বাঁচতে চায় তিতুমীর কলেজ শিক্ষার্থী শ্রাবণী
Published: 3rd, July 2025 GMT
মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত সরকারি তিতুমীর কলেজের মেধাবী শিক্ষার্থী ফাতেমা আক্তার শ্রাবণী বাঁচতে চান। তিনি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
চলতি বছরের এপ্রিলে ঘাড়ে একটি টিউমার জাতীয় মাংসপেশীর বৃদ্ধি দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। কিন্তু ক্রমেই সেটা শরীর জুড়ে ছড়িয়ে পড়ছে বলে জানানো হয়েছে। বর্তমানে পরীক্ষানিরীক্ষা চলছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, পর্যায়ক্রমে চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে। তবে চরম আর্থিক সংকটে রয়েছে শ্রাবণীর পরিবার।
আরো পড়ুন:
রাবি ফোকলোর বিভাগ সংস্কারের দাবিতে ফের বিক্ষোভ
ডিপ্লোমা কোটা বাতিলসহ ৩ দাবি রুয়েট শিক্ষার্থীদের
শুধু শ্রাবণী নয়, তার পরিবারও বহুদিন ধরে কঠিন বাস্তবতার মুখোমুখি। তার বাবা দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে আক্রান্ত। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার মা সেলাইয়ের কাজ করে সংসার চালান। পাশাপাশি শ্রাবণী টিউশনি করে মায়ের পাশে দাঁড়িয়েছিলেন।
শ্রাবণীর মা শাকিলা পারভীন বলেন, “এই রোগের চিকিৎসায় এখন পর্যন্ত অনেক টাকা খরচ হয়ে গেছে। সামনে আবার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা করাতে হবে। কিন্তু টাকার অভাবে কিছুই করতে পারছি না। মেয়েকে বাঁচাতে সবাই পাশে দাঁড়াক, এই আশা করছি। আমরা ইতোমধ্যে শ্রাবণীর বিভাগ ও কলেজ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।”
শ্রাবণীর সহপাঠী সানজিদা ইসলাম রোজা বলেন, “আমরা বন্ধু-বান্ধব মিলে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেছি। বিভিন্ন জায়গা থেকে যতটুকু সম্ভব ফান্ড সংগ্রহ করেছি। কিন্তু চিকিৎসার ব্যয় অনেক বেশি, কারো একার পক্ষে সম্ভব নয়। আমরা চাই, সবার কাছে বিষয়টি পৌঁছাক। সবাই যেন এই মেধাবী ছাত্রীর পাশে দাঁড়ায়।”
এ বিষয়ে কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সিরাজুম মুনিরা বলেন, “শ্রাবণীর অসুস্থতার কথা আমরা জেনেছি। ব্যক্তিগত উদ্যোগে, শিক্ষকদের মাধ্যমে এবং বিভিন্ন বিভাগের সহায়তায় অর্থ সংগ্রহের চেষ্টা চলছে। কলেজ অধ্যক্ষকেও বিষয়টি অবহিত করা হয়েছে। আমরা শ্রাবণীর পাশে আছি, যতটা সম্ভব সহযোগিতা করব।”
শ্রাবণীর চিকিৎসায় সহযোগিতা করতে চাইলে নিচের নাম্বারে বিকাশ বা নগদের মাধ্যমে অর্থ পাঠানো যাবে।
সাহায্য পাঠানো ঠিকানা: বিকাশ- 01540523381 (শ্রাবনী), নগদ- 01682995523 (শ্রাবনীর মা)।
ঢাকা/হাফছা/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫