান বর্তমানে আমাদের হেফাজতে রয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকায় র‍্যাবের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ ঘটনার বিস্তারিত জানানো হবে। বিস্তারিত তুলে ধরবেন র‍্যাব-১১–এর সিইও।’

পুলিশের সূত্র বলছে, ওই নারীর ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় শাহ পরানের সংশ্লিষ্টতা রয়েছে। ঘটনার পর থেকে ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যদের মুখেও শাহ পরানের নামটি উঠে আসে। তিনি ছিলেন ভিডিও ছড়ানোর নেপথ্যে। তাঁর পাঠানো লোকজনই ওই নারীকে বিবস্ত্র অবস্থায় নির্যাতন এবং ভিডিও ধারণ করেন বলে অভিযোগ তাঁদের।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘শাহ পরানকে র‍্যাব আটক করেছে বলে জেনেছি। তবে এখনো আমাদের কাছে তাঁকে হস্তান্তর করেনি। আমাদের কাছে তাঁকে হস্তান্তর করলে নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।’

আরও পড়ুনমুরাদনগরে দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা২৮ জুন ২০২৫আরও পড়ুনপ্রকৃত অর্থেই ওই নারী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন: পুলিশ২৯ জুন ২০২৫আরও পড়ুনপ্রধান আসামির দলীয় পরিচয় নিয়ে ঠেলাঠেলি, ‘নোংরা রাজনীতি’ বলছেন স্থানীয় বাসিন্দারা৩০ জুন ২০২৫আরও পড়ুনলোকজনের ভিড়, সাক্ষাৎকারের ‘চাপ’—বাড়ি ছাড়লেন মুরাদনগরের সেই নারী০১ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ